West Bengal News LIVE Update: হাড়হিম-করা হিমাচল! অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস, কাদাস্রোতে মৃত্যু ৯, নিখোঁজ ৫০...

Soumitra Sen Sun, 04 Aug 2024-4:01 pm,

Bengal News LIVE Update: উদ্ধারকারী দল অক্লান্ত পরিশ্রম করছে পরিস্থিতি মোকাবিলায়। কাংড়া, কুলু, সিমলা, চাম্বা, মান্ডিতে জারি বিশেষ সতর্কতা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Himachal cloudbursts: ভয়ংকর পরিস্থিতি উত্তরভারত জুড়ে। মর্মান্তিক পরিস্থিতি হিমাচলেও। সেখানে অতিবৃষ্টি, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও কাদাস্রোতের বিপর্যয়ে এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু ঘটেছে। ৫০ জনের মতো নিখোঁজ। উদ্ধারকারী দল অক্লান্ত পরিশ্রম করছে পরিস্থিতি মোকাবিলায়। কাংড়া, কুলু, সিমলা, চাম্বা, মান্ডিতে জারি বিশেষ সতর্কতা।

  • TMC's Steps Against Akhil Giri: নিঃশর্তে ক্ষমা চাইতে হবে কারামন্ত্রী অখিল গিরিকে। তবে শুধু ক্ষমা চাওয়া নয়, তাঁকে পদত্যাগও করতে হবে। সূত্রের খবর, অখিল গিরিকে পদত্যাগপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হল তৃণমূলের তরফে। অখিল গিরির বিরুদ্ধে কড়া অবস্থান তৃণমূলের।

  • Labhpur Flood-like Situation: বাঁধ ভেঙে ভেসে গেল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি লাভপুর! ক্ষতিগ্রস্ত হল গ্রামের পর গ্রাম। অতি বৃষ্টির কারণে ফুলে-ফেঁপে উঠেছে বীরভূমের লাভপুরের কুয়ে নদী। বাঁধ ভাঙায় জলমগ্ন লাভপুরের প্রায় ১৯টির বেশি গ্রাম। নদীতে অতিরিক্ত জল বাড়ার কারণে আজ, রবিবার ভোরে লাভপুরের ঠিবা গ্রামের তালতলা মোড়ের কাছে কুয়ে নদীর বাঁধ ভেঙে এই বিপত্তি। নদীর বাঁধ ভাঙায় জলমগ্ন লাভপুরের প্রায় ১৯টি গ্রাম। বাঁধ ভাঙার কারণে ঠিবা, লাগলহাটা ,কাজিপাড়া-সহ বহু গ্রাম ক্ষতিগ্রস্ত। সকাল থেকেই ঘটনাস্থলে লাভপুর ব্লক প্রশাসন।

  • Fishing Trawler Drowns: সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার এল প্লট এলাকায় বাঘের চর দ্বীপের কাছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাথরপ্রতিমার জেটিঘাট থেকে 'এফ.বি. দশভুজা' নামের ওই ট্রলারটি সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য বেরিয়েছিল। ট্রলারটিতে মোট ১৪ জন মৎস্যজীবী ছিলেন। যাওয়ার পথেই উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। পাশের একটি বোট এসে তাঁদের উদ্ধার করে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link