West Bengal News LIVE Update: বড়দিন উপলক্ষ্যে শহরে যান নিয়ন্ত্রণ, ৬ টি বিকল্প রুটে চলবে গাড়ি...

Tue, 24 Dec 2024-9:12 am,

একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জায়গায় জায়গায় জল নিয়ে কড়া প্রশাসন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ সাধারণ মানুষ যেন জল সমস্যায় না ভোগে তাই অবৈধ অথবা বেয়াইনি কিছু বরদাস্ত করা হবে না ৷জল অপচয় থেকে বেআইনি কানেকশন এবং বেআইনিভাবে সরাসরি মেশিন দিয়ে জল তোলার ক্ষেত্রে কার্যত বিধি নিষেধ করা হচ্ছে৷৷
    উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ইতিমধ্যেই কড়া হুঁশিয়ারি ও পাশাপাশি সতর্ক করলেন৷ ওয়ার্ডের সাধারণ মানুষ থেকে বহুতল গুলি সকলকে৷

  • দুদিন পার এখনও অধরা বাঘিনী। পুরুলিয়া বনবিভাগ, উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ দল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়েও বাঘিনীকে বাগে আনতে ব্যর্থ । বন দপ্তরের শেষ পাওয়া খবর অনুযায়ী পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের রাইকা এবং কেশরা জঙ্গলে ঘোরাফেরা করছে ওই বাঘিনী। তবুও দুদিন পার হয়ে গেলেও বাঘিনীকে খাঁচাবন্দী করতে পারল না বন দপ্তর । বাঘিনীকে বাগে আনতে জঙ্গলের বিভিন্ন জায়গায় শুকোর, ছাগল এবং গবাদি পশুদের দিয়ে ফাঁদ পাতা হয়েছে । সেই ফাঁদে পা মাড়ায়নি যমুনা। বাঘিনীকে খাঁচাবন্দি করতে হিমসিম খেতে হচ্ছে বন বিভাগকে । এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে । থমথমে রয়েছে গোটা এলাকা । বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং প্রচার চালানো হচ্ছে । জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন রয়েছে রয়েছে বনকর্মীরা । 

  • জলপাইগুড়ি দিনবাজারে মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট বন্ধ। ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। জলপাইগুড়ি পুরসভা বাজার ও রাস্তাঘাট সংস্কারের কারণে বেআইনি  দোকানপাট সড়িয়ে দিয়ে মালপত্র বাজেয়াপ্ত করায় ব্যবসায়ীরা এই বন্ধের সিদ্ধান্ত নেয়।সুষ্ঠুআলোচনার পরই দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে ব্যবসায়ীরা জানান।

  • আজ বিকেল ৪ টে থেকে কাল ভোর ৪ টে পর্যন্ত পার্ক স্ট্রিট ময়দান এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল ও প্রবেশ নিষিদ্ধ। কালও একই ভাবে বিকেল ৪ টে থেকে পণ্যবাহী গাড়ি নিষিদ্ধ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে পণ্যবাহী গাড়ির গতিবিধি। পার্ক স্ট্রিট এবং সংলগ্ন ১২ টি রাস্তায় আজ বিকেল থেকে নো পার্কিং। সন্ধ্যার পর ওয়াকিং স্ট্রিট হতে চলেছে পার্ক স্ট্রিট। সেই অনুয়ায়ী সমস্ত রকমের চার চাকা এবং দুই চাকা গাড়ির জন্য ৬ টি বিকল্প রুটের উল্লেখ ট্র্যাফিক পুলিশের বিজ্ঞপ্তিতে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link