Bengal News LIVE Update: কালীঘাটে সাগঠনিক বৈঠকে অভিষেক : সূত্র

Sat, 30 Dec 2023-1:59 pm,

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন আজকের সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • কালীঘাটে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কুণাল ঘোষ, পার্থ ভৌমিক, তাপস রায়দের নিয়ে বৈঠকে অভিষেক।

  • আজ অযোধ্যায় নমো। অযোধ্যায় পা রাখার পরে ধর্মপথ-রামপথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়। তাঁকে ঘিরে দলীয় সমর্থক তথা সাধারণ মানুষের উচ্ছ্বাস তুঙ্গে।  

  • সকাল ৬ টা থেকে চলছে রেল অবরোধ। ব্যানার পোস্টার হাতে নিয়ে রেল লাইনের উপর মিছিলে সামিল আদিবাসীরা। পুরুলিয়া - চান্ডিল শাখায় বন্ধ ট্রেন চলাচল। দূরপাল্লার ট্রেনকে ঘুরপথে নিয়ে যাওয়া হচ্ছে। অবশেষে সাড়ে ৩ ঘন্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলেন আদিবাসী সেঙ্গেল অভিযান। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনকে পুরুলিয়া থেকে ঘুরপথে নিয়ে যাওয়া হল। পুরুলিয়া থেকে মুরি রেলপথ দিয়ে টাটা নিয়ে যাওয়া হবে।

  • সরযূপাড়ে নমো। নজর বাংলাতেও। বন্দে ভারতের পর এবার রাজ্যে প্রথম অমৃত ভারত এক্সপ্রেস। মালদহ স্টেশন থেকে বেঙ্গালুরু  টার্মিনাস পর্যন্ত পরিষেবা। উত্তরবঙ্গের সঙ্গে  রেলপথে জুড়ছে  অযোধ্যাও।  

     

  • মোদী সফরে  মহাযজ্ঞ। ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের আগেই আজ অযোধ্যায় নমো। বিমানবন্দর, স্টেশন ট্রেন  উদ্বোধনের পাশাপাশি মেগা রোডশো। রামলালা প্রতিষ্ঠার প্রস্তুতি সরেজমিন। পরে জনসভাতেও ছায়াসঙ্গী যোগী।  

     

  • কলকাতা পুলিস সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। তার আগে ভিক্টোরিয়ার সামনে থেকে প্রোমো রানে যোগদিলেন কলকাতা পুলিশের কর্তারা। উপস্থিত ছিলেন পুলিস কমিশনার বিনীত গোয়েল।

  • গেদে-গোবিন্দপুর সীমান্তে তারকাটার ভিতরে বসবাসকারী ভারতীয় মহিলাদের স্বনির্ভর করায় উদ্যোগী বিএসএফ। মহিলাদের সেলাইমেশিন, সূঁচসুতো, কাপড় দিয়ে সহযোগিতা করল গেদে সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। শুধু কাঁচামাল দিয়ে সাহায্য করাই নয়, মহিলাদের বানানো কাঁথা, জিনিসপত্র বিক্রির বন্দোবস্ত করতে সীমান্তে কাউন্টারও করে দিয়েছে বিএসএফ। বাংলাদেশ থেকেও মানুজন ভারতে এসে ওই কাঁথা কিনছেন। বিএসএফের এই উদ্যোগী খুশি সীমান্তবাসীরা।

  • বেপরোয়া গতির গাড়ি পিষে দিল বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মাল মহকুমার নাগরাকাটা ব্লকে কালীখোলা এসএসবি ক্যাম্পের কাছে ১৭ নম্বর জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেশায় গোয়ালা ওই বৃদ্ধ রাতে কালীখোলার দিক থেকে ফিরছিলেন। একটি গাড়ি তাঁকে ধাক্কা মারলে রাস্তায় পড়ে যান বৃদ্ধ। তখনই আরেকটি বেপরোয়া গতির গাড়ি তাঁকে পিষে দিয়ে। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ। পুলিস দেহ উদ্ধার করে গাড়ি দুটির খোঁজ করছে। 

  •  সারনা ধর্ম কোডের দাবি। ফের ১২ ঘণ্টার  ভারত বনধ আদিবাসীদের। সেঙ্গেল অভিযানে ধর্মঘট বাংলাতেও। রেল রোকোয় চরমে দুর্ভোগ। পুরুলিয়া, আসানসোলেও দীর্ঘক্ষণ আটকে বন্দে ভারত সহ একাধিক ট্রেন। অসম সীমানাতেও ভোগান্তি। সড়কেও জট।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link