West Bengal News LIVE Update: সংখ্যালঘু অত্যাচার বন্ধ হোক! হিন্দু নিরাপত্তায় বছরের শেষ দিন বিশেষ প্রার্থনা ইসকনের...

Tue, 31 Dec 2024-2:15 pm,

একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • নতুন বছরে নয়া রেজল্যুশনের মতো চুক্তিভিত্তিক এসআর'রা যদি গ্রামে নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা পরিষেবা দিতে না যান, তাঁদের বেতনই বন্ধ হয়ে যাবে। নবান্নের নির্দেশে গত ২৩ ডিসেম্বর এই মর্মে আদেশনামা জারি করেছে স্বাস্থ্যদপ্তর। তাতে রাজ্যের সব মেডিক্যাল কলেজের অ্যাকাউন্ট অফিসারদের উদ্দেশে সাফ বলা হয়েছে, 'জেলা, মহকুমা, স্টেট জেনারেল বা গ্রামীণ হাসপাতালে নির্ধারিত সময়ে বন্ড সার্ভিসের চিকিৎসকরা না গেলে তাঁদের ভাতা বন্ধ করে দিতে হবে।' অর্থাৎ, বন্ড সার্ভিসের তিন বছর এসআর'রা মাসে ৬৫ থেকে ৭৫ হাজার টাকা করে যে ভাতা পান, তা বন্ধ হয়ে যাবে। পাশের পর স্বাস্থ্যদপ্তরের অধীনে কর্মরত সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের সংখ্যা ১ হাজার ১০০'র বেশি। তাঁদের ক্ষেত্রেই নয়া আদেশনামা কার্যকর হচ্ছে। স্বাস্থ্যদপ্তরের এক শীর্ষ সূত্র জানিয়েছে, এরপর এসআর'রা বন্ড সার্ভিসের নিয়ম মতো জনস্বার্থে গ্রামে না গেলে ভাতা বন্ধ তো হবেই। পাশাপাশি, যেসব মেডিক্যাল কলেজে তাঁরা পড়ছেন, সেখানকার অধ্যক্ষ- উপাধ্যক্ষরাও শাস্তির মুখে পড়তে পারেন। কারণ, কলেজ জানবে না, অথচ তাঁরা নিয়মকে কাঁচকলা দেখিয়ে বছর বছর সেখানে থেকে যাবেন, এমনটা হওয়া অসম্ভব!

  • অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে ধীক্কার মিছিল বৃহত্তর বাম ঐক্যের। অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে ধিক্কার জানায় বামপন্থীরা। জলপাইগুড়ি শহরে এই মিছিল করে বৃহত্তর বাম ঐক্য। আন্দোলনকারীরা জানায় যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ড.বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে  দেশের সংবিধানের মুল চেতনাকেও আঘাত হেনেছে। তার জন্য গোটা দেশের ধীক্কার মিছিল করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। 

  • বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি এলাকার এই দুটো পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবীর নবিউল আলম। ঘরের টিম খাবার দাবার সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে নিঃস্ব পরিবার দুটোর পাশে নবিউল। অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত দুটি পরিবার। বাড়ির সমস্ত আসবাবপত্র টাকা পয়সা সাইকেল ,বিছানা পত্র সব কিছু চোখের নিমিষে পুড়ে ছাই। জলপাইগুড়ি জেলার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায়। নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে।তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। তবে দুটি পরিবারেরই কোনো জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার আকস্মিকতায় বাক রুদ্ধ হয়ে পড়েন ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ির মালিক নবাব আলী ও তার ভাই রজব আলী। ঘরের টিন সহ বিভিন্ন সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালো সমাজসেবী নবীউল আলম।

     

  • অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে ধীক্কার মিছিল বৃহত্তর বাম ঐক্যের। অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে ধিক্কার জানায় বামপন্থীরা। জলপাইগুড়ি শহরে এই মিছিল করে বৃহত্তর বাম ঐক্য। আন্দোলনকারীরা জানায় যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ড.বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রেখে  দেশের সংবিধানের মুল চেতনাকেও আঘাত হেনেছে। তার জন্য গোটা দেশের ধীক্কার মিছিল করা হচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। 

  • ভেন্টিলেশনে রয়েছেন, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। গতকাল সন্ধ্যায় তাকে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলিপুর এর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গড়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগেও তিনি দুবার এই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গতকাল আদালতে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে যান তিনি। এরপর তাকে ভর্তি করা হয় এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের মেইন ব্লকে। সেখানে সি সি ইউ তে ভর্তি ছিলেন তিনি। 

     

  • একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিস। মঙ্গলবার বিকেল চারটে থেকে বুধবার ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং বুধবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ময়দান সহ কলকাতার উপকণ্ঠের একাধিক এলাকায়। ৩১ ডিসেম্বর বিকেল চারটে থেকে ১ তারিখ ভোর সাড়ে চারটে এবং এক তারিখ বিকেল সাড়ে চারটে থেকে দু তারিখ রাত বারোটা পর্যন্ত পাক স্টিট উইড স্ট্রীট এবং জহরলাল নেহেরু রোডের চঞ্চল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে গাড়ির গতিগত পরিবর্তন হবে। সংশ্লিষ্ট রাস্তা গুলি হল আচার্য জগদীশচন্দ্র বোস রোড ও চৌরঙ্গী রোডের সংযোগস্থল থেকে উত্তরমুখী হরিশ মুখার্জী রোড, ক্যাথিডাল রোড, হসপিটাল রোড স্ট্যান্ড রোড, অক্লান্ড রোড, রেড রোড এসপ্ল্যানেড ক্রসিং সহ গর্মেন্ট প্লেস ইস্ট, রানী রাসমণি এভিনিউ, এসপ্ল্যানেড রেম্প সহ দ্বিতীয় হুগলি ব্রিজে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link