Bengal News LIVE Update: রাজ্যসভায় বিজেপি-র প্রার্থী দলেরই মুখপাত্র!
Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)
Latest Updates
একসময়ে বিধায়ক ছিলেন। এবার সাংসদ হচ্ছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। কীভাবে? বাংলা থেকে রাজ্যসভায় তাঁকে মনোনয়ন দিল গেরুয়াশিবির।
পার্ক সার্কাস চারনম্বর ব্রিজের উপরে মা ফ্লাইওভারের লোহার বিমের উপরে উঠে নিয়োগের দাবিতে আত্মহত্যার তোড়জোড় যুবকের। গলায় রয়েছে দড়ির ফাঁস। নিচ থেকে বোঝানোর চেষ্টা পুলিশের। নামাতে হিমশিম প্রশাসন।
সাসপেন্ডের পর এবার গ্রেফতার সন্দেশখালির তৃণমূল অঞ্চল প্রধান উত্তর সর্দার। তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে দল। এর পাশাপাশি গ্রেফতার করা হল বিজেপি নেতা বিকাশ সিংকেও। উল্লেখ্য, উত্তমের গ্রেফতারির জন্য চাপ বাড়াচ্ছিল বিরোধীরা। এনিয়ে রাজ্যপালের কাছে দরবারও করেছে বিজেপি। এমনকি হুঁশিয়ারি দিয়েছে সন্দেশখালি শান্ত না হলে ১৪৪ ধারা ভেঙে সেখানে য়াবে বিজেপি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। পৌঁছলেন দেব।
সন্দেশখালির ঘটনায় গ্রেফতার ১৪
অ্যাপোলোয় অসুস্থতা নিয়ে মিঠুন চক্রবর্তী। কিছুক্ষণ আগেই অ্যাপোলো হাসপাতালে এসেছেন মিঠুন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরাক্ষা করে দেখছেন। এমআরআই করা হচ্ছে।
দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল জামাইবাবুর দাদার বিরুদ্ধে । ঘটনায় শুক্রবার মানিকচক থানায় অভিযোগ দায়ের করল ছাত্রীর পরিবার
গত কয়েক দিন ধরে সন্দেশখালিতে যে ভাবে ভাঙচুর আগুন বিক্ষোভ মিছিলে উত্তপ্ত হয়ে উঠেছে তার পরিপেক্ষিতে আজ প্রশাসন সন্দেশখালির দু নম্বর ব্লকের (১) সন্দেশখালি( ২) খুলনা (৩) বেড়মুজুর ১ (৪ ) বেড়মাজুর ২ (৫) জেলিয়াখালি (৬) মনিপুর (৭) দুর্গামণ্ডপ(৮) কোরাকাটি এই আটটা অঞ্চলে ১৪৪ ধারা জারি করল প্রশাসন।
লোকসভা ভোটকে সামনে রেখে জলপাইগুড়িতে রাতেও চলছে বিশেষ নাকা চেকিং। যেকোনো অপ্রতিকর ঘটনা এড়াতে সজাগ রয়েছে জেলা পুলিশ।
ব্রিজের দুপাশ থেকে অবাধে অবৈধ ভাবে চলছে বালি লুট। কোনো অনুমতি ছাড়াই কোনো রকম বৈধতা ছাড়াই পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার বালি লুট করছে বালি মাফিফারা। ভূমি রাজস্ব দপ্তর FIR করলেও কোনো রকম হেলদোল নেই পুলিশের এমনটাই অভিযোগ উঠেছে।
সকাল দশটায় মেয়র ববি হাকিম খিদিরপুর ট্রাম ডিপোর পাশে কেএমসি হসপিটালে এক বিনামূল্যে হার্ট চেক আপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
দাসপুরের রবিদাসপুরে মর্মান্তিক ঘটনা, রিভার পাম্পের মোটর চালাতে গিয়ে মটরের সাথে চাদর জড়িয়ে গলা কাটা হয়ে মৃত্যু হল এলাকার এক ব্যক্তির।