Bengal News LIVE Update: এবার জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন গুলজার-রামভদ্রাচার্য
West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)
Latest Updates
উর্দু সাহিত্যে বিশিষ্ট অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট কবি, গীতিকার, সুরকার ও পরিচালক গুলজার। তাঁর সঙ্গেই ওই পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত জগতগুরু রামভদ্রাচার্য।
চাপ্পা চাপ্পা চরখা চলে থেকে বিড়ি জ্বালাইলে, বলিউডের একের পর এক ছবিতে এক নতুন মাত্রা দিয়েছে গুলজারের গান। স্লাম ডগ মিলিয়নেয়ার ছবির জয় হো গানটি তাঁরই লেখা। উ্দু সাহিত্যে অবদানের জন্য ২০০২ সালে তিনি সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান। ২০০৪ সালে পান পদ্মভূষণ। মাচিস, আঁধি, পরিচয়, ইজাজত-র মতো ছবি যেমন তিনি বানিয়েছেন তেমনই মাচিস, ওমকারা, দিল সে-র মতো ছবিতে তাঁর গান এখনও অনেকের কানে বাজে।
রাজ্য সফরে আসতে পারেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালির ঘটনার কথা মাথায় রেখে ওই সভা বারাসতে করাতে পারে দল। সভা হতে পারে ৭ মার্চ। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা মহিলা মোর্চার তরফে ওই সমাবেশের তোড়জোড় শুরু হ.ে গিয়েছে বলে খবর। রাজ্যের তরফে প্রধানমন্ত্রীর কাছে ওই প্রস্তাব গেলও প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও নিশ্চিত কিছু বলা হয়নি বলেই খবর।
এবার লোকসভা ভোটে নেই অনুব্রত। বীরভূমে দলের মধ্যে সমস্যা অনেক। কাজল শেখকে নিয়েও অশান্তি রয়েছে দলে। ভোটের আসে সেইসব সমস্যা নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধের বোলপুরের রাঙাবিতানে ঢোকেন মমতা। সেখানেই রাত্রিবাস করে পরদিন সিউড়িতে সভা করবেন মুখ্যমন্ত্রী।
ন্যাজাট থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে শিবু হাজরাকে। এর আগেই অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সর্দার গ্রেফতার হয়েছিলেন। শিবুর বিরুদ্ধে গ্রামের মহিলাদের বিরুদ্ধে নির্যাতন, জমি দখল করে নেওয়ার অভিযোগ ছিল। আজ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যোগ করা হয়। আজ সাংবাদিক সম্মেলন করে ডিজি রাজীব কুমার বলেন, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ডিজির ওই ঘোষণার পরই গ্রেফতারের খবর এল ন্যাজাট থেকে।
সন্দেশখালি নিয়ে চাপানউতোরের মাঝেই ডিআইজি বারাসত পদে রদবদল। সুমিত কুমারকে বদলির নির্দেশ দেওয়া হল। নতুন ডিআইজি পদে আসছেন ভাস্কর মুখোপাধ্যায়।
এবার তামিলনাড়ুতে বাজি কারখানার বিস্ফোরণে প্রাণ হারালেন ৯ জন। বিরুদনগরের ওই বাজি কারখানার বিস্ফোরণে প্রাণে বাঁচলেও বিভত্সভাবে পুড়ে গিয়েছেন অন্তত ১০ জন।
বিজেপিতে যোগ দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁর সঙ্গে তাঁর ছেলে নকুল নাথও বিজেপিতে যোগ দিতে পারেন। সোশ্যাল মিডিয়ায় নিজের বায়ো থেকে কংগ্রেস শব্দটাই তুলে নিয়েছেন নকুল।
সন্দেশখালি কাণ্ডে ISF এর বসিরহাট সংগ্রামপুরে SP অফিস ঘেরাও কর্মসূচি রুখতে কার্যত দুর্গে পরিণত হয়েছে। বসিরহাটের SP অফিস চত্বর ব্যাপক পুলিস ব্যবস্থার পাশাপাশি মজুতরাখা হয়েছে জলকামান। এলাকার যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।
পেঁয়াজের ভর্তি লরিতে গাঁজা পাচার।লরি থেকে প্রায় ১০২ কেজি গাঁজা উদ্ধার করলো সাকরাইল থানার পুলিস।গ্রেফতার চারজন।পুলিস সূত্রে খবর, উড়িষ্যা থেকে পেঁয়াজ বোঝাই করে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসেছিলো একটি লরি। এই লরিতে গাঁজা পাচার করা হচ্ছিলো বলে গোপন সূত্রে খবর পায় পুলিস। অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে।এই চক্রে আরও করা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বিশিষ্ট অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের প্রয়াণে মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর মৃত্যুতে অভিনয় জগতের অপূরণীয় ক্ষতি হল বলে জানান মুখ্যমন্ত্রী।
পেঁয়াজ ভর্তি লরিতেই গাঁজা পাচার। লরি থেকে প্রায় ১০২ কেজি গাঁজা উদ্ধার করলো সাকরাইল থানার পুলিস। গ্রেফতার ৪ জন। পুলিস সূত্রে খবর উড়িষ্যা থেকে পেঁয়াজ বোঝাই করে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এসেছিল লরিটি। অভিযান করে গাঁজা উদ্ধার করে পুলিস।
১৪ বছর পর মাঠে ফিরে বাজিমাত গৃহবধুর। জাতীয় স্তরের প্রাপ্তবয়স্কদের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পাঁচটি পদক জিতে মালদহের নাম উজ্জ্বল করলেন গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ। গোয়ায় আয়োজিত প্রাপ্তবয়স্কদের এই প্রতিযোগিতায় গৃহবধূ সুপ্রিয়া দাস ঘোষ মোট পাঁচটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। পাঁচটিতেই পদক এনেছেন তিনি। একটি ইভেন্টে সোনা, দুই করে রুপা ও ব্রোঞ্জ পদক জিতেছেন।
প্রস্তুতি দেখতে আগামীকাল সন্দেশ খালি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তিন সদস্যের প্রতিনিধি দল।পার্থ ভৌমিক,সুজিত বসু, হাজী নুরুল থাকবেন প্রতিনিধি দলে।দুপুর ১২ টায় ন্যাজাট পৌঁছবেন তারা।তারপর সিরিয়া তে একটি কর্মী সভা করবেন এই তৃণমূল নেতৃত্ব।
সন্দেশখালি কাণ্ডে ISF এর বসিরহাট সংগ্রামপুরে SP অফিস ঘেরাও কর্মসূচি রুখতে কার্যত দুর্গে পরিণত হয়েছে। বসিরহাটের SP অফিস চত্বর ব্যাপক পুলিস ব্যবস্থার পাশাপাশি মজুতরাখা হয়েছে জলকামান। এলাকার যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেকারণে অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী বন্ডে সুপ্রিম ধাক্কা। ভোটের আগেই জোরাল জলঘোলা।বিতর্ক বিতণ্ডার মধ্যেই ফের অবস্থান স্পষ্ট করল CPIM। নীতিগত কারণেই ইলেকশন বন্ড নয়। স্টেটব্যাঙ্কেও নেই অ্যাকাউন্ট। বিবৃতি দিয়ে দাবি দলের।
চিকিত্সার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা। বুকে যন্ত্রণা অনুভব করায় গতকাল আরামবাগের হোরপুরের বাসিন্দা মহুয়া বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, রোগীকে ভর্তি করার দীর্ঘক্ষণ পর ডাক্তার আসেন। পরিবারের দাবি, ইঞ্জেকশন দেওয়ার পরই মহুয়া বিবির মৃত্যু হয়। হাসপাতালে চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাহিনী নিয়ে চলে আসেন আরামবাগ থানার আইসি।
ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল খড়গপুরের গ্রামীণের বিধায়ক তথা মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান দিনেন রায়ের ভাই রবীন্দ্রনাথ রায়ের। স্ত্রীকে স্টেষনে ছাড়তে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। জানা গেছে, স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে, ট্রেন থেকে নামতে গিয়েই বিপত্তি ঘটে।
আদালতে শুনানিতে অংশ নেবেন অরবিন্দ কেজরিওয়াল। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেবেন তিনি। বারবার ইডির ডাক এড়ানোয় কোজরিওয়ালকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
এক রাতে জোড়া খুন মালদার ইংরেজবাজারে। পাতালচণ্ডীতে গলা কেটে খুন। আমবাগান থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। পুকুর পাহারার কাজ করতেন মৃত সুর রহমান। অন্যদিকে ইংরেজবাজারেরই কুলিপাড়া এলাকায় ভাইকে খুনের অভিযোগ উঠেছে দাদার বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, দুই ভাইয়ের ঝগড়া থামাতে যান আরেক ভাই। অভিযোগ, সেসময়ই ভাইকে ছুরির কোপ দাদার।
বাড়িতেই শিশুর রহস্যমৃত্যুর জের। থমথমে কোন্নগরের কানাইপুর। রক্তাক্ত অবস্থায় ঘরেই উদ্ধার আট বছরের ছেলের দেহ। শোকে পাথর পরিবার। মাথার পিছনে আঘাতের চিহ্ন। কোন আক্রোশে খুন। তদন্তে নেমে ফরেন্সিকে জোর পুলিসের।
কাল পুলিসি বাধা। বোসকে নালিশ ঠুকেই এবার দিল্লিতে রিপোর্টের তোড়জোড় বিজেপির কেন্দ্রীয় দলের। রাজ্যে নিরাপদ নন নারীরা। নাড্ডাকে জানানোর হুঁশিয়ারি।রাষ্ট্রপতিভবনেও দরবারের তোড়জোড়। পাল্টা তৃণমূলের।
সন্দেশখালিকাণ্ডে আসরে জাতীয় শিশু সুরক্ষা কমিশনও। পুলিসের বিরুদ্ধে স্বতপ্রণোদিত হস্তক্ষেপ।শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ। জেলাশাসকের জবাব তলব। ইস্যু পেয়েই সরব বিরোধীরা। বিজেপির চক্রান্ত। পাল্টা TMC-র।
সন্দেশখালি-সরেজমিনের পর রাইসিনায় রিপোর্ট। ব্লকস্তরের হিংসায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জাতীয় তফশিলি কমিশনের। ন্যায় আদায়েই সিদ্ধান্ত।শাসক-বিরোধী তুমুল বিতণ্ডার মধ্যেই জি ২৪ ঘণ্টায় অনড় চেয়ারম্যান।
কেষ্টহীন বীরভূম। আজ ফের সফরে মমতা। সিউড়িতে প্রশাসনিক সভার পাশাপাশি বিধায়ক-জেলানেতৃত্বের সঙ্গে বৈঠক। কোর কমিটিতে ফিরবেন কাজল? বাড়বে সদস্য সংখ্যা? ভোটের আগে সংগঠন মজবুতে কী দাওয়াই সুপ্রিমোর? নজর তৃণমূলের।
SSC দুর্নীতি মামলায় ফের জামিন। এবার শর্তসাপেক্ষে মুক্তি প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতির ছেলেকে। সুপ্রিম কোর্টে সৌভিক ভট্টাচার্যের বেল মঞ্জুর হলেও এখনও জেলেই বাবা মানিক ।
রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা এখন বিহারে। কংগ্রেস সাংসদের গাড়ির স্টিয়ারিং হাতে তেজস্বী যাদব। বিহারে কংগ্রেসের যাত্রা পরিচালনা লালু পুত্রের।
ফের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির শিকড়ে নজর। নাকতলা, বাঁশদ্রোণীতে পার্থ-ঘনিষ্ঠর পরপর ঠিকানায় ইডির হানা। বাহিনীর ঘেরাটোপেই প্রোমোটারের বাড়ি অফিসে কেন্দ্রীয় এজেন্সি।
৫০০-র পাহাড় ছুঁয়েই ফের স্পিনের টুইস্ট অশ্বিনের। পেনাল্টি রানের বিতর্কে জল ঢেলেই কাল মাইলফলকে জবাব। তারপরেই রাতারাতি তৃতীয় টেস্টে নাম প্রত্যাহার। বোর্ডের তরফে পারিবারিক কারণের যুক্তি দেওয়া হলেও জোরাল জল্পনা।
সন্দেশখালি-আঁচ অভিষেকের বৈঠকেও। ৩৬৫-সুপারিশের পরেই খড়গহস্ত তৃণমূল সেনাপতির।চোপড়ায় চার শিশুর মৃত্যু কীভাবে? পাল্টা প্রশ্নে জমিদারি হঠাও, বাংলা বাঁচাওয়ের স্লোগানে শান। প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোটের ডাক।
সন্দেশখালিকাণ্ডে এবার সরব শাহর ডেপুটি। বাংলায় আইনশৃঙ্খলা শিকেয়।শাহজাহানকে ধরতে না পারলে কেন্দ্রের সাহায্য নিন। রাজ্যকে কটাক্ষ নিশীথের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীকে পাল্টা তৃণমূলের।
জোড়া মন্ত্রিত্ব খুইয়ে ফের আলোচনার কেন্দ্রেবালু। তুমুল বাগযুদ্ধে বিরোধীরা। তিন মাস ধরে জেলবন্দি। এখন কেন ব্যাবস্থা? একই সুরে তোপ বাম কংগ্রেস বিজেপির। দুর্নীতিতে জিরো টনারেন্স। পাল্টা ঘাসফুলের।
পার্থর পর মন্ত্রিত্ব হাতছাড়া জ্যোতিপ্রিয়র। রেশনকাণ্ডে সাড়ে তিন মাস জেলবন্দি। বালুকে সরিয়ে এবার বন দফতরের স্বাধীন ভার বীরবাহাকে। শিল্প পুনর্গঠনের অতিরিক্ত দায়িত্বে পার্থ ভৌমিক।
খরচে লাগাম। সঙ্গে ভাঁড়ার ভরানোর চ্যালেঞ্জ। জোড়া টার্গেটেই আজ কলকাতার বাজেট। সম্পত্তি কর ছাড়াও বিভিন্ন বিভাগ থেকে ট্যাক্স বাড়াতে মিলতে পারে দিশা। ঘাটতি বাজেটের শঙ্কার মধ্যেই আয়ব্যয়ের খতিয়ান পেশ মেয়রের।