Bengal News LIVE Update: অযোধ্যায় রাম মন্দির তৈরি করে আমরা ৫ দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছি: মোদী

Sun, 18 Feb 2024-2:44 pm,

West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)


 


Latest Updates

  • মোদির গ্যারান্টি - আগামী ৫ বছরে ভারতকে বিশ্বের তৃতীয় অর্থ ব্যবস্থায় পরিণত করা হবে: মোদী

  • অযোধ্যায় রাম মন্দির তৈরি করে আমরা ৫ দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছি: মোদী

  • আগে শিশুকন্যাদের গর্ভস্থ অবস্থায় মেরে ফেলা হত। আমরা 'বেটি বাচাও বেটি পড়াও' যোজনার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছি: মোদী

  • গত ১০ বছরে অনেক কাজ হয়েছে। কিন্তু, গরিব মানুষের জন্য এখনও অনেক সিদ্ধান্ত নেওয়া বাকি আছে: মোদী

  • শুধু নিজের কথা ভাবলে কোটি কোটি গরিবের পাশে দাঁড়াতে পারতাম না: মোদী

  • অনেকেই ভাবছেন,‌অনেক হয়েছে। এবার একটু আরাম করা যাক। আমি এটা ভাবি না। আমি রাজনীতির জন্য নয়, রাষ্ট্রনীতির জন্য কাজ করি: মোদী

  • এনডিএ-কে ৪০০ করাতে হলে বিজেপিকে ৩৭০-এর মাইলস্টোন পার করতে হবে: মোদী

  • আগামী ৫ বছরে বিকশিত ভারতের জন্য ঝাঁপ দিতে হবে: মোদী

  • ১৫ কোটি টাকা ব্যয়ে ব্রিজ তৈরির কাজে গাফিলতির অভিযোগে বিক্ষোভ। ব্রিজ তৈরির কাজ বন্ধ করে দেয় গ্রামের মানুষ। ব্রিজ নির্মাণের কাজে দুর্নীতির গন্ধ দেখছে বিজেপি। চক্রান্ত করেই কাজে বাধার দাবি ঠিকাদার কর্মীর।

  • দুয়ারে রেশনের চালে ইঁদুরের মল এবং পোকা ধরা চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। অতি নিম্ন মানের চাল দেওয়ার অভিযোগও ওঠে। শুধু তাই নয় রোশনের আটা কম পরিমাণ দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলারের বিরুদ্ধে।

  • স্বর্ণ ব্যবসায়ীর পথ আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাটের ঘটনায় গ্রেফতার বিহারের বাসিন্দা এক দুষ্কৃতি। সামিউল্লাহ নামে ওই দুষ্কৃতী বিহারের  কাঠিয়ার জেলার আবেদপুর এলাকার বাসিন্দা। প্রসঙ্গত চলতি মাসের ৬ তারিখ সোনার দোকান থেকে ফেরার সময় হরিশচন্দ্রপুর থানার তেতুলচক এলাকায় স্বর্ণ ব্যবসায়ী কমল ঠাকুরের পথ আটকে লুট চালান এই দুষ্কৃতী।

  • আধার কার্ড ডিএক্টিভেট চিঠি এসেছে বাড়ি বাড়ি সীমান্তবর্তী এলাকায়,বিভ্রান্তে বহু মানুষ,কান্নায় ভেঙে পড়েছে,নাওয়া খাওয়া বন্ধ,একটাই চিন্তা কি করবে,বাংলাদেশে ফিরে যাবে? না এই দেশেই থাকবে? 

  • সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ ও শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ।পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে উত্তর হাওড়ার ঘুসুরি জিটি রোড অবরোধ করলো বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। প্রায় ১৫ মিনিট পথ অবরোধ থাকার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

     

  • ইতিহাস রচনা করলেন পিভি সিন্ধুরা। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাইল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারালেন তাঁরা। এই প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল। সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচন্দ-তৃষা জলি জুটি।

  • সন্দেশখালি কান্ডে এবার ধর্নায় বসলো বিজেপি। রবিবার দুপুরে জলপাইগুড়ি সমাজ পাড়া এলাকায় ধরনা অবস্থানে বসেন বিজেপি যুব মোর্চার কর্মীরা। বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ বলেন সন্দেশখালিতে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে। সেখানে মা-বোনদের সম্মান নষ্ট করেছে তৃনমূলের নেতা কর্মীরা বলে অভিযোগ। আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছেনা। এইসবের প্রতিবাদে আজ আমরা ধরনায় বসেছি।

  • কাটোয়া আহমদ পুর শাখার ট্রেন যাত্রীদের দীর্ঘদিনের আন্দোলনের জেরে নতুন করে এক জোড়া ট্রেন চালু হল।

  • ঘুড়ির প্লাস্টিক মাঞ্জার মরনফাদে বিরল প্রজাতির বাজপাখি,পাখিটিকে উদ্ধার ও চিকিৎসা করে মানবিকতার নজির সোদপুর মতিনগর ক্লাব সদস্যদের

  • দীঘায় ভেসে এলো মৃত ডলফিন। যাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ছবি তোলার।

  • নন্দীগ্রাম এক ব্লকের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের সামনে ১০০ দিনের টাকা ফেরতের ক্যাম্প তৃণমূল কংগ্রেসের। সেই ক্যাম্প ঘিরে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুমুল উত্তেজনা। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা সামাল দিতে তুলে দেওয়া হল ক্যাম্প। দুই যুজুধান দলের নেতাকর্মীদের উত্তেজনায় সরগরম এলাকা।

  • কায়রোতে অনুষ্ঠিত জিমন্যাস্টিকস বিশ্বকাপের ভল্ট ইভেন্টে পদক জয় বঙ্গকন্যা প্রণতি নায়েকের। ১৩.৬১৬ স্কোর করে ব্রোঞ্জ পেলেন ঝাড়গ্রামের মেয়ে। এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের তৃতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে বিশ্বকাপে পদক জয় করলেন প্রণতি।

  • আরও বলা হয়েছে, সোনিয়ার লক্ষ্য রাহুলকে পিএম বানাতে চান। শরদ পাওয়ারের লক্ষ্য মেয়েকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো। মমতা ব্যানার্জির লক্ষ্য ভাইপোকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো। এদের লক্ষ্য দেশের উন্নয়ন নয়।

  • ইন্ডি জোট আসলে ৭টি পরিবারের জোট: অমিত শাহ 

  • ইন্ডি জোটের দুর্নীতি তালিকা তুলে ধরতে গিয়ে তৃণমূল সরকারের দুর্নীতি এবং বিপুল অঙ্কের নগদ উদ্ধারের উল্লেখ করলেন শাহ।

  • প্রস্তাবে লেখা হয়েছে, ইন্ডি জোটের কংগ্রেস ও তার শরিক দলগুলি হিংসা ও অরাজকতার রাজনীতিতে ব্যস্ত।  সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে হৃদয় বিদারক ঘটনা সামনে এসেছে। তৃণমূলের সরকার লাগাতার বিজেপি কর্মীদের নিশানা করে হামলার মাধ্যমে জনতার মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

  • অমিত শাহ প্রস্তাব পেশের আগেই জি ২৪ ঘন্টার হাতে রাজনৈতিক দ্বিতীয় প্রস্তাব। ৬ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর অনুচ্ছেদে আবারও উল্লেখ সন্দেশখালির ঘটনা। 

  • উচ্চ মাধ্যমিকের প্রশ্ন বিক্রি হচ্ছে সামাজিক মাধ্যমে গ্রুপ বানিয়ে। বিক্রেতা হাতে লেখা বাংলা প্রশ্ন সফলতার সঙ্গে বেশ কয়েকজনের কাছে বিক্রি করার পর ইংরাজী সহ অন্যান্য বিষয়ের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র বিক্রির দরদাম করছে বলে অভিযোগ।

  • মালবাজার মহকুমার  মেটেলি ব্লকের মূর্তি নদীর ধারে শুরু হয়েছে ৪ দিনের প্রকৃতি পাঠ শিবির।  শিবিরের  দ্বিতীয় দিনে ওই সকল দৃষ্টিহীনদের নিয়ে যাওয়া হয় গরুমারার গাছবাড়িতে। সেখানে কুনকি হাতি হিলারি, বর্ষণ, কৃষ্ণকলি, নটরাজ, ভীম ও  যুবরাজের সঙ্গে তাঁদের পরিচয় করানো হয়। 

  • গতকাল রাতে গ্রেফতার সন্দেশখালি তৃণমূলের দুনম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা। আজ বসিরহাট আদালতে তোলা হবে তাই আদলত চত্বরে কোন রকম অশান্তি না ছড়ায় তার জন্য ব্যাপক পুলিসি ব্যাবস্থা করা হয়েছে। পুলিস দিয়ে মুড়ে ফেলা হয়েছে।

  • জলপাইগুড়ির বিভিন্ন এলাকার‌ প্রতিভাবান ছাত্রছাত্রীদের‌ বিনামূল্যে ডাব্লিউবিসিএস‌ কোচিং দেওয়ার উদ্যোগ নিলেন স্থানীয় বিডিও। দফতরের প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতা নিয়ে অসাধারণ এই‌ কর্মকাণ্ডের‌ আয়োজন করেছেন জলপাইগুড়ি সদর বিডিও‌ মিহির কর্মকার‌।

  • সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে গুরুতর জখম হলেন একই পরিবারে চার বোন। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা ব্লকের ছোট মোল্লাখালির কালিদাসপুর গ্রামে। গুরুতর জখম হয়েছেন নমিতা গায়েন, সাগরিকা মন্ডল, বৃন্দা বিশ্বাস ও রীতা মন্ডল।

  • কার্যত শীতের বিদায়। এবার বসন্তের হাওয়া বাংলায়। কাল থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে। 

     

  • শনিবার রাত্রে মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার একটি মেস থেকে উদ্ধার হল এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। মৃতার নাম অন্বেষা ভূঁইয়া, বাড়ি সবং থানার বাসুলিয়া গ্রামে।

  • সন্দেশখালিতে তৃণমূলের  সন্ত্রাস,জমি দখল,তোলাবাজি, নারী নির্যাতনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে SUCI   গোসাবা বাজারে করে ধিক্কার মিছিল। SUCI নেতা চন্দন মাইতির নেতৃত্বে বহু কর্মী সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেন। SUCI নেতা চন্দন মাইতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। অবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। না হলে এই আন্দোলন আরো তীব্র হবে বলে তিনি জানান।

  • রবিবার উত্তরবঙ্গে শীতের আমেজ। ঘন কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি।

     

  • বিজেপির জাতীয় অধিবেশনে পেশ হওয়া প্রথম রাজনৈতিক প্রস্তাবেই সন্দেশখালির ঘটনার উল্লেখ।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    প্রস্তাবে বলা হয়েছে -

    সম্প্রতি একটি ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
    পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনা হৃদয়বিদারক।
    স্বাধীনতার ভারতে এমন নক্কারজনক ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে হয় না।
    এই ঘটনা পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করেছে এবং মানবতাকে অপমান করেছে।
    একজন মহিলা মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে থাআ গুন্ডারা মহিলাদের উপর অকথ্য অত্যাচারের যে ঘটনা ঘটিয়েছে সভ্য সমাজ তাকে বরদাস্ত করবে না।
    ভারতীয় জনতা পার্টি এই বীভৎস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীদের অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link