Bengal News LIVE Update: সন্দেশখালি থানার সামনে ধুন্ধুমার, গ্রেফতার সুকান্ত!

Thu, 22 Feb 2024-7:40 pm,

West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)


 


Latest Updates

  • সন্দেশখালিতে নারী নিগ্রহ নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড় তখন বিজেপির হাওড়া সদরের কিষান মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা হোটেলে নাবালিকাকে নিয়ে দেহ ব্যবসা চালানোর অভিযোগে পুলিসের হাতে গ্রেফতার। ধৃত বিজেপি কিষান মোর্চার নেতার নাম সব্যসাচী ঘোষ(৫০)। এই নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাজি

  • সন্দেশখালিতে সুকান্ত মজুমদার। পুলিসের বিরুদ্ধে বাধার অভিযোগে থানার সামনে ধরনা। গ্রেফতার বিজেপি-র রাজ্য সভাপতি। পরে জামিনে মুক্তি।

  • শিয়রে লোকসভা ভোট। সন্দেশখালির মহিলাদের সঙ্গে এবার কথা বলবেন মোদী! বারাসাতে সভায় সন্দেশখালির মহিলাদের আনার নির্দেশ।

  • আইপিএস অফিসারকে উদ্দেশ করে ‘খালিস্তানি’ মন্তব্য। রাজপথে প্রতিবাদে শিখ সমাজ। বিজেপির সদর দফতরের নাগাড়ে ধরনা। এমনকী এর প্রতিবাদে ট্যুইট করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাহুলদের। পাগড়ির অপমান বরদাস্ত করা নয়। শুভেন্দুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে তাই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্মারকলিপি জমা দিল শিখ সম্প্রদায়। 

  • স্কুলের শৌচাগার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের এপিজে স্কুলে। এদিন স্কুলের শৌচাগার থেকে ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।

  • আবার সেই যাদবপুর! অধ্যাপকের হাতেই এবার  'মানসিক ও শারীরিকভাবে হেনস্থা'র শিকার ছাত্রী। স্রেফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই নয়, UGC-র কাছেও অভিযোগ দায়ের করেছেন তিনি।

  • আদিবাসী মহিলার ভাগ রেকর্ড ভুক্ত প্রাপ্য জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে। দিনের পর দিন দুই তৃণমূল নেতার অত্যাচারের কথা প্রকাশ্যে আনলেন তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের মাল পাহাড় পুর গ্রামের এক আদিবাসী মহিলা। বিগত কয়েকদিন ধরেই সন্দেশখালীর মহিলাদের প্রতিবাদ প্রতিরোধ শুনে একটু সাহস জুগিয়েছে মনে। এবার নিজের প্রাপ্য আদায়ে সরব হলেন ওই আদিবাসী মহিলা। পাশাপাশি দাবি জানালেন, অভিযুক্তদের কঠোর শাস্তির।

  • প্রবল তুষারধস গুলমার্গে! সেই তুষারধসের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন এক বিদেশি। তিনি স্কি করতে গিয়েছিলেন। স্কি করতে গিয়েই তুষারধসের কবলে পড়েন। তাঁর পাশাপাশি আরও এক বিদেশিও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

  • বসন্তের বৃষ্টিতে আলগা হয়েছিল মাটির দেওয়াল। বুধবার রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলাগড়ের জিরাটের এক পরিবারের সদস্যরা। আহত পাঁচজন। একজনের পা ভাঙে।

  • রশ্মিকা মন্দানা বর্তমানে ইতালিতে। মিলান ফ্যাশন উইক ২০২৪-এ ভারতের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী। কালো গাউন পরেছিলেন রশ্মিকা, যার উপরে ছিল একটি লম্বা জ্যাকেট। স্মোকি-আই মেকআপ লুকে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী।

  • যাদবপুরের এক অধ্যাপকের বিরুদ্ধে এক ছাত্রীর মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ অভিযোগ জমা দিলেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং ইউজিসির কাছে। 

  • ঘাটালের সেচ দফতরের বাংলোতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূইয়া, প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত মিশ্র,জেলাশাসক খুরশেদ আলী কাদেরী-সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী আশ্বস্থ করেন খুব শিগগিরি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে বলে। 

  • 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' (২০১৪) এবং 'বদ্রিনাথ কি দুলহানিয়া' (২০১৭)-এর সাফল্যের পরে, বরুণ ধাওয়ান এবং শশাঙ্ক খৈতান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। ছবির নাম 'সানি সংস্কারি কি তুলসি কুমারি'। তবে এবার আলিয়াকে সরিয়ে আসছেন জাহ্নবী কাপুর।

  • বুধবার নিজের স্বামীর পদবি মুছে ফেললেন দিব্যা। টি সিরিজের মালিক ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা কুমার। শুধু তাই নয়, তাঁর স্বামী ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা টি-সিরিজকেও ইনস্টাগ্রামে আনফলো করেছেন। সেই নিয়ে উঠেছে তাঁদের বিচ্ছেদের জল্পনা। 

  • কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে ধুন্ধুমার। তোলাবাজির অভিযোগে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ। হাতাহাতি। ঝরল রক্তও।

  • চলতি বছরেই সমস্ত বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা শাসক সামা পারভিনের।

     

  • পর্যটকদের নতুন ঠিকানা লোয়ার পুবুং। ঘুরে বেড়ানোর পাশাপাশি সুইমিং ট্র্যাকিং এবং মাউন্টেনিং করতে পারবে পর্যটকেরা। 

     

  • হাওড়া স্টেশন থেকে উদ্ধার ২ কেজি ৬৮০ গ্রাম সোনা। যার বাজার মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। ধৃত এক।

  • তথ্যচিত্রে সন্দেশখালি। সরব বিজেপি।

  • লাগাতার ৪০ ঘণ্টারও বেশি ধর্ণা অবস্থান বিজেপি কলকাতা সদর কার্যালয়ের সামনে। এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি শিখ সমাজের।

    মুরলিধর সেন লেনের বিজেপি অফিসের সামনে খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে, এবং মন্তব্য কারী বিজেপি নেতাদের গ্রেফতারি ও ক্ষমাপ্রার্থনা দাবিতে শিখ সমাজের ধর্ণা অবস্থানের ৪০ ঘন্টা অতিক্রান্ত। কলকাতার ৭ টি গুরুদ্বারা থেকে ৭ প্রমুখ আজ বেলা পৌনে ১ টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তবে এই ৪০ ঘন্টায় মুরলীধর সেন লেন এর কার্যালয়ে কোনও বিজেপি নেতাদের দেখা যায়নি। অতএব এবার প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার জন্য নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হল শিখ সমাজ মঞ্চ থেকে।

  • ধামকুড়িয়ার জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির। গতকাল বনদফতরের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হল ৫ লক্ষ টাকার  আর্থিক সহায়তার চেক।

     

  • আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। কুয়াশার চাদরে জলপাইগুড়ি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে জেলা জুড়ে। শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এদিন বেলা বাড়লেও  সূর্যের দেখা নেই।

     

  • প্রধান শিক্ষকের বিরুদ্ধে মদ খেয়ে বাইক চালানোর অভিযোগ। স্কুলে যাওয়ার পথে সজোরে ধাক্কা অটোতে। আহত মহিলা অটো যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। আটক প্রধান শিক্ষক।

  • কলকাতার দিকে রওনা দিলেন ডিজি রাজীব কুমার

  • আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। কিছু জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link