Bengal News LIVE Update: আরও বিপাকে মহুয়া, জয় আনন্দ দেহাদ্রাইকে তলব সিবিআইয়ের

Tue, 23 Jan 2024-1:14 pm,

Bengal News LIVE Update: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • মহুয়া মৈত্রের বিরুদ্ধে করা অভিযোগের পরিপ্রক্ষিতে আইনজীবী জয় আনন্দ দেহাদ্রাইকে তলব করল সিবিআই। দেহাদ্রাইকে তলব করা হয়েছে ২৫ জানুয়ারি। 

  • রাহুলের ন্যায় যাত্রায় ধুন্ধুমার। গুয়াহাটিতে ন্যায় যাত্রায় বাধা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকদের।

  • রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।

     

  • নেতাজির জন্মজয়ন্তীতে ছুটি বিতর্ক। জাতীয় ছুটির দাবিতে পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। নেতাজি জয়ন্তীতে পশ্চিমবঙ্গ বাদে কোথাও ছুটি নেই। ওদিকে রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা।

  • গোটা দেশের সঙ্গে নেতাজী জয়ন্তী পালিত হল পূর্ব বর্ধমানের  নানা জায়াগায়৷ মঙ্গলবার সকালে কোর্ট চত্বরে নেতাজী মূর্তির সামনে একটি ভাবগম্ভীর অনুষ্ঠান হয়। নেতাজী মূর্তিতে মাল্যদান করেন।  এরপর বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।  পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।  শেষে শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

     

  • জন্মজয়ন্তীতে অবহেলায় নেতাজির মূর্তি। ঝাড়ু পোছা দিয়ে নিজে হাতে পরিষ্কার করে মাল্যদান করলেন দিলীপ ঘোষ। খড়্গপুরের পুরাতন বাজার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন সাংসদ দিলীপ ঘোষ। 

  • ডিএ মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা।

  • লোকসভা নির্বাচনে তৃণমূলের নজরে বীরভূম। জেলার দুই আসনেই ২০১৯ সালে জয় ছিনিয়ে নিয়েছিল জোড়া ফুল শিবির। যদিও ৫ বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে শহরাঞ্চলে মুখ থুবড়ে পড়েছিল শাসকদল। ২০২১ সালে অবশ্য ফলের আমূল বদল ঘটে। জেলার ১১ বিধানসভা আসনের ১০ আসন জিতে নেয় শাসকদল। একমাত্র হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা। জেলায় পুর ও পঞ্চায়েত ভোটেও ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। তবে অনুব্রত মন্ডল গ্রেফতারের পরে সংগঠন নিয়ে অস্বস্তিতে পড়তে হয় শাসকদলকে। সংগঠন দেখভাল করার জন্য কোর কমিটি গড়ে দেওয়া হয়। তবে বগটুই কান্ডের পরে বিজেপি শিবির জেলায় প্রচারে ঝড় তুলেছে। এই অবস্থায় আজ লোকসভা ভোটের প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেদিকেই সকলের নজর।

  • নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পদযাত্রায় শুভেন্দু অধিকারী। ডোরিনা ক্রসিং থেকে রেড রোডে নেতাজি মূর্তি পর্যন্ত পদযাত্রা করে যাবেন শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে নেতাজি মূর্তিতে মাল্যদান করবেন বিরোধী দলনেতা।

  • কনকনে শীতের আমেজ পুরুলিয়ায় । আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন রাস্তাঘাট। হাড়হিম করা ঠান্ডা থেকে রেহাই পেতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন সাধারণ মানুষ। প্রবল শীতে জবুথবু অবস্থা সাধারন মানুষের।

     

  • ঠান্ডায় জবুথুব জলপাইগুড়িবাসী। কনকনে ঠান্ডায় ভোর থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। কয়েকদিন ধরে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

     

  • সকাল ৮টা থেকেই সর্ব সাধারণের জন্য খুলে গিয়েছে অযোধ্যার রামমন্দিরের দরজা। রামলালার দর্শনে সকাল থেকেই অগনিত ভক্তের ভিড়। 

     

  • বারাসতে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে কর্মসূচিতে আরএসএস প্রধান মোহন ভাগবত। ডিসেম্বরের গোড়াতেও একবার অসম থেকে বাংলায় এসেছিলে আরএসএস প্রধান। রাত ১টা নাগাদ দমদম এয়ারপোর্টে নামেন মোহন ভাগবত। সেখান থেকে সোজা চলে যান কেশব ভবনে। আজ তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link