West Bengal News LIVE Update: খেলোয়াড় ৩৬, আসন সংখ্যা ৬! মেঝেতে শুয়েই ৩৬ ঘণ্টা ট্রেন যাত্রা বাংলার খো-খো মহিলা দলের...

Tue, 28 Jan 2025-10:45 am,
West Bengal News LIVE Update: খেলোয়াড় ৩৬, আসন সংখ্যা ৬! মেঝেতে শুয়েই ৩৬ ঘণ্টা ট্রেন যাত্রা বাংলার খো-খো মহিলা দলের...West Bengal News LIVE Update: খেলোয়াড় ৩৬, আসন সংখ্যা ৬! মেঝেতে শুয়েই ৩৬ ঘণ্টা ট্রেন যাত্রা বাংলার খো-খো মহিলা দলের...

Bengal News LIVE Update: এক ঝলকে দেখে নিন আজকের টাটকা খবর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • খেলোয়াড় ৩৬, আসন সংখ্যা ৬! জাতীয় গেমস খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো মহিলা দল। মেঝেতে শুয়ে বসেই ৩৬ ঘণ্টা ট্রেন যাত্রা।  জাতীয় গেমস খেলতে গিয়েই অব্যবস্থার শিকার বাংলার খো-খো আর মহিলা ফুটবল দল। খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা। আগামিকাল থেকে উত্তরাখণ্ডে শুরু ৩৮-তম জাতীয় গেমস। টুর্নামেন্টের একদিন আগেই উত্তরাখণ্ড পৌঁছয় বাংলার খো-খো, মহিলা ফুটবল, সাঁতারের দল। অথচ ট্রেনের কামরায় কোনওমতে করে থেকেই ৩৬ ঘণ্টা উত্তরাখণ্ড পৌঁছলেন অ্যাথলিটরা।

  • ৩৩ হাজারের বৈদ্যুতিক খুঁটি গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ ।  বাসন্তী থানার অন্তর্গত মসজিদ বাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌকিদার মোড় এলাক তেত্রিশ হাজারের বিদ্যুতের খুটি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে এসে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। এলাকার মানুষের দাবি তেত্রিশ হাজারের বিদ্যুতের খুঁটি গ্রামের মধ্যে দিয়ে না নিয়ে  গিয়ে ধান জমি উপর  দিয়ে নিয়ে যাওয়া হোক। এই দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলা সহ সাধারণ মানুষ।

  • সামান্য হলেও মোটরবাইক দুর্ঘটনার সংখ্যা কমেছে জলপাইগুড়িতে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। মোটরবাইক দুর্ঘটনা এরাতে জেলা পুলিশ এবং ট্রাফিকের পক্ষ থেকে সচেতনতায় জোর দেওয়া হচ্ছে, জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ড বাহালে। বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। জলপাইগুড়ি জেলা জুড়েই সপ্তাহব্যাপী "সেভ ড্রাইভ সেভ লাইফ" এর লক্ষ্যে সচেতনতায় নানান অনুষ্ঠান। পথবন্ধু এবং লরিচালকদের নিয়ে "সেভ ড্রাইভ সেভ লাইফ"  এর সচেতনতা প্রচার জলপাইগুড়ি জাতীয় সড়ক ঘোষণা ট্রাফিক মোড়ে। ২৭ শে জানুয়ারি থেকে সাত দিনব্যাপী চলবে রোড সেফটি উইক।

  • গত পাঁচ দিন ধরে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে রয়েল বেঙ্গল টাইগার।গত পাঁচ দিন ধরে জঙ্গলমহলের রায়পুর,রানিবাঁধ,ঝিলিমিলি, সারেঙ্গা সহ বিভিন্ন এলাকায় দেখা মিলছে শুধু বাঘের পায়ের ছাপ।গত দুদিন আগে ঝিলিমিলির ১২ মাইল জঙ্গলে ওই বাঘটিকে রাস্তা পারাপার ঘুরতে দেখেন একজন স্থানীয় বাসিন্দা এরপর আতঙ্ক আরো কিছুটা বেড়ে যায়। প্রতিদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাচ্ছে বনদপ্তর এর কর্মী ও পুলিস। বনদফতরের পক্ষ থেকে গ্রামের সাধারণ মানুষকে বিভিন্নভাবে সতর্ক করা হলেও বাগধারার এখনো কোনও উদ্যোগ নেওয়া হয়নি।ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের সাধারণ মানুষগুলিকে।কারণ জঙ্গলমহলের এই সাধারণ মানুষগুলির রোজ রুটি বলতে জঙ্গল।আর সেই জঙ্গলে অফিসের কীর্তি নিষেধাজ্ঞা জারি করেছে বনদফতর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link