Bengali News Live Update: রাজ্য পুলিসের নতুন ডিজি বিবেক সহায়

Mon, 18 Mar 2024-4:36 pm,

Bengal News LIVE Update: ঘটনা সূত্রে জানা যাচ্ছে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই এই নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে পার্শ্ববর্তী ছোট ছোট বাড়ির উপর। এই ঘটনায় প্রচুর মানুষ ওই ধ্বংসস্তূপ চাপা পড়ে। তৎক্ষণাৎ গার্ডেনরিচ থানার পুলিস, দমকল বাহিনী, ডিজাস্টার ম্যানেজমেন্ট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 


Latest Updates

  • রাজ্য পুলিসের নতুন ডিজি বিবেক সহায়। আজই বিজ্ঞপ্তি জারি করে ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরায় কমিশন।

  • ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন। ভোটের বিজ্ঞপ্তি জারি হতেই অ্যাকশনে কমিশন।

  • গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫

  • গার্ডেনরিচে বহুতল ভেঙে বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪। এখনও অনেকে আটকে থাকার আশঙ্কা। ভেঙে পড়া চাঙড় সরিয়ে চলছে উদ্ধারকাজ।

  • জটিলতা কাটছে না ইলেকটোরাল বন্ড নিয়ে। বৃহস্পতিবার এসবিআই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানাবে যে, তারা আদালতের নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছে।
    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের সামনে এসবিআই-এর আইনজীবী হরিশ সালভে বলেন, তথ্য গোপন করা এসবিআইয়ের উদ্দেশ্য নয়।

  • ইডি দপ্তরে যাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লি জলবোর্ড দুর্নীতি মামলায় নোটিশ দিয়ে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল কেজরিওয়ালকে।

  • রুগীর সঙ্গে অমানবিক ব্যাবহারের অভিযোগ উঠলো জলপাইগুড়ি শহরের এক নার্সিং হোম কর্তপক্ষের বিরূদ্ধে, বিচারের আসায় রক্তাক্ত রুগী ছুটলো থানার দিকে। চাঞ্চল্য জলপাইগুড়িতে।

     

  • বাদুড়িয়ায় বাগজোলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যাক্তির মৃত। ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিস।

  • ভোট প্রচারে বাম প্রার্থী  চা বাগানের শ্রমিকদের সাথে। আবার তৃণমূল প্রার্থী দোতারা বাজিয়ে ভাইয়া গানের সুরে ভোটের প্রচারে ঝড় তুললেন। জলপাইগুড়িতে জমজমাট ভোট প্রচার।

     

  • বিজেপির সম্ভাব্য প্রার্থী কৃষ্ণনগর লোকসভার, কৃষ্ণনগর রাজবাড়ীর বর্তমান রানিমা অমৃতা রায়। বিজেপি সূত্রের খবর। 

  • মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর পুলিস। গ্রেফতার ১।

  • বেআইনি বহুতল ভাঙার ঘটনায় গ্রেফতার ১ জন।  

  • বাড়ি বানালেই হবে না, বাড়ি যেন সঠিক হয় সেই দিকে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর 

  • আহতদের পাশে আছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী 

  • প্রোমোটারদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর 

  • বেআইনি নির্মাণ। প্রোমোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: ফিরহাদ হাকিম 

  • সকালেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

  • গার্ডেনরিচের ঘটনা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, গোটা কলকাতাকে অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়, প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি পয়সা নেন তাহলে আপনার মেরুদন্ডে জোর থাকবে এর বিরুদ্ধে প্রতিবাদ করার, আজকে একটা ভেঙেছে ৩০ বছর পর আরো বাড়ি ভাঙবে। আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন সব জায়গায় কাউন্সিলরের স্কোয়ার ফিটে টাকা নেয় এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর। এক এক জন কাউন্সিলরের এর সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পি ডাব্লিউ ডি জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। জায়গাটাই অবৈধ সরকারই জায়গা। এইতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।

  • রবিবার রাতে গার্ডেনরিচে আজহার মোল্লা বাগানে নির্মীয়মান বহুতল বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। ১৩৪ নম্বর ওয়ার্ড। গার্ডেনরিচ থানা।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link