", "headline": " ...", "datePublished": "2024-03-22T12:29:46+05:30", "dateModified": "2024-03-22T12:29:46+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513580", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

৫২ ঘণ্টা অতিক্রান্ত। স্বরূপ বিশ্বাসের বাড়িতেই ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা। সূত্রের খবর, প্রচুর ডিজিটাল নথি উদ্ধার করেছেন আধিকারিকরা। মোবাইল ফোন ঘেঁটে একাধিক কনভারসেশনও দেখা হচ্ছে। বাড়িতে রয়েছেন জুঁই বিশ্বাস ৮১ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর।

", "headline": "৫২ ঘণ্টা অতিক্রান্ত। স্বরূপ বিশ্বাসের বাড়িতেই ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা।...", "datePublished": "2024-03-22T10:20:25+05:30", "dateModified": "2024-03-22T10:20:25+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513561", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

 সকাল সকাল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুরে নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। তিনটি গাড়িতে করে  ইডি আধিকারিকরা পৌঁছেছেন।

", "headline": " সকাল সকাল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে...", "datePublished": "2024-03-22T09:21:28+05:30", "dateModified": "2024-03-22T09:21:28+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513556", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

চেতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে মহিলা জওয়ানও রয়েছে। চেতলা থানা এলাকার বিভিন্ন রাস্তায় রুট মার্চ করেন জওয়ানেরা। সঙ্গে চেতলা থানার পুলিস আধিকারিকরা ছিলেন।

 

", "headline": "চেতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের...", "datePublished": "2024-03-22T09:14:56+05:30", "dateModified": "2024-03-22T09:14:56+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513555", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

বিহারের সুপোলে কোশি নদীর উপর নির্মীয়মান ব্রিজের গার্ডার ভেঙে পড়ে ৮/১০ জন শ্রমিক চাপা পড়েছে। ভারতমালা প্রকল্পের অন্তর্গত কোশি নদীর উপর সাড়ে ১০ মিটার এই সেতুটি তৈরির কাজ চলছিল। আজ সকাল ৭ টার নাগাদ এই ঘটনা ঘটেছে বিহারের সুপলের বকোরে।

", "headline": "বিহারের সুপোলে কোশি নদীর উপর নির্মীয়মান ব্রিজের গার্ডার ভেঙে পড়ে ৮/১০ জন...", "datePublished": "2024-03-22T09:02:03+05:30", "dateModified": "2024-03-22T09:02:03+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513548", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের শুনানি হল না। ভ্যাকেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি হবে না।

", "headline": "বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের শুনানি হল না। ভ্যাকেশন অফিসারের...", "datePublished": "2024-03-22T08:34:28+05:30", "dateModified": "2024-03-22T08:34:28+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513546", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

class=media-image

", "headline": " ", "datePublished": "2024-03-22T08:33:02+05:30", "dateModified": "2024-03-22T08:33:02+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513545", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

জেলা জুড়েই চলছে নাকা চেকিং। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই শুরু হয়েছে আদর্শ আচরন বিধি। ভোটের  জন্য অবৈধ ভাবে টাকা নিয়ে যাওয়া। কিংবা নেশার সামগ্রী পাচার হচ্ছে কিনা সেই দিকেও লক্ষ রাখতে নির্দেশ দিয়েছে কমিশন। আর এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে চলে যাওয়া ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় নাকা চেকিং করতে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিন তারা জাতীয় সড়ক ধরে চলে যাওয়া সমস্ত গাড়ি গুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করেন। নাকা চেকিং-এ নেত্রীত্বে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিস সুপার শোভনিক মুখোপাধ্যায়,জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিস কর্ম", "headline": "জেলা জুড়েই চলছে নাকা চেকিং। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই শুরু হয়েছে আদর্শ...", "datePublished": "2024-03-22T08:31:27+05:30", "dateModified": "2024-03-22T08:31:27+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513544", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } },{ "@type": "BlogPosting", "articleBody": "

কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়িতে।

 

", "headline": "কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়িতে।   ", "datePublished": "2024-03-22T08:30:50+05:30", "dateModified": "2024-03-22T08:30:50+05:30", "url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542#post-513543", "mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-22-513542", "image": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "height": "400", "width": "700" }, "publisher": { "@type": "Organization", "name": "Zee ২৪ ঘণ্টা", "logo": { "@type": "ImageObject", "url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png", "width": 121, "height": 60 } }, "author": { "@type": "Person", "name": "" } } ] }

Bengal News LIVE Update: রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডি-র হানা, বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছেছে এজেন্সি

Fri, 22 Mar 2024-12:29 pm,

Bengal News LIVE News: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 


Latest Updates

  • ৫২ ঘণ্টা অতিক্রান্ত। স্বরূপ বিশ্বাসের বাড়িতেই ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা। সূত্রের খবর, প্রচুর ডিজিটাল নথি উদ্ধার করেছেন আধিকারিকরা। মোবাইল ফোন ঘেঁটে একাধিক কনভারসেশনও দেখা হচ্ছে। বাড়িতে রয়েছেন জুঁই বিশ্বাস ৮১ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর।

  •  সকাল সকাল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে চন্দ্রনাথ সিনহার বাড়ি। বোলপুরে নিচুপট্টি এলাকায় চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। তিনটি গাড়িতে করে  ইডি আধিকারিকরা পৌঁছেছেন।

  • চেতলা থানা এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে মহিলা জওয়ানও রয়েছে। চেতলা থানা এলাকার বিভিন্ন রাস্তায় রুট মার্চ করেন জওয়ানেরা। সঙ্গে চেতলা থানার পুলিস আধিকারিকরা ছিলেন।

     

  • বিহারের সুপোলে কোশি নদীর উপর নির্মীয়মান ব্রিজের গার্ডার ভেঙে পড়ে ৮/১০ জন শ্রমিক চাপা পড়েছে। ভারতমালা প্রকল্পের অন্তর্গত কোশি নদীর উপর সাড়ে ১০ মিটার এই সেতুটি তৈরির কাজ চলছিল। আজ সকাল ৭ টার নাগাদ এই ঘটনা ঘটেছে বিহারের সুপলের বকোরে।

  • বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের শুনানি হল না। ভ্যাকেশন অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, শুনানি হবে না।

  • জেলা জুড়েই চলছে নাকা চেকিং। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষনা হতেই শুরু হয়েছে আদর্শ আচরন বিধি। ভোটের  জন্য অবৈধ ভাবে টাকা নিয়ে যাওয়া। কিংবা নেশার সামগ্রী পাচার হচ্ছে কিনা সেই দিকেও লক্ষ রাখতে নির্দেশ দিয়েছে কমিশন। আর এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে চলে যাওয়া ৩১ নং জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় নাকা চেকিং করতে দেখা যায় পুলিশ কর্মীদের। এদিন তারা জাতীয় সড়ক ধরে চলে যাওয়া সমস্ত গাড়ি গুলিকে দাঁড় করিয়ে তল্লাশি করেন। নাকা চেকিং-এ নেত্রীত্বে ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত পুলিস সুপার শোভনিক মুখোপাধ্যায়,জলপাইগুড়ি কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত সহ অন্যান্য পুলিস কর্মীরা। এ ধরনের নাকা জেলা জুড়েই চলছে বলে পুলিস সূত্রে জানা যায়।

     

  • কালো মেঘের ছায়া কাটিয়ে বসন্তের আমেজে ফিরলো জলপাইগুড়িতে।

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link