বাস ও বালি বোঝায় ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ সাতজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ঠাকুরচকের আমতলা এলাকায়।
১০০ দিনের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারামারি গোসবায়। ঘটনাটি ঘটেছে গোসোবার বিপ্রদাসপুর এলাকায়। ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরে অন্তরদ্বন্দ্ব ছিল। গোসবার বিধায়ক সুব্রত মন্ডল এর অনুগামীদের সঙ্গে জেলা পরিষদ অনিমেষ মন্ডল-এর অনুগামীদের এই দন্ড বলে স্থানীয় সূত্রে জানা যায়। এলাকায় ১০০ দিনের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এই গোষ্ঠী মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ স্থানীয়দের। প্রকাশ্যে দুই গোষ্ঠীর মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে তৃণমূলের কেউই এই ঘটনায় মুখ না খুললেও, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সম্পাদক সন্দীপ মৃধা দুই গোষ্ঠীর ঘটনায় কটাক্ষ করতে ছ",
"headline": "১০০ দিনের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে...",
"datePublished": "2024-03-08T08:33:40+05:30",
"dateModified": "2024-03-08T08:33:40+05:30",
"url": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-8-511504#post-511510",
"mainEntityOfPage": "https://zeenews.india.com/bengali/state/live-updates/live-blog-latest-news-fresh-news-only-on-zee-24-ghanta-live-direct-march-8-511504",
"image": {
"@type": "ImageObject",
"url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png",
"height": "400",
"width": "700"
},
"publisher": {
"@type": "Organization",
"name": "Zee ২৪ ঘণ্টা",
"logo": {
"@type": "ImageObject",
"url": "https://bengali.cdn.zeenews.com/bengali/desktop/logo/24Ghanta_nav.png",
"width": 121,
"height": 60
}
},
"author": {
"@type": "Person",
"name": ""
}
},{
"@type": "BlogPosting",
"articleBody": "
কমপক্ষে ১০ টা গাড়ি নিয়ে বেরোচ্ছে সিবিআই। সঙ্গে অন্ততপক্ষে ১.৫ কোম্পানি বাহিনী
Bengal News LIVE Update: সন্দেশখালিতে অভিযানে সিবিআই, সঙ্গে হাজির সিআরপিএফ
Fri, 08 Mar 2024-11:02 am,
West bengal live news: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
কর্ণাটকে ব্যান করা হল বাইক ট্যাক্সি অ্যাপ
সব মিথ্যে কথা.. আল্লাহ আছে, বিচার একদিন হবেই: শেখ শাহাজান
দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আজ।
দলের লোকসভা নির্বাচনের প্রচার অভিযানের সূচনা হতে পারে আজ।
COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING
দিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলন করবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান।
দুপুর ১২ টায় দলের সদর দপ্তরে হবে সাংবাদিক বৈঠক।
পাঞ্জাবে একক ভাবে এবং দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে নির্বাচন লড়ছে আপ।
সাতসকালে গলায় ওড়না জড়ানো অবস্থা য় পুকুর থেকে মহিলার দেহ উদ্ধার কে ঘিরে উত্তেজনা।
বাস ও বালি বোঝায় ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ সাতজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ঠাকুরচকের আমতলা এলাকায়।
১০০ দিনের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে মারামারি গোসবায়। ঘটনাটি ঘটেছে গোসোবার বিপ্রদাসপুর এলাকায়। ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরে অন্তরদ্বন্দ্ব ছিল। গোসবার বিধায়ক সুব্রত মন্ডল এর অনুগামীদের সঙ্গে জেলা পরিষদ অনিমেষ মন্ডল-এর অনুগামীদের এই দন্ড বলে স্থানীয় সূত্রে জানা যায়। এলাকায় ১০০ দিনের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে এই গোষ্ঠী মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ স্থানীয়দের। প্রকাশ্যে দুই গোষ্ঠীর মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তবে তৃণমূলের কেউই এই ঘটনায় মুখ না খুললেও, বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সম্পাদক সন্দীপ মৃধা দুই গোষ্ঠীর ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি।
কমপক্ষে ১০ টা গাড়ি নিয়ে বেরোচ্ছে সিবিআই। সঙ্গে অন্ততপক্ষে ১.৫ কোম্পানি বাহিনী
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজারহাটের কাশীনাথ পুরে ইডির হানা। প্রসন্ন কুমার রায়ের ঘনিষ্ট চন্দন চ্যাটার্জির বাড়িতে ইডি আধিকারিকরা। পেশায় জমির দালালি করত প্রসন্ন রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।
এলাকার লোকের কাছে আমিন মাষ্টার নামেই পরিচিত সোয়েল আনসারি। পাথরঘাটা হাইস্কুলে প্যারাটিচার বলেই জানে এলাকার লোক।
নাগেরবাজার ডায়মন্ড সিটি নর্থ, এখানে পৌঁছাল দ্বিতীয় টিম।
আপাতত দুটো টিম ভাগ হয়ে যাচ্ছে। সোয়েল আনসারির বাড়িতে। সোয়েল আনসারি একজন স্কুল টিচার বলে জানা গিয়েছে প্রতিবেশীদের সুত্রে