Bengal News LIVE Update: সুপ্রিম কোর্টে জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবনকৃষ্ণ সাহা

SUDESHNA PAUL Tue, 14 May 2024-3:26 pm,

West Bengal Live News: দেখে নিন এই মুহূর্তের বড় খবর জি ২৪ ঘণ্টা ডিজিটালে-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Latest Updates

  • Jiban Krishna Saha: জামিন পেলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহার জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। শুনানিতে উঠে এল মারাত্মক তথ্য! পুলিস জীবনকৃষ্ণ সাহার হয়ে টাকা ফেরৎ দিচ্ছে, এমন তথ্য মিলেছে তাঁর মোবাইল থেকে।

     

  • Sandeshkahli: জেল হেফাজতে মাম্পি দাস। জোর করে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো, ভয় দেখানো, মারধর সহ একাধিক মামলা রুজু হয়েছিল সন্দেশখালির মাম্পি দাসের বিরুদ্ধে। আজ সেই মামলাতে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আর্জি জানান মাম্পি দাস। জামিনের আবেদন খারিজ করে তাকে ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।

  • Abhijit Ganguly: তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন বিচারপতি সেনগুপ্ত। তমলুক থানায় দায়ের হওয়া FIR চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা এবার ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। নতুন এজলাস ঠিক করবেন প্রধান বিচারপতি।

     

  • Mamata Banerjee: আজ জোড়া সভা মুখ্যমন্ত্রীর। প্রথম সভা কল্যাণীতে, পরে ভোট প্রচার শ্রীরামপুরে। শাহের বঙ্গ সফর নিয়ে কী বলবেন তৃণমূল নেত্রী? অপেক্ষায় রাজনৈতিকমহল। বাঘমুণ্ডি, দাঁতনে সভা অভিষেকের। 

  • Amit Shah In Bengal: চার দফার ভোট শেষ। এবার নজরে আগামী তিন দফা। প্রচারের ঝাঁঝ বাড়াতে আজ বঙ্গ সফরে অমিত শাহ। জোড়া সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথম সভা বনগাঁয়। মতুয়াগড়ে কী বার্তা? পরের সভা উলুবেড়িয়াতে।

  • C V Ananda Bose Molestation Conytroversy: আরও অস্বস্তিতে রাজ্যপাল। শ্লীলহানির অনুসন্ধানের মধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে হওয়া ধর্ষণের মামলার জমা পড়েছে রিপোর্ট।

  • Anup Majhi Surrender and Bail: কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার আত্মসমর্পণ। আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার। শর্তসাপেক্ষে জামিন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link