West Bengal News LIVE Update: হাইড্র্যান্টে পড়ে মর্মান্তিক মৃত্যু! কীভাবে ঘটল জানতে তদন্তে পুলিস...
Bengal News LIVE Update: ১৮ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরোয় সে টিফিন কেনার জন্য। এর পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Latest Updates
Chalsa Death: মালবাজার মহকুমার চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের সামনে হাইড্র্যান্টে পড়ে মৃত্যু এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম বুধারু রায় (৫৩)। বাড়ি মঙ্গলবাড়ি বাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন কোনও ভাবে ওই ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে যান। বেশ কিছুক্ষণ ড্রেনের মধ্যে অন্যদের নজর এড়িয়ে পড়ে থাকেন ওই ব্যক্তি। পরে পথচলতি মানুষের নজরে আসে বিষয়টি। ঘটনার খবর পেয়ে এলাকায় বহু মানুষের ভিড় হয়। আসে মেটেলি থানার পুলিস। পুলিস এসে ড্রেন থেকে দেহ উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে ওই ব্যক্তি ড্রেনে পড়লেন তার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিস। দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ির সদর হাসপাতালে পাঠানো হবে বলে পুলিসসূত্রে জানা গিয়েছে।
Student Missing: তিন দিন ধরে নিখোঁজ সপ্তম শ্রেণির ছাত্র, রাজারহাট থানার পুলিসের দ্বারস্থ ছাত্রের পরিবার। রাজারহাট থানার অন্তর্গত রাইগাছি মুন্সিপাড়া বেলতলার সপ্তম শ্রেণির ছাত্র শেখ সামির গত ১৮ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরোয় টিফিন কেনার জন্য। এর পর থেকে তার সন্ধান পাওয়া যায়নি বলে পরিবারের তরফে জানানো হয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টা কেটে গেলেও সে বাড়ি না ফেরায় ওই দিন সন্ধ্যায় রাজারহাট থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের অভিযোগ, তিনদিন অতিক্রম হয়ে গেলেও পুলিস সামিরকে খুঁজতে যথাযথ উদ্যোগ নিচ্ছে না। এর পর বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন এলাকার এক যুবককে অপহরণকারী সন্দেহে ধরে পুলিসের হাতে তুলে দেন। এই ঘটনায় নতুন করে তদন্তে নেমেছে রাজারহাট থানার পুলিস।