West Bengal News LIVE Update: সাংসদ হিসেবে শপথগ্রহণ, লোকসভায় ইনিংস শুরু প্রিয়াঙ্কার!
একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
Prashant Vihar: উত্তর দিল্লির প্রশন্ত বিহার এলাকায় বিস্ফোরণের শব্দ। বেলা ১১টা বেজে ৪৮ নাগাদ পুলিসের কাছে খবর আসে। ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম বিহার থানার পুলিস। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় পুলিসের বম্ব স্কোয়াড। কড়া নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয় সমস্ত এলাকা। স্থানীয়দের মতে প্রায় ১২টার দিকে একটি বিকট শব্দ পেয়েছিলেন। কিন্তু গোটা ঘটনায় ক্ষয়ক্ষতি হয়নি। পুলিস তদন্ত করছে কী ধরনের বিস্ফোরণ সেটির।
Priyanka Gandhi: সাংসদ হিসেবে শপথগ্রহণ প্রিয়াঙ্কা গান্ধীর। লোকসভায় ইনিংস শুরু প্রিয়াঙ্কার। রাহুল গান্ধীর ছেড়ে আসা কেরলের ওয়ানাড় আসনে জেতেন প্রিয়াঙ্কা।
সাত সকালে ইডি হানা হিন্দমোটর নিউ স্টেশন রোডের একটি আবাসনে।কেন্দ্রীয় এজেন্সির। চার জন আধিকারিক ৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে আবাসনে প্রবেশ করেন। রোহিত ও হরষিত আগরওয়াল দুই ভাই এই ফ্ল্যাটের বাসিন্দা। উত্তরপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডে ওই আবাসন।
বিরোধীদের দাবি মেনে আজ ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বাজেট সেশনের শেষ দিন পর্যন্ত লোকসভার অনুমোদনক্রমে বৃদ্ধি করতে চলেছেন স্পিকার। গত সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে জেপিসির মেয়াদ বৃদ্ধির আবেদন জানান বিরোধী সাংসদরা। আজ লোকসভায় প্রস্তাব আনবেন কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। গতকাল জেপিসির বৈঠকে প্রাথমিকভাবে ২৯ নভেম্বরের মধ্যে ওয়াকফ রিপোর্ট জমা দেওয়ার পক্ষেই ছিলেন জগদম্বিকা পাল। প্রতিবাদে বৈঠক থেকে ওয়াক আউট করে বিরোধীরা। পরে কমিটির বিজেপি সাংসদদের আবেদনে কমিটির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তে সহমত হন চেয়ারম্যান।
এখনও পর্যন্ত মিলেছে ৩ ব্যাগ হাই কোয়ালিটি ফেক নোট। মালদার কলিয়াচকের বাসিন্দা মানোয়ার শেখ (৫১)। গতকাল রাতে শিলিগুড়ি থেকে কলকাতা গামী বাসে মালদহ বাসস্ট্যান্ড থেকে ওঠেন। সঙ্গে মোট ৩ টি ব্যাগ ছিল। একটি নিজের সঙ্গে সিটের মাথায়। আর দুটি বাসের ছাদে। বাস আজ সকাল পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ড এ এসে পৌঁছলেই কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তাকে ঘিরে ফেলে। তাদের কাছে আগে থেকে খবর ছিল। ১৫ জন আধিকারিক তৈরি ছিলেন।