West Bengal News LIVE Update: আরজি কর কাণ্ডে জনস্বার্থে কর্মবিরতি সম্পূর্ণ প্রত্যাহার, জানালেন জুনিয়র চিকিৎসকরা...
Bengal News LIVE Update: আরজি কর কাণ্ডে জনস্বার্থে কর্মবিরতি সম্পূর্ণ প্রত্যাহার, জানালেন জুনিয়র চিকিৎসকরা...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
Latest Updates
Junior Doctors Cease Work: দ্বিতীয়ায় ডিসিশন, আংশিক নয় সম্পূর্ণ কাজে যোগ দেবেন আন্দোলনকারী চিকিত্সকরা! সূত্রের খবর, আজকের মিছিলের পরই তাঁরা কর্মবিরতি থেকে সরে আসার ঘোষণা করতে পারেন জুনিয়ার ডাক্তাররা।
R G Kar Incident: বৃহস্পতিবার রাতে জুনিয়র চিকিৎসকেরা আরজি করে সন্দীপ ঘোষ ও আশিস পাণ্ডের কুশপুতুল পোড়ালেন। ওদের ছবিতে জুতোর মালাও পরানো হয়। এক জুনিয়র চিকিৎসক জানান, শাসকদলের চিকিৎসক নেতা যেমন ধরা পরল, এমনই এরকম আরজি করের দুর্নীতির সঙ্গে অনেকেই আছে। সিবিআই-তদন্ত ঠিকঠাক গতিতে এগিয়ে গেলে এরকম আরও অনেকে ধরা পড়বে। এর পাশাপাশি তাঁরা দাবি তোলেন, তিলোত্তমার বিচারে দোষীদেরও গ্রেফতার করতে হবে। গ্রেফতার করতে হবে তাদের যারা এখনো থ্রেট কালচারের সঙ্গে যুক্ত।
ED Raids in City: সিজিও কমপ্লেক্স থেকে দুটি টিম বের হয়েছে। ১৬ এ গুরুসদয় রোডে এম্পায়ার বিল্ডিং টাওয়ার-ওয়ানে ইডি-র একটি দল, অন্য দিকে,অন্য দলটি পার্ক স্ট্রিটে ৩১ শেকসপিয়র সরণির জেসমিন টাওয়ার আবাসনে ঢুকল।