LIVE: পুজো উদ্বোধনে কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ
LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
Latest Updates
শহরে অমিত শাহ। সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো উদ্বোধন করতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা পৌঁছালেন অমিত শাহ।
বোমা ফেটে আহত ২ কিশোর। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা। নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে মাঠে ফাটে বোমা। মাঠে পড়েছিল বোমাগুলি। লোহার বস্তু পড়ে থাকতে দেখে, হাতে নিতেই ফেটে যায় বোমাগুলি।
আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন। শুরুতেই স্থগিত অধিবেশন। অধিবেশন বসতেই ২টি বিল আনেন শোভনদেব চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। পরে আলোচনা হবে জানান স্পিকার। তারপরই স্থগিত হয়ে যায় অধিবেশন। স্লোগানিং করছে বিজেপি। ওয়ালে নেমে স্পিকারের চেয়ারের সামনে বিক্ষোভ বিজেপির। স্পিকার বেরিয়ে গেলেও চলছে স্লোগানিং। হিন্দু বিরোধী সরকার তোপ বিজেপির। ভাতা নয় চাকরি চাই, দিতে হবে ডিএ। দাবি বিজেপির।
আজ কলকাতায় শাহ। সন্তোষ মিত্র স্কয়্যারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পুজোর শহরে রোনাল্ডিনহো। শ্রীভূমি সহ একাধিক পুজোর উদ্বোধনে ব্রাজিল তারকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গেও সাক্ষাতের কথা।
মালদহে হাড়হিম হত্যাকাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা। তদন্তে নেমে নয় পদ্ধতি বদল পুলিসের। বিহারে খোঁজখবরের পাশাপাশি জামার পোশাকের ট্যাগেও নজর। এলাকার কেউ নিখোঁজ নন। ফলে বিহার থেকে এনে তরণীকে খুন কিনা? ভাবাচ্ছে পুলিসকে। সেই জন্যেই পোশাকের ট্যাগ দেখে কোথাকার বাসিন্দা নিশ্চিতের চেষ্টা।
হরিদেবপুরের দম্পতির রহস্যমৃত্যু। স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী? তদন্তে পুলিস। বাপের বাড়িতে উদ্ধার তরুণীর রক্তাক্ত দেহ। বারান্দায় পড়ে যুবক। হাসপাতালে মৃত ঘোষণা । বিষ খেয়েই আত্মহত্যা। দাবি চিকিত্সকদের।
বেঙ্গল এসটিএফ-এর জালে নিষিদ্ধ মাদক পাচারচক্রের ৪ পাচারকারী। বেরল মণিপুর-নাগাল্যান্ড যোগ। ৩ মণিপুরী মহিলা ও এ রাজ্যের এক ব্যক্তি নিয়ে মোট ৪ পাচারকারী গ্রেফতার। সঙ্গে উদ্ধার আনুমানিক এক কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক।
নরেন্দ্রপুরে পরোটার দোকানে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় আহত স্বামী ও স্ত্রী। দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।