LIVE: ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হলেন জ্যোতিপ্রিয় মল্লিক

Fri, 27 Oct 2023-9:21 pm,

LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


 


Latest Updates

  • স্ট্রেচারে করে অ্যাম্বুল্যান্সে তোলা হল মন্ত্রীকে। নিয়ে যাওয়া হবে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে।

  • পরিবারের পছন্দমতো আপাতত বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে মন্ত্রীকে। সুস্থ হলে পর তদন্তকারী অফিসার চাইলে তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যেতে পারবেন। নির্দেশ বিচারকের।

  • আদালতেই সংজ্ঞা হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক 

  • ২০২৪ সালের আইপিএল-এর নিলাম হতে চলেছে আগামী ১৯ ডিসেম্বর। দুবাইয়ে হবে এই নিলাম। 

  • জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে ট্যুইট তথাগত রায়ের। 

     

  • ট্যুইট করে বিজেপি-র অন্দরের কোন্দল সম্পর্কে ফের নিজের বক্তব্য জানালেন তথাগত রায়। 

     

  • হরকালী প্রতিহার তৃনমূলে যোগ দিতেই সোনামুখীতে বাজি পুড়িয়ে মিষ্টিমুখ করিয়ে উচ্ছাস বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী,আগামী দিন আরো বহু বিজেপি বিধায়ক যোগ দেবেন তৃণমূলে দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। 

     

  • রেশন দুর্নীতিতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। বিধায়ক নওশাদ সিদ্দিকি জানিয়েছে, 'শিক্ষা দুর্নীতির মতই রেশন দুর্নীতির শিকড় অনেকে গভীরে আছে। শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করলে হবে না। এই দুর্নীতির ভাগ যারা পেয়েছে, খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সংগঠিতভাবে এই দুর্নীতি করা হয়েছে। এতে আরও অনেকে যুক্ত থাকতে পারে। প্রাক্তন খাদ্যমন্ত্রীতেই এর শেষ হবে না। জ্যোতিপ্রিয় বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। কিন্তু একথা বলতে পারেননি তিনি দুর্নীতি করেননি। ওনার প্রভাব প্রতিপত্তি অন্যের উপর ছিল তাই হয়ত ষড়যন্ত্রের কথা বলছেন। ওনার মেয়ে টিউশন পড়িয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এর জবাবও ওনার মেয়েকে দিতে হবে'। বাকিবুরের রাজসাক্ষী হয়ে যাওয়া উচিত বলে মনে করেন নওশাদ। কারন ইডি যখন ধরেছ সবকিছু বের করে ছাড়বে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক বলেন ভাঙরের বিধায়ক।

  • ব্যাংকশাল আদালতে নিয়ে যাওয়া হল বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। 

  • নদীয়াতে কি হয়েছে? কেন তদন্ত করেননি?: অগ্নিমিত্রা

  • ২০১৬ থেকে এখনও অবধি সম্পত্তি জ্যোতিপ্রিয় মল্লিকের এত বাড়লো কী করে?: অগ্নিমিত্রা

  • মন্ত্রী শশী পাঁজা বলেছেন, 'পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলায় বিজেপি শেষ। কাপুরুষের দল। রাজনৈতিক ভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধী দলনেতা ক্যামেরার সামনে টাকা নিয়েছেন। এই পরিস্থিতিতে বিজেপি-র বিধায়ক কাল তৃণমূলে যোগ দিয়েছেন'।  

  • ট্যুইট করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা

     

  • ডেঙ্গিতে মৃত ছাত্রের নাম অনিমেষ মাঝি। বাড়ি বাঁকুড়ার খাতরায়। ডেঙ্গি শক সিন্ড্রোম নিয়েই ভর্তি করা হয়েছিল

  • ট্যুইটে মুখ্যমন্ত্রীকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 

     

  • এসএসকেএম-এর এক ডেঙ্গি পজিটিভ ছাত্রের মৃত্যু। অনিমেষ মাকি নামে ২৭ বছরের ওই ডাক্তারি পড়ুয়া অর্থোপেডিক এমএস-এর প্রথম বর্ষের পড়ুয়া ছিল। মেডিসিনে ভর্তি করা হয় প্রাথমিকভাবে। তারপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তর করা হয়েছিল তাঁকে। আজ ভোরে মৃত্যু হয় তাঁর। 

     

  • বোলপুরের বাড়িটি জ্যোতিপ্ৰিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে  রয়েছে বলে জানা গিয়েছে।

  • বাম নেতা মহম্মদ সেলিম বলেছেন, 'জ্যোতিপ্রিয়কে সাবাড় করে দিতে পারে, অবিলম্বে প্রটেকশন এর ব্যবস্থা করা উচিত'।

  • ট্যুইট করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার 

     

  • ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 

     

  • বনমন্ত্রীকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালে পৌঁছেছে ইডি। 

  • অবশেষে ১৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে হাওড়া কদমতলায় অভিজিৎ দাসের বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইডির তদন্তকারী আধিকারিরা । গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি অভিজিৎবাবুর পরিবারের সদস্যরা।

  • পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়কের বাড়িতেও হানা দেয় ইডির টিম। নাগেরবাজারের স্বামী বিবেকানন্দ রোডে অমিত দে-র জোড়া ফ্ল্যাটে হানা দিয়েছে এজেন্সি। পাশেই নাগেরবাজারে ভগবতী পার্কেও অমিত দে-র আরও একটি ফ্ল্যাট রয়েছে। সেখানেও হানা দিয়েছে ইডি। নাগেরবাজারের বিবেকানন্দ রোডে 'ভালোবাসা' অ্যাপার্টমেন্টের তৃতীয় তলে 3FC ও 3BA ফ্ল্যাট দুটি অমিত দে-র। বছর তিনেক আগে দুটি ফ্ল্যাট-ই একসঙ্গে কেনেন অমিত দে। এর পাশেই ভগবতী পার্কে 'পারুল' অ্যাপার্টমেন্টে অমিত দে-র আরও একটি ফ্ল্যাট। যা কিনা তিনি বিক্রি করে দিয়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। বলা যেতে পারে রেশন দুর্নীতিতে টাকা কীভাবে সাইফন হয়েছে, তার শিকড় সন্ধানে মন্ত্রী ঘনিষ্ঠদের ঠিকানায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। 

  • বৃহস্পতিবার সাতসকালে ভোর ৬টা ১০ নাগাদ বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। রেশন বণ্টন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের সূত্র ধরেই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বাড়িতে হানা ইডির। সকাল ৬টা ১০ নাগাদ ৮ থেকে ১০ জনের ইডির আধিকারিকদের একটি দল জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দেয়। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতে ছিলেন না। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি আসেন। BC 245, 244 পাশাপাশি এই দুটি বাড়ি-ই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা। এরমধ্যে BC-245 বাড়ির ভিতরে মন্ত্রী রয়েছেন বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার করা হয়েছে চালকল মালিক বাকিবুর রহমানকে। আর বাকিবুর রহমানের গ্রেফতারির পর থেকেই রেশন বণ্টন দুর্নীতিতে বার বার উঠে এসেছে জ্যোতিপ্রিয়র নাম। শুধু মন্ত্রীর সল্টলেকের বাড়িতেই নয়, আমহার্স্ট স্ট্রিটে বনমন্ত্রীর পৈতৃক বাড়িতেও হানা দিয়েছে ইডি।

  • সুগারের রোগী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির ম্যারাথন তল্লাশি অভিযানে যদি জ্যোতিপ্রিয় মল্লিকের 'কিছু' হয়ে যায়, তবে বিজেপি ও ইডির বিরুদ্ধে এফআইআর করবেন তিনি নিজে। বৃহস্পতিবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন,"বালুর শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির ব‌উ মারা গিয়েছিল।" ইডিকে একেবারে সরাসরি কাঠগড়ায় তুলে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • সিজিও ঢোকার সময় জ্যোতিপ্রিয় মল্লিক জানান, 'গভীর ষড়যন্ত্রের স্বীকার হলাম আমি। এটা শুধু বলে গেলাম আমি। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কাজ করেছেন'।

  • সকাল ছয়টায় আধিকারিকেরা চলে যান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি। টানা ২১ ঘণ্টা জেরা এবং তল্লাশি। তারপর আটক জ্যোতিপ্রিয় মল্লিক। শেষ রাত অর্থাৎ তিনটে পচিশ মিনিটে তার সল্টলেকের বাড়ি থেকে বার করে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সের। তার বাড়ি থেকে বেশ কিছু নথি পেয়েছে আধিকারিকেরা। এছাড়াও গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও প্রবল।

     

  • ইডি সূত্রের খবর রাত একটা চল্লিশ নাগাদ ইডি দফতর থেকে অ্যারেস্ট মেমো গিয়ে পৌঁছায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তারপরেই মধ্যরাত ৩.২৫ মিনিটে তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্স-এ

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link