LIVE: সংসদে পাস নারী শক্তি বিল, লেখা হল ইতিহাস
LIVE: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
লোকসভায় পাশ হয়ে গেল নারী শক্তি বন্দন বিধায়ক (মহিলা সংরক্ষণ বিল)। পক্ষে ৪৫৪ ভোট, বিপক্ষে ২ ভোট।
Latest Updates
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় দুষ্কীতিদের গুলিতে নিহত পঞ্চায়েত প্রধান। আজ পঞ্চায়েত অফিস থেকে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের উপরে ঘিরে ধরে দুষ্কৃতীরা। দুই রাউন্ড গুলি চালানো হয় প্রধান মহম্মদ রাহিকে লক্ষ্য করে। শিলিগুড়ির একটি নার্সিং হোমে তাঁর মৃত্যু হয়।
ফ্লাইটের জানালার কাঁচে ফাটল ধরা পড়ার পর স্পাইসজেটের একটি ফ্লাইট নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। মোট ১৭৬ জন যাত্রী এবং ছয়জন কেবিন-ক্রু বিমানে ছিলেন।
উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান
এবার আমেরিকায় বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর। ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের আসর বসব মার্কিন মুলুকে
পৃথিবীকে চিরবিদায় জানিয়ে এবার সূর্যের পথ ধরল আদিত্য-এল ১
সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যও আলোচনা শুরু করল তৃণমূল।
আগামী ৩ অক্টোবর সব ব্লকে প্রতিবাদ হবে। দিল্লির কর্মসূচি সব ব্লকে লাইভ দেখানো হবে।
আগামী ২ অক্টোবর গান্ধী মূর্তির সামনে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদ দিবস পালন করবে তৃণমূল। তবে এখনও অনুমতি আসেনি দিল্লি পুলিসের।
কসবা গুলিকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সৌমিত মণ্ডল।
সেহগাল হোসেনের জামিনের আবেদনের খারিজ। খারিজ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। গরু পাচার মামলায় সিবিআই-এর গ্রেফতারির পর, জামিনের আবেদন জানিয়ে আদালতের দারস্থ হন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ সেহগাল হোসেন।
'মহিলাদের উপর অত্যাচার বন্ধ করতে পারেনি কেন্দ্র।' চড়া তোপ কাকলির।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে আওচনার সময় বিজেপি-কে উন্নাও এবং মহিলা কুস্তিগিরদের হেনস্থা প্রসঙ্গে খোঁচা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের।
আমরা অবিলম্বে জাতি শুমারি দাবি করছি: সোনিয়া গান্ধী
তিনি বলেন, 'কংগ্রেস দাবি করে যে বিলটি যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা হোক। আমরা অবিলম্বে জাতিশুমারি এবং তফসিলি জাতি, ওবিসি-র জন্য মহিলা সংরক্ষণ বিলে কোটা দাবি করছি'।লোকসভায় মহিলা সংরক্ষণ বিলে বিরোধীদের তরফে প্রথম স্পিকার হিসাবে, প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেছিলেন যে তার দল এই আইনটিকে সমর্থন করে, তবে মহিলাদের জন্য ৩৩ শতাংশ কোটার মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের দাবি করেন তিনি।
গান্ধী আরও বলেছিলেন যে বিলের উপর কথা বলা তার জন্য একটি আবেগপূর্ণ মুহূর্ত ছিল কারণ তার স্বামী রাজীব গান্ধী স্থানীয় সংস্থাগুলিতে সংরক্ষণ চালু করেছিলেন।আমি বিলটিকে সমর্থন করছি: সোনিয়া গান্ধী
সংসদে সোনিয়া গান্ধী বলেন যে, 'প্রথম রাজীব গান্ধী এই বিল প্রবর্তন করেন'।
তিনি বলেন, 'স্থানীয় সংস্থাগুলিতে সংরক্ষণ প্রথম আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী প্রবর্তন করেছিলেন। রাজীব গান্ধীর স্বপ্ন এখনও অর্ধেক পূর্ণ রয়ে গিয়েছে। এই বিল পাস হলে এটি সম্পূর্ণ হবে'।সংসদে সোনিয়া গান্ধী বলেন, "ওবিসিদের নারী সংরক্ষণ বিলে অন্তর্ভুক্ত করা উচিত।"
কসবা রথতলা সবুজ সংঘ ক্লাবের পাশে, ৮ নম্বর বৈকুণ্ঠ ঘোষ রোডে। গতকাল রাত সাড়ে ৮ টা নাগাদ আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসায় জড়িয়ে পড়েন ক্লাবের সদস্য চিরঞ্জিত দাস এবং একটি চারতলা ফ্ল্যাট বাড়ির দোতলায় বাসিন্দা সৌমিত মণ্ডল (৪৫)। এর ঘন্টা দুয়েক পর হঠাৎ ফ্ল্যাট থেকে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে সৌমিত নিচে নেমে আসেন। দু রাউন্ড গুলি চালান বলে চিরঞ্জিত এবং একাধিক এলাকাবাসীর দাবি। গুলি চালিয়ে হুমকি দিয়ে তিনি ফের ওপরে উঠে যান। আজ সকালে আতঙ্কিত অন্য ফ্ল্যাটের বাসিন্দা ও ক্লাবের সদস্যরা থানায় অভিযোগ জানালে পুলিস আসে। তারা অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে পুলিসের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেন এলাকার কিছু মানুষ। কোনক্রমে তাদের হাত ছাড়িয়ে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এবারই প্রথম নয়, এর আগেই একাধিকবার তিনি বিভিন্ন বিষয়ে এলাকার মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটের নিচে পার্ক করা অভিযুক্তের একটি গাড়ি ও বাইকে একইসঙ্গে পুলিস ও প্রেস স্টিকার লাগানো। এরকম জোড়া স্টিকার লাগিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন বলে পুলিস সূত্রের খবর।
হৃদরোগজনিত সমস্যার কারণে মারা গেলেন প্রগতি ময়দান থানার ওসি সুদীব বেরা। গত কয়েকদিন ধরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
৩১ কেজি ওজনের বাঘা আড় ধরা পড়ল নাগ্রাকাটার জলঢাকা নদী থেকে। হিলা চা বাগান লাগোয়া জলঢাকা নদী থেকে স্থানীয় কয়েকজন মৎস্যজীবীর জালে ওই মাছ ধরা পড়ে। এত বড় আড় মাছ ধরা পড়ায় হইচই শুরু হয়ে যায় সেখানে। মাছটিকে কাঁধে তুলে নিয়ে আসেন স্থানীয়রা।
অবশেষে কাটল এগ্রিমেন্ট ও ট্রেড লাইসেন্স জটিলতা। সম্ভবত বুধবার বিকেল বা রাতেই পশ্চিমবঙ্গে রওনা হচ্ছে পদ্মার ইলিশ। কথা ছিল রান্না পুজোর আগেই তার দেখা মিলবে। আশায় বুক বাঁধা বাঙালি ১৭ সেপ্টেম্বর বাজারে গিয়েও তার দেখা পায়নি। অবশেষে তার ৭২ ঘন্টা পর কাটল জটিলতা। এগ্রিমেন্ট সই সাবুদের পর এবার পাতে বাংলাদেশের ইলিশ পড়া শুধু সময়ের অপেক্ষা। ৭০ জন ভারতীয় আমদানিকারকের হাত ধরে ২১ থেকে ২৫টি কনসাইনমেন্টে বুধবার বিকেল বা বৃহস্পতিবার সকালেই সীমান্ত পেরোতে চলেছে পদ্মা মেঘনার ইলিশ।
কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে দলের বিতর্কের নেতৃত্ব দেবেন। সরকার মঙ্গলবার নারী শক্তি বন্দন অধিনিয়াম চালু করেছে, যা লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করেছে।
মঙ্গলবার কর্ণাটকের হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছে যে অ্যালকোহল পান করার জন্য আইনি বয়সের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য একটি বয়সসীমা চালু করা হলে এটি উপযুক্ত হবে।
শুক্রবার পর্যন্ত বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গে। কলকাতায় আজও দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির একাধিক স্পেল চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েক জেলায়।