LIVE: নরেন্দ্রপুরে ভরসন্ধেয় চলল গুলি

Sat, 30 Sep 2023-10:15 pm,

একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবরগুলি শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 


Latest Updates

  • নরেন্দ্রপুরের সুকান্ত পার্কের দাসপাড়ায় ভর সন্ধেয় চলল গুলি। এক যুবককে আটক করল পুলিস।

  • ইলিয়ট রোডের এক গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। গোডাউনে পারফিউম, সিগারেট মজুত রয়েছে বলে জানা যাচ্ছে। গোডাউনের উপরের তলায় রয়েছে একটি স্কুল।

  • ট্রেনের পর এবার বাতিল বিমানও, দাবি তৃণমূলের। এই ফ্লাইটে প্রায় ১২০ জন নেতার যাওয়ার কথা ছিল দিল্লিতে। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • আবাস থেকে একশো দিনের কাজ। বাংলার মানুষের টাকা আটকে  রাখছে  নির্মম কেন্দ্র। যখন তখন এজেন্সির অপপ্রয়োগ। লকডাউনের  ধাঁচেই  ট্রেন বাতিল স্বৈরচারী মোদী সরকারের। দিল্লি চলোর আগেই  চড়া সুর অভিষেকের। তাঁর স্পষ্ট কথা, ”বাংলার বকেয়া আনবই, কেউ রুখতে পারবে না।'' 

  • দলীয় সূত্রে খবর কালই ৫ হাজার মানুষ শহরে পৌছে গেছেন। নেতাজি ইন্ডোরে রাত কাটিয়ে আজ  দলে দলে দিল্লি চলো। ৫০ বাস ভাড়া করা হয়েছে বলেই সূত্রের খবর। রয়েছে ফার্স্ট এইড মেডিক্যালের বন্দোবস্তও। দুপুরে রাজধানীতে চড়েই দিল্লি রওনা নেতামন্ত্রীদের।

  • রামলীলায় অনুমতি অমিল। কৃষি ভবনেও ধর্নায় না। সঙ্গে ইডি তলব। ইঞ্চিতে ইঞ্চিতে কেন্দ্রকে তোপ অভিষেকের। তৃণমূলের ভয়েই অভিযান বানচালের ছক। বাংলার আওয়াজ দিল্লিতে পৌঁছবেই। মোদী সরকারকে চ্যালেঞ্জ TMC সেনাপতির।  

  • কেন্দ্রের বরাদ্দ-বঞ্চনায়  অলআউট  বাংলার শাসক। ১০০ দিনের বকেয়া আদায়ে দিল্লি চলোয় অনড় তৃণমূল। শুধুই সড়কপথে নয়। দুপুরেই রাজধানী এক্সপ্রেসে রেলপথেও টিম ঘাসফুল। বিকেলের বিমানে রওনা শশী চন্দ্রিমাদের।    

  • বঙ্গোপসাগরে  জোড়া নিম্নচাপ। পুজোর মুখে ফের দুর্যোগের মেঘ বাংলায়। সকালেই রাতের আঁধার। নাগাড়ে বৃষ্টিতে রাতভর দুর্ভোগ কলকাতা-সহ জেলায় জেলায়। কালও ভোগান্তি । রবিবার থেকে উত্তরেও ঝেঁপে। শঙ্কা হাওয়া অফিসের।

  • ট্রেনে না রেলের। তবুও মিশন দিল্লিতে নাছোড় তৃণমূল। তড়িঘড়ি ৫০  বাসের বন্দোবস্ত। ৩-৪ হাজারের টার্গেট পার। ইন্ডোরে পাঁচ হাজারি জমায়েত। দাবি  ঘাসফুলের। সকালে ডিমভাতের পর সড়কপথেই ১৬০০ কিলোমিটার পাড়ি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link