`খানাকুল যেতে চেয়েছিলাম, পারলাম না`, DVC-কে দুষে কলকাতায় ফিরলেন Mamata
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Latest Updates
জলে ডুবে রয়েছে রাস্তাঘাট। পরিস্থিতি খারাপ হওয়ায় আমতা থেকেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়নারায়ণপুর যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে। তিনি কলকাতায় ফিরলেন। পরিস্থিতি ঠিক থাকলে শুক্রবার বন্যাবিধ্বস্ত খানাকুল পরিদর্শনে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্যা বিধ্বস্ত আমতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। DVC ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের DVC-র খাল সংস্কার না করার ফল। এখনও দেখছেন বাজ পড়ছে। আপনারা সাবধানে থাকুন।' প্রশাসনের আধিকারীকদের মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, 'সাধারণ মানুষের পাশে থাকুন।' দুর্গত এলাকা পরিদর্শন সেড়ে পরিস্থিতি খারাপ হওয়ায় কলকাতায় ফেরার সদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি খানাকুলে যাব ভেবেছিলাম। তবে অবস্থা খারাপ।'
সড়ক পথে আমতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম বাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি। গোটা এলাকা জলমগ্ন থাকায়, রাস্তায় দাঁড়িয়েই প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকরা কীভাবে উদ্ধার কার্য চালাচ্ছেন, কতজনকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে, সমস্ত তথ্য জেনে নেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখনও দেখছেন বাজ পড়ছে। পরিস্থিতি খারাপ। সাবধানে থাকুন।'