LIVE: PM Modi-র বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবে: Suvendu

Fri, 22 Jan 2021-6:02 pm,

Latest Updates

  • আগামিকাল ভারতরত্ন, বিশ্ববন্দিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। ভারতের কোনও প্রধানমন্ত্রী নেতাজিকে এত সম্মান দেননি। কালকে পরাক্রম দিবস হবে। মোদীজির বক্তব্য সব বুথে শুনতে হবে। সেই বক্তব্য থেকে দেশপ্রেম ও জাতীয়তাবোধের শিক্ষা নিতে হবে।     

  • নন্দীগ্রামে তৃণমূল কোম্পানির মালিক, চেয়ারম্যান মমতা ব্যানার্জি দাঁড়াবেন। দাঁড়াবেন কিনা জানি না। বলেছেন দাঁড়াবেন। দাঁড়ানো উচিত। আমি তাঁকে হারাব। আপনারা রামনগরটা দেবেন তো? লোকসভা ভোটে শিশিরবাবুর মতো পরীক্ষিত লোক, তাঁর সঙ্গে আপনারা ৫ হাজার গ্যাপ করেছিলেন। ২৫ হাজার ভোটের গ্যাপ দিতে হবে। হাওয়া বুঝতে পারছি। মানুষের ঢল দেখেছি। 

  • ভোটার পালিয়ে গিয়েছে। প্রতিদিন মন্ত্রীরা পদত্যাগ করছে। টিভি খুললেই পদত্যাগ। আমরা আহত। আর পারছি না। কে কর্মচারী থাকতে চায়? রাজনৈতিক সহকর্মীর মর্যাদা চাই।  

     

  • সাড়ে ৩ বছর সারদা মামলায় জেলে ছিল। কেউ ২১ মাস জেলে ছিল। কেউ ১০ বছর ইউএপিএ-তে ১০ বছর জেল খেটেছে। এই সমস্ত কানকাটা-নাককাটাদের বের করেছে।  

  • আমি ১০ নভেম্বর বলেছিলাম, রাজনীতির ময়দানে দেখা হবে। খুব ভাল লাগছে। এতদিন নন্দীগ্রামকে মনে পড়েছে।

  • যে লোকগুলি একটা বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত, তারা এখন ৫০ কোটির মালিক হয়ে গিয়েছে। 

  • পর্যটননগরী দিঘাকে ত্রাসের নগরীতে পরিণত করে রেখেছে। অন্য রাজনৈতিক দল করলে প্রাপ্য অধিকার চাইতে গেলে উচ্ছেদ করা হবে, নয়তো কর্মচ্যুত করা হবে। 

  • দিঘার জনসভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী।

  • আজ দীঘার রোড শো শুভেন্দু অধিকারীর। সেখানেই জি ২৪ ঘণ্টাকে রাজীবের বিষয় প্রশ্ন করা হলে তিনি জানান, রাজীব বিজেপিতে আসতে চাইলে তাঁকে স্বাগত। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link