LIVE: কাকদ্বীপে Amit Shah-র রোড শো

Thu, 18 Feb 2021-4:58 pm,

Latest Updates

  • 'নির্বাচনের ফলেই প্রমাণ পাবেন। জাকির হোসেনের উপরে হামলা রাজ্য সরকারের ব্যর্থতা। অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী, পুলিসমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ এবার পরিবর্তন করবেন।' ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন শুভেন্দু অধিকারী। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • 'সাধারণ মানুষই চান পরিবর্তন হোক। সরকার বদলের জন্যে মানুষের এই উৎসাহ চোখে পড়ছে। মন্ত্রীও এখানে সুরক্ষিত নন। বিজেপিকে দোষারোপ করছেন, ক্ষমতা থাকলে সিবিআইকে তদন্তভার দিন,' ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • কাকদ্বীপে রোড শোয়ে  অমিত শাহ।  

  • নারায়ণপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর শাহী লাঞ্চ। ইতিমধ্যেই মৎস্যজীবী সুব্রত বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছেন অমিত শাহ।  

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ভাত, রুটি, বেগুনভাজা, সবজি, ডাল, পনিরের তরকারি, চাটনি, মিষ্টি, পায়েস দিয়ে মধ্যাহ্নভোজ সারছেন অমিত শাহ। তাঁর সঙ্গে রয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ

  • * কলকাতায় দিদির কানে জয় শ্রী রাম ধ্বনি পৌঁছতে হবে। 
    * মমতা দিদির সরকার সরিয়ে বিজেপি আনা লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য বাংলার পরিবর্তন, উন্নয়ন। 
    * বাংলা থেকে সিন্ডিকেটরাজ হঠাতে হবে। 
    * ভারতকে সোনার বাংলা গড়ার স্বপ্ন মোদিজীর।
    * কেন্দ্রের সব সুবিধে থেকে বঞ্চিত বাংলা। 
    * পরিবর্তন মানে ক্ষমতার বদল নয়, পরিবর্তন মানে বাংলার সামগ্রিক উন্নয়ন। 
    * গঙ্গাসাগরের মেলা এবার আন্তর্জাতিক স্তরে হবে।
    * পরিবর্তন যাত্রার পঞ্চম পর্বের সূচনা হবে। 
    * লকডাউনের সময়ে কেন্দ্রের পাঠানো চাল চুরি গেছে।
    * দেশের মৎসজীবীদের জন্য বিশেষ প্রকল্প। 
    * গঙ্গাসাগরকে সাংস্কৃতিক কেন্দ্র বানানো হবে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 
    * বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব।
    * কাটমানি সংস্কৃতি বন্ধ করতে হবে। 

     

  • অমিত শাহের সভায় অশান্তি। সভার মাঝে হঠাৎই এক মহিলা বাঁশের ওপর উঠে কালো পতাকা দেখাতে শুরু করেন। কার্যত টেনে ধরে নামাতে হয় তাঁকে। মহিলা কর্মীরা তাঁকে নীচে নামান। 

  • গঙ্গাসাগরের তীরে অমিত শাহ। 

  • বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘের ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত অমিত শাহ। সেখানে আরতি করেন তিনি। স্বামীজির সঙ্গে কথা বলেন। বেশ কিছুক্ষণ সময় কাটান, এরপর বক্তৃতা দিয়ে সেকান থেকে বেরিয়ে যান তিনি। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

  •  আজ বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। নামখানায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। অন্যদিকে পৈলানে জনসভা মমতার, তৃণমূলের কর্মী সম্মেলনে থাকবেন অভিষেকও। ।  সবমিলিয়ে আজ অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায় দ্বৈরথ। ইতিমধ্যেই নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে ভারত সেবাশ্রম সংঙ্ঘে পৌঁছে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link