LIVE: `আমি নাম নিয়ে বলছি, শুভেন্দু ঘুষখোর`, `তোলাবাজের` পাল্টা আক্রমণ Abhishekএর

Sun, 24 Jan 2021-3:36 pm,

Latest Updates

  • * আয় লড়বি? পারবি? আম
    * সবে একটা নাম বলেছি। আগামি দিন একে একে নাম খুলব।
    * মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতায়
    * আগামী দিন ক্ষমতায় এসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। 
    * আমি নাম নিয়ে বলছি, শুভেন্দু ঘুষখোর', তোলাবাজের পাল্টা আক্রমণ Abhisekএর
    * আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, যা করবি কর
    * অমিত শাহ বহিরাগত।
    * আপনি সাংসদে বিল আনুন প্রতি পরিবার থেকে একজন কাজ করবে। প্রথম ভোট দিয়ে আমি রাজনীতি ছেড়ে দেব। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * কোথা থেকে দাঁড়াবে বলে যাও। হারানোর দায়িত্ব আমার।
    * এই জেলায় ৩১-এ ৩১টা সিটই চাই।
    * আমি সকলকে বলব ঐক্যবদ্ধ থাকুন, বিজেপির ভাওতা ধরিয়ে দিতে হবে।  

     

  • * নিজের জায়গার থাকবে ধর্ম। 
    * GST বাবদ প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। 
    * গতকাল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করে অপমান করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী।
    * যাঁরা রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে করুন। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হোক। 
    * ১০-০ গোলে হারাতে না পারলে রাজনৈতিক ময়দানে পা রাখব না। 
    * যারা বলছে চাকরি নেই তাঁদের জন্য ছানিশ্রী প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী।

  • * যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি।
    * কুলতলির মাটি ৫০হাজার ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে। লড়াই শুরু হয়েছে।
    * কুলতলি থেকেই পরিবর্তনের হাওয়া শুরু।
    * এই জেলা প্রথম তৃণমূলকে জেলা পরিষদ উপহার দিয়েছিল। 

  • কুলতলিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সভা চত্বরের চারদিকে অভিষেক ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ও ছবিতে ছেয়ে গিয়েছে। নিরাপত্তাও জোরদার করা হয়েছে। একুশের নির্বাচনের আগে ভোটের আগে কর্মীদের মনোবল জোগাতে অভিষেকের উপস্থিতি কাজ দেবে বলে মনে করছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের ধারণা, সংগঠনের ফাঁক ফোঁকড় ভরতে একাধিক গুরুত্বপূর্ণ ঘরোয়া বৈঠকেও অংশ নিতে পারেন অভিষেক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link