LIVE: ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারতী একইসূত্রে গাঁথা: Modi

Thu, 24 Dec 2020-11:44 am,

Latest Updates

  • * পুঁথিগত শিক্ষা নয়, মুক্ত জ্ঞানের কথাই বলেছিলেন কবিগুরু
    * পৌষমেলার অনুষ্ঠান না হওয়ায় মর্মাহত।
    * স্য়োশাল মাধ্যমের সাহায্যে শিল্পীদের পাশে থাকার বার্তা।
    * পড়া ও শেখার ভেদাভেদ মুছে দিয়েছে বিশ্বভারতী। 

  •  

  • * বিশ্বভারতী দেশের পথপ্রদর্শক, একতার প্রতীক
    * দেশের স্বতন্ত্রতার জন্য আত্মনির্ভরতার কথাই বলেছিলেন গুরুদেব
    * কবিগুরুর বিশ্বভারতী সব ধর্মকে সম্মান করে। 
    * গুরুদেবের দর্শন আত্মনির্ভর ভারতের কথা বলেছে। 
    * উজ্জ্বল ভারতের কারিগর বিশ্বভারতী, আন্তর্জাতিক শিক্ষার মেলবন্ধন বিশ্বভারতী। 
    * করোনার কারণএ এবার বাতিল পৌষমেলে। 

  • কী বলছেন মোদী

    * বিশ্বভারতীর শতবর্ষের যাত্রী কঠিন ছিলযবিশ্বপ্রতিষ্ঠিত বিশ্ষিট জনেদের শ্রদ্ধা প্রণাম
    * গুরুদেবের কঠোর পরিশ্রমের ফসল বিশ্বভারতী।
    * বিশ্বভাবতীর শতবর্ষ ভারতবর্ষের গর্ব।
    * বিশ্বভারতীর বহু প্রতিভা গোটা পৃথিবীজুড়ে ছড়িয়ে।
    * পড়ুয়ারা গুরুদেবের প্রাণ ছিলেন।
    * তাঁদের জন্যই এই প্রতিষ্ঠাব বিশ্ববন্দিত।
    * বিশ্বভারতীর ভাবনা গোটা বিশ্বকে প্রভাবিত করেছে।
    * গুরুদেবের চিন্তা ও দর্শনের বিকাশ ঘটেছে। 
    * এই প্রতিষ্ঠান দেশকে শক্তি জুগিয়েছে।
    * ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারচতী একসূত্রে গাঁথা।
    * রামকৃষ্ণ পরমহংসের জন্যই ভারত স্বামী বিবেকান্ত পেয়েছে।

  • আজ বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস। এ বছর শতবর্ষ উৎযাপন করবে বিশ্বভারতী। প্রতিবছর ৮ পৌষ প্রতিষ্ঠা দিবস পালন হয় বিশ্ববিদ্যালয়ে। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ছাড়াও, ভিডিয়ো কনফারেন্সে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রেখেছেন থাকবেন রাজ্যপাল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link