Live: `ভয় দেখিয়ে লাভ নেই, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব`, বহরমপুরে জনসভায় মুখ্যমন্ত্রী
Latest Updates
টাকা নিয়ে ভোট দেবেন না। টাকা দিলে নিয়ে নেবেন। ওই টাকায় মাংস ভাত খেয়ে নেবেন। আর ভোটবাক্সে বিজেপিকে বিদেয় দিন।
বুথ ওয়ার্কাররা ভয় পাবেন না।
সিরাজদৌল্লার সঙ্গে গদ্দারি করেছিল মীরজাফর। সেই গদ্দারকে কোনওদিন বাংলা, দেশ, মানুষ ক্ষমা করেনি। পলাশীর যুদ্ধের প্রসঙ্গ টেনে দলত্যাগীদের আক্রমণ।
যারা বিজেপিতে যেতে চায় যেতে পারেন। দরজা খোলা।
বিজেপি কুত্সার পার্টি, অপপ্রচারের পার্টি।
টাকার বিনিময়ে বিজেপিকে ভোট দেবেন না।
আমি টাকার বিনিময়ে দলকে বিক্রি করি না।
আগামীদিনে ফের তৃণমূল ক্ষমতায় আসবে।
আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না।
যতদিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব
আগামীদিনে ব্যাঙ্কে ডাকা রাখলে পাবেন না। সব বেচে দিচ্ছে।
কোনও NPR করতে দেব না। কোনও NRC করতে দেব না।
ভাগীরথে জলে বাস ডুবে গেল, আমি এসেছি। কাটরা মসজিদ নিয়ে সমস্যায় আমি এসেছি।
আগামীদিনে আপনাদের ভোটে আমাদের সরকার তৈরি হবে।
বিজেপিকে হঠাতে হলে প্রত্যেকটা ভোট জোড়াফুলে ফেলুন।
"তৃণমূল কংগ্রেস টাকায় বিক্রি হয় না।"
"আমরা মুখে বলে হরি হরি, আর মানুষ খুন করি", বিজেপিকে কটাক্ষ
"আমরা বলি, হরে কৃষ্ণ হরে হরে, শান্তি থাকুক ঘরে ঘরে"
অনেক দুর্নীতি করেছে। তাই তাদের এখন ভয় ধরেছে, যদি ধরা পড়ি। তাই বিজেপির ওয়াশিং মেশিনে চলে যাচ্ছে।