নেতাজির জন্মদিনে আমায় টিজ করেছে: Mamata
Latest Updates
* বিজেপি সিপিএম আর কংগ্রেসের মদতে এসেছে
* আমরাই সাহায্য করি, আমরাই নিশ্চিন্ত থাকুন। আমি নেতা নই, আমি কর্মী। আমি জনগণের সেবক।
* যেকোনও দুর্নীতিতে আমি প্রথম কাজ করি।
* বিজেপির কোনও ভিডিয়ো বিশ্বাস করবেন না। ফেক ভিডিয়ো তৈরি করে। বিজেপি পার্টিটাই এখন ফেক।
* বুথ কর্মীদের বলব, ভাল করে কাজ করো।
* কৃষক আন্দোলনকে সমর্থন করে পোস্টার তৈরি করে লাগাও।
* আমাদের শপথ, আমরা বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না।
* আমি জেলে থাকতে রাজি, বিজেপির ঘরে থাকতে রাজি নয়।
* আমি মাথা নত করব না। আমায় যেখানে ইচ্ছে আক্রমণ করুক, অসম্মান করুন। আমার বাংলাকে অসম্মান করতে দেব না।* ২কোটি স্কলারশিপ দেওয়া হয়েছে। তপশিলিদের দেওযা হয়েছে
* দুয়ারে সরকারে প্রচুর
* জুন অবধি ফ্রি রেশন। আগামী দিনেও পাবেন।
* এরকম সরকার পাবেন না। বিজেপির মতো মিথ্যে প্রতিশ্রুতি না
* দিচ্ছি দেব, আমরাই ছিলাম, আমরাও থাকবে
* চোরগুলো যাচ্ছে। ওয়াসিং মেশিং-এ সাদা হয়ে যাচ্ছে। এরপর তৃণমূলে আসতে চেও না। আমরা আর নেব না।
* যাঁরা যাঁরা লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান, ওদের পায়ে গিয়ে পড়ুন।
* টাকা করেছ তাই বিজেপির কাছে পালাচ্ছে।
* হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি-বাম।
* কৃষ্ণ কষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে।
* যাঁরা মানুষের জন্য কাজ করেছে শুধু তাঁরাই টিকিট পাবেন।* পরশুরায় সর্বধর্ম সহিষ্ণুতার বার্তা মমতার। পুরশুড়ায় সব ধর্মের মানুষ শান্তিতে রয়েছেন।
* কোভিড আবহে আমরা ১ বছর কোনও কাজ করতে পারিনি।
* আগামী দিন পরশুড়া খানাকুলে আর বন্যা হবে না। বাঁধ তৈরি হবে। কাজ হচ্ছে। আগামী ২-৩ বছরের মধ্যে শেষ হবে।
* অনেক কাজ করা হয়েছে।
* সব মিলিয়ে ৮ বছর পেয়েছি। ৮ বছরে কী না হয়নি।
* ১৫ লক্ষ মানুষের জন্য বৃ্দ্ধাশ্রম, ভাতা।
* তারকেশ্বর আরামবাগ রেলপথ আমার আমলেই হয়েছে। বিষ্ণুপুর পর্যন্তও কাজ হয়ে যাবে।
* একটা দুটো জায়গায় যাঁরা স্বাস্থ্যসাথী কার্ড নেবে না, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান, নম্বর দেওয়া রয়েছে কার্ডের পিছনে। সেখানে জানান।পুরশুড়ায় মমতার সভায় নেট বিভ্রাট, অন্তর্ঘাতের অভিযোগ মুখ্যমন্ত্রীর। ভাষণ শুরু করেও মাঝপথে থামিয়ে দেন। প্রায় ১০ মিনিট নেট বন্ধ ছিল বলে অভিযোগ।