Mamata LIVE: বাংলায় ধমকানো যাবে না, ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাক: মমতা

Tue, 19 Jan 2021-3:06 pm,

Latest Updates

  • * সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। 
    * যাঁরা যাচ্ছে আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। 
    * রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী
    * বিজেপির কাজ মিথ্যে কথা বলা।  
    * ছাত্র যৌবন বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না।
    * রাজনীতি দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না।
    * কোভিডেও আমাদের কাজ বন্ধ হয়নি। চারিদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, পুরুলিয়ার মানুষকে বাইরে যেতে হবে। 
    * নতুন বাংলা গড়বে ছাত্র-যৌবন
    * মায়ের পাগুলোতে প্রণাম জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে হেঁটে এসেছেন। 

  • * সিপিএম, কংগ্রেস, বিজেপি তিন ভাই। জগাই, মাধাই, গদাই। 
    * তৃণমূল ছেড়ে যাঁরা যাচ্ছে, আপদ বিদায় হয়েছে। থাকলেই জ্বালাত। 
    * রাজনীতিতে ৩ ধরনের লোক আছে। লোভী, ভোগী, ত্যাগী।
    * বিজেপির কাজ মিথ্যে কথা বলা।  
    * ছাত্র যৌবন তোমরা বাংলাকে বেচতে দিও না। স্বাধীন বাংলার নাগরিক আমরা। আমরা মাথা বিক্রি করব না।
    * রাজনীতিও একটা দর্শন। রোজ শাড়ি, জামা কাপড় বদলানো যায়। আদর্শ বদলানো যায় না।
    * কোভিডেও আমাদের কাজ বন্ধ হয়নি। চারিদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, পুরুলিয়ার মানুষকে বাইরে যেতে হবে। 
    * নতুন বাংলা গড়বে ছাত্র-যৌবন।
    * মায়ের পা গুলোতে প্রণাম জানাচ্ছি। ওরা অনেক দূর থেকে হেঁটে এসেছেন। 

  • * যতটা ক্ষমতা আছে করি।
    * কিছু মানুষ প্রতি সভায় এসে ঝামেলা বাধায়।
    * যতটা পারব হৃদয় নিঙড়ে নেব।
    * কিছু ঘোষণা করার আগে 
    * পুরুলিয়ায় বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা পরিকল্পনা করেছি। কোটি কোটি  টাকা খরচ হবে।
    * এখানে কর্মসংস্থান হবে। বাইরে যাঁরা রয়েছেন তাঁরা ফিরবেন।
    * বিভেদের রাজনীতি নেই।
    * জেলায় ১৯ হাজার পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে।
    * এই জেলায় শিল্প হবে। ডানকুনি-অমৃতসর প্রকল্প বিস্তার করা হবে। 
    * শিক্ষক নিয়োগ হয়েছে প্রচুর। যাঁদের বাকি তাদেরও হবে। আগামী দু-দিনের মধ্যেই ১০হাজার টাকা পৌঁছে যাবে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * ট্যাবলয়েট, স্মার্ট ফোন কিনে অনলাইন পড়াশোনা করতে পারবে। 

     

  • * এরা কখনও ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙেন। কখনও রবীন্দ্রনাথের মূর্তি ভাঙে।
    * বাংলা সম্পর্কে কিস্যু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালায়।
    * বিজেপিকে চাই না। মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। 
    * বহিরাগতদের কাছে মাথা নোয়াবেন না।
    * কাজ করুন, শুধু ধমকালে হয় না।
    * সায়নী বলে একজন মেয়ে। ধমকাচ্ছে বিজেপি, এত বড় ক্ষমতা? বাংলায় ধমকালে মুখে লিউকোপ্লাস্ট দিয়ে আটকে দেব।
    * ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। নাতনির বয়সী মেয়ে তাঁকে প্রতিদিন হুমকি দিচ্ছে। বলার অধিকার আছে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

  • সভামঞ্চ থেকে বক্তব্য রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বহিরাগত ইস্যুতে বিজেপিকে ফের তোপ দাগেন তিনি।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * লালগড়ে সেতু তৈরি করেছি। ওটা রঘুনাথ মাহতোর নামে করা হল। তাঁর জন্মদিনটিও ছুটি ঘোষণা করা হল।
    * বিরসা মুন্ডার জন্মদিনের ছুটি দিয়েছি। আদিবাসীদের পরিচিতি দেওয়া হচ্ছে।
    * বিজেপির নেতারা নির্লজ্জভাবে ভুলভাল বুঝিয়ে দিল্লি পালিয়ে গেছেন। যাকে ভোট দিয়েছেন তিনি আর আসেন না। কিছুই দেন না।
    * নির্বাচনের আগে মন্ডা-মিঠাই খাওয়াবে। আর নির্বাচনের পর চলে যাবে।
    * ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমকে কাজে লাগাচ্ছে।

  • সভামঞ্চ থেকে বলছেন শতাব্দী রায়

    * ভাবুন কী পেয়েছি, কী পাব। ওরা যা প্রতিশ্রুতি দিচ্ছে, বিভ্রান্ত হবেন না।
    * বুদ্ধি দিয়ে বিচার করে সিদ্ধান্ত নিন।
    * কেউ কোনওদিন ভেবেছিল কোনও সরকার সাধারণের দুয়ারে পৌঁছে যাবে?
    * আপনারা সুযোগ নেবেন কিন্তু ভোট দেবেন না, এটা কি বেইমানি নয়?
    * বুকে হাত দিয়ে প্রশ্ন করুন মানুষ কি উপকৃত হয়নি?
    * আমাদের নেত্রী কথা রাখেন, পাশে থাকেন।
    * একজনের বিরুদ্ধে লড়াতে কত লোক আসছে বাইরে। কেন্দ্র ভয় পায় মমতাকে।
    * সংসারে অশান্তি হয়। নিজের লোককে বকা যায়। বাইরের লোক এসে কিছু বলবে এটা হতে দেওয়া হবে না। 
    * আমাদের অভাব, অভিযোগ আমরা বলব দিদিকে। বাইরের কাউকে বলতে দিতে দেব না।

  • COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    * দেব বলে ভোট চাইনি। যা দেওয়ার আগেই দিয়েছি মানুষকে। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রাখেনি।
    * ১০০ ভাগের ১০০ ভাগ সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব আমাদের নেত্রী করেছে।

     

  • পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে আজ মমতার সভা। সেজে উঠছে সার্কিট হাউস মঞ্চে বা নেত্রীর কাছাকাছি দলের যে সব নেতারা থাকবেন, তাঁদের করোনা পরীক্ষা হয়েছে। শেষ বার মমতা পুরুলিয়া এসেছিলেন ২০১৯-এর পর আজ, পুরুলিয়ার সভামঞ্চে মমতা সালের ডিসেম্বরে। CAAর প্রতিবাদে পুরুলিয়া শহরে পদযাত্রা ও সভা তাঁর। বুধবার পুরুলিয়ার জয়পুরে পাল্টা সভা করবেন শুভেন্দুর। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসন বিজেপির দখলে ছিল। বিধানসভা ভিত্তিক ফলে শুধু মানবাজার আসন ছিল তৃণমূলের দখলে। ২০১৬-র ফলাফলের নিরিখে পুরুলিয়ার ৯টি আসনের মধ্যে ৭টি দখল করেছিল তৃণমূল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link