কোভিড আবহে ভার্চুয়াল ২১ শে জুলাই, জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে
Latest Updates
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গঙ্গার ঘাটে শহিদ তর্পন করলেন তৃণমূলকর্মীরা। রীতিমতো পুরোহিত ডেকে, মন্ত্রপাঠ করে চলল তর্পন। বাঁকুড়ার প্রতিটি বুথে লাগানো হয়েছে এলইডি টিভি।
পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে আবার করোনা বিধি ভেঙে পদযাত্রা করল তৃণমূল। শহরের ৩৪ নম্বর ওয়ার্ডে ২১ জুলাই উপলক্ষ্যে এই পদযাত্রায় অংশ নেন দলের কর্মী-সমর্থকরা।
জলপাইগুড়ির ধূপগুড়ির প্রতিটি বুথে পালিত হচ্ছে ২১ জুলাই। প্রতিটি ব্লকে দলনেত্রী ভাষণ শোনার জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে। প্রস্তুতিতে খামতি নেই মালদহেও।
দুর্গাপুরে জোরকদমে চলছে ২১ জুলাই-র প্রস্তুতি। মূল অনুষ্ঠানটি হবে কাঁকসার বামুনাড়া হাটতলায় কমিউনিটি সেন্টারে। বামুনাড়া মার্কেট কমপ্লেক্সে ও গোপালমাঠে ভার্চুয়ালি জনসভা হবে।
২১ জুলাই উপলক্ষ্যে বালুরঘাট হাইস্কুল লাগোয়া এলাকায় সাফাই অভিযান চালালেন তৃণমূল কর্মীরা। সাফাই অভিযান চলল শহরের থানা মোড় এলাকায়ও।
হুগলিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি শেষ পর্যায়ে। জেলায় আশিটিরও বেশি জায়গায় জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ। সকালে দলীয় কার্যালয়ে শহিদদের শ্রদ্ধা জানান তৃণমূল নেতা-কর্মীরা।
২১ জুলাই-এ শহিদ স্মরণ নদিয়ার কৃষ্ণনগরে। শহরের পোস্ট অফিস মোড়ে তৈরি করা হয়েছে অস্থায়ী শহিদ বেদি। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি
পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথিতে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করেছেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। জেলার সর্বত্রই একুশে জুলাইয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।
ঝাড়গ্রামে একুশে জুলাই পালন করলেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। অনুষ্ঠানে দলবদল করলেন চন্দ্রী, সাঁকরাইল, বেলিয়াবেড়া এলাকার বিজেপি নেতা-কর্মীরা। সাঁকরাইলে খোলা হল নতুন দলীয় কার্যালয়।