Live: একজনেরই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট: শুভেন্দু

Sun, 27 Dec 2020-5:45 pm,

Latest Updates

  • কী করে ডায়মন্ড হারবারে জিতেছিল বাংলার মানুষ জানেন। বুথের সামনে জেহাদিদের বসিয়ে রেখেছিল। আমি ডায়মন্ড হারবারের সভা করব। দলের বুথ সভাপতিকে বলেছি। 

  • মোদিজিকে রাজ্যটা না দিতে পারলে রাজ্যটা বাঁচবে না, বাংলা ও দিল্লিতে একই দলের সরকার চাই।

  • পশ্চিম মেদিনীপুরের মাটি বিজেপির দুর্জয় ঘাঁটি

  • কলকাতা ও দিল্লিতে একই সরকার হবে।

  • এখানে দেড় জনের সরকার। একজনেরই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট।

  • কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ভোট হবে

  • যাঁরা মেদিনীপুরকে বিশ্বাসঘাতক বলছেন, তাঁদের শিক্ষা দিন

  • আমরা বানের জলে ভেসে এসেছে? সব মন্ত্রী কলকাতার

  • এ লড়াই গ্রামের লড়াই, এ লড়াই জেলার লড়াই

  • দাঁতনে শুরু হাইভোল্টেজ। বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। 

  • ১১ সালের পর তৃণমূল করতে এসেছে। ডায়মন্ড হারবারে সভা করে বলছে, নাড্ডাজির সভায় কম লোক এসেছে। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল। ওটা কর্মিসভা ছিল। আমাকে ডাকুন, লোক দেখিয়ে দেব। ১৬০০ বুথের মধ্যে ৩০০ বুথে জিতে তিন লক্ষ ব্যবধান হয়েছে। মনোনয়ন জমা দিতে পারেনি কেউ। সব অফিসের বাইরে জিহাদিরে বসিয়ে রেখেছিল।             

  • মন্ত্রিসভায় দক্ষিণ কলকাতার কয়েকজনের কুক্ষিগত। এ লড়াই গ্রামের লড়াই। হাওড়া ৫০০ বছরের প্রাচীন আমি বলব সঙ্গ দিন। উত্তর কলকাতাকে বলব আপনারা বাটখারা মন্ত্রী পেয়েছেন। সঙ্গ দিন। 

  • সিআরপিএফ ভোট করবে। আমাকে ভয় দেখাবেন না। 

  • তৃণমূলের এখন সাংসদ বলছেন, মেদিনীপুরে বিশ্বাসঘাতকের জন্ম হয়। আমি বলছি মেদিনীপুরে বর্ণপরিচয়ের জন্ম। মেদিনীপুরে ক্ষুদিরামের জন্ম হয়েছিল। মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার জন্ম হয়। তাম্রলিপ্ত সরকার হয়েছিল মেদিনীপুরে।    

  • আজ সাড়ে তিন কিলোমিটার জনজোয়ার করে দিয়েছেন। এ তো ট্রেলার। সিনেমা এখনও বাকি। প্রধানমন্ত্রীর বাড়ি। লিখছে বাংলা আবাস যোজনা। ভিতরে ছিলাম, দেখে ঘেন্না হয়ে গিয়েছে। কীভাবে কেন্দ্রের প্রকল্পগুলির নাম পরিবর্তন করেছে। 

  • দাঁতনে সভাস্থলে বিপুল জনসমাগম। ভিড় করেছেন বহু মানুষ।

  • তৃণমূলকে কী বার্তা দেবেন শুভেন্দু, নজর সেদিকেই। আগামীকাল দাঁতনে তৃণমূলের পাল্টা সভা। 

  • আর কিছুক্ষণের অপেক্ষা। মিছিল করে সভাস্থলে পৌঁছবেন শুভেন্দু।

  • দাঁতনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। মিছিলে উপচে পড়েছে ভিড়।

  • দাঁতনে শুভেন্দু অধিকারীর সভা। এলাকায় পৌঁছলেন তিনি। স্থানীয় কালীচণ্ডী পেট্রল পাম্প থেকে মিছিলের প্রস্তুতি। মিছিল করে সভাস্থলের দিকে যাবেন শুভেন্দু। জনসভা হবে দাঁতনের সরাইবাজার বাসস্ট্যান্ডে। ১৯ ডিসেম্বরে মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু যোগ দেন বিজেপিতে। দলবদলের পর একের এক সভা করছেন তিনি। প্রতিটি সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করছেন তৃণমূলকে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

     

  • রবিবার মেগা লড়াই। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। দাঁতনে সভা শুভেন্দু অধিকারীর।    

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link