Live: কলকাতা-দিল্লিতে একই দলের সরকার হবে, বেকারদের কর্মসংস্থান হবে : Suvendu
Latest Updates
শুভেন্দুর বক্তব্য শেষে শুরু হয় পুরুলিয়া বিজেপিতে যোগদান পর্ব।
* ১৮ তারিখ তৃণমূলের মালকিন আসছেন। হয়তো মিথ্যাশ্রী-কুত্সাশ্রী দেবেন : Suvendu
শুভেন্দু আরও বলেন-
* এখানে বিজেপি আসছে, বিজেপি আসবে। আমরা সোনার বাংলা গড়ব।
* লালমাটির দিলীপ ঘোষ আর জঙ্গলমহলের শুভেন্দু হাত মিলিয়েছি। আমরা জিতব।
* মোদিজীর হাতে বাংলাকে তুলে দিতে হবে। বিধানসভা ভোটে তুলে দিতে হবে।
শুভেন্দু বলেন-
* কলকাতা ও দিল্লিতে একই দলের সরকার চাই। একই দলের সরকার না হলে বেকারদের কর্মসংস্থান হবে না। পুরুলিয়ায় ৯-০ হবে।
* এখন তো বলছে কিসান নিধি প্রকল্প চালু করব! এখন যমের দুয়ারে সরকার। কেউ কি আদৌ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিতসা পেয়েছেন?
* ভোটের পর আয়ুষ্মান ভারত চালু হবে। আয়ুষ্মান ভারত নিয়ে মুম্বইয়ের টাটা মেডিক্যালে চিকিতসার সুযোগ পাবেন।
৩ কিলোমিটার ব্য়াপী দীর্ঘ মিছিল। হাজার হাজার মানুষ হেঁটেছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে পথসভা করছি। সবাই আশীর্বাদ করেছেন: Suvendu
সভায় বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী-
* রঘুনাথপুররে আইসিকে সিবিআই ডেকেছে। পুরুলিার এসপি-র নামও লালার কম্পিউটারে আছে
* এই মিটিংগুলো দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই গাড়ি ঢুকিয়ে সভা ভন্ডুলের চেষ্টা
* আমরা পুলিসের অনুমতি নিয়ে এসেছি। স্থানীয় পুলিসকে দেখা যাচ্ছে না
পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় গন্ডগোল, উত্তেজনা। সভাস্থলে একটি গাড়ি ঢুকে পড়ে। গাড়িটিতে ভাঙচুর চালায় সভায় উপস্থিত জনতা। যা ঘিরে খানিক গন্ডগোল হয়। তারপর গাড়িটি কোনওভাবে বেরিয়ে যায়। কার গাড়ি, কীভাবে ঢুকল এখনও জানা যায়নি। এই ঘটনায় পুলিসকে কড়া আক্রমণ করেন শুভেন্দু। পুলিস তার দায়িত্ব পালন করেননি বলে তোপ দাগেন।
কাশীপুর ন'পাড়া এলাকা থেকে শুরু হয়েছে রোড শো। রোড শোয়ের পর কাশীপুর মোড় এলাকায় হবে সভা। এদিন রোড শোয়ের আগেই তৃণমূলকে নিশানা করে শুভেন্দু অধিকারী তোপ দাগেন, "পুলিসকে কাজে লাগানো হচ্ছে।" একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, "মধ্যরাতে গণনায় কারচুপি করেছে TMC। কীভাবে পঞ্চায়েতের ক্ষমতা দখল করেছে তৃণমূল, তা জানি।"
রোড শোয়ে অংশ নেওয়ার আগে এদিন শুভেন্দু Zee ২৪ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাতকারে অভিযোগ করেন, "প্রশাসনকে ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে। মিথ্যে মামলা দিচ্ছে। আমি জানি এগুলো। খুব নিন্দনীয় ঘটনা। গত ভোটে মানুষ দুহাত তুলে পদ্মফুলে ভোট দিয়েছেন। আগামীতেও দেবেন। মানুষ এখানকার বিধায়ককে দূরে সরিয়ে দিয়েছেন। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত নিজের লোককে বসিয়ে রেখেছেন বিধায়ক। আদর্শ নির্বাচনী বিধি চালু হলে বিধায়ক হয়তো প্রচারে বেরতে পারেন, কিন্তু তাঁর প্রচারে কোনও লোক থাকবে না।"
১৯ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা পুরুলিয়ায়। তার আগেই আজ পুরুলিয়ায় শক্তিপরীক্ষা শুভেন্দু অধিকারীর। আজ পুরুলিয়ায় রোড শো করছেন শুভেন্দু অধিকারী। রোড শো-র পর সভা করবেন শুভেন্দু অধিকারী।