হুগলিতে তৃণমূল শূন্য পাবে, উনিশে হাফ একুশে সাফ : Suvendu Live
Latest Updates
সিঙ্গুরের মাস্টারমশাই বেসুরে গাইছেন। মাস্টারমশাইয়ের ছেলে তুষার রোজ আমাকে মেসেজ করছেন। দাদা আমি বিজেপি করব। আর কেউ না করুক। : শুভেন্দু
কোথাও পঞ্চায়েত ভোট হতে দেয় না : শুভেন্দু
৪ বছরে ছাত্র সংসদের ভোট করতে দেয়নি : শুভেন্দু
স্বজনপোষণ করে রাজ্যে গণতন্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে : শুভেন্দুদুয়ারে সরকার নয়, যমের দুয়ারে সরকার : শুভেন্দু
বাংলায় আয়ুষ্মান ভারত চালু হতে দেয়নি : শুভেন্দুসাড়ে ৫ লাখ চাকরি তুলে দিয়েছে সরকার : শুভেন্দু
এই সরকারকে তাড়াতে না পারলে বেকারদের চাকরি হবে না : শুভেন্দুদিল্লি আর কলকাতায় একই দলের সরকার থাকতে হবে। না হলে শিল্প হবে না, বেকারের কাজ হবে না। তাই দিল্লি আর কলকাতায় একই দলের সরকার হতেই হবে। : শুভেন্দু
তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় আর ম্যানেজিং ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তোলাবাজ ভাইপো : শুভেন্দু
স্বাস্থ্যসাথীর কার্ড সব ধাপ্পাবাজ। বলছে, দাঁত তুলতে ২৫০ টাকা দেব। কিডনি বদলাতে ২৪০০ টাকা দেব : শুভেন্দু
তৃণমূল সরকারকে বাঁচাতে পারে এমন কোনও ওষুধ আর নেই : শুভেন্দু
"বিনয় মিশ্র ভিতরে ঢুকবেন। আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো", বিস্ফোরক শুভেন্দু
"রাজীব, প্রবীর দুজনেই বেসুরো বলে শুনছি", বললেন শুভেন্দু। সরাসরি "তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি' ছেড়ে দেওয়ার আহ্বান শুভেন্দুর।
"আমি মাননীয়াকে বলেছি দুটো কেন্দ্রে দাঁড়াতে দেব না। একটাতেই দাঁড়াতে হবে। শুধু নন্দীগ্রামে লড়তে হবে। বিজেপির প্রার্থী যেই হোক, মমতাকে হাফ লাখ ভোটে হারাব। আমি নন্দীগ্রামটা বুঝে নেব। আপনারা চন্দননগরটা বুঝে নিন" : শুভেন্দু
"নন্দীগ্রামে গিয়ে বলছেন, নন্দীগ্রাম আমার মেজ বোন। তারপরে বলছেন ভবানীপুর আমার বড় বোন। মাথা কাজ করছে না, কোনও হিসেব মিলছে না। এরপর ঝাড়গ্রামে গিয়ে বলবেন, নেতাই আমার ছোট বোন।" : শুভেন্দু
১৬টা মেশিন গুনতে দেয়নি। আরামবাগ বিজেপি জিতেছে : শুভেন্দু
"এখানকার যিনি ছিন্নমূল বিধায়ক আছেন, গায়ক-গায়িকাদের কাছ থেকে কাটমানি নেন।" ইন্দ্রনীলকে 'ছিন্নমূল বিধায়ক' বলে কটাক্ষ শুভেন্দুর। বললেন, "জলের আকার, বাটিতে বাটি, ঘটিতে ঘটি, এখানকার বিধায়ক হচ্ছে তাই। যখন যে দল ক্ষমতায়, তখন তার সঙ্গে থাকেন।"
আমি ব্যক্তিগতভাবে মানি বুদ্ধদেব ভট্টাচার্য ভালো লোক ছিলেন, ওনাকে ডুবিয়েছেন লক্ষ্মণ শেঠরা : শুভেন্দু
সাংসদ অর্জুন সিং তোপ দাগেন, "এখানকার পুলিস কমিশনার হুমায়ুন কবীরের স্ত্রী এখন তৃণমূলের ভোটে লড়ার ধান্দায় আছেন। এখানকার বিধায়ক ইন্দ্রনীল সেন এখানে আসেন শুধু তোলাবাজি করতে।"
চন্দননগর সার্কাস মাঠে বিজেপির সভা শুরু।
বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের তরফে এধরনের স্লোগান, শব্দবন্ধ সমর্থন করা হচ্ছে না। ভবিষ্যতে যেন এধরনের স্লোগানের পুনরাবৃত্তি না হয়, তা দল নজরে রাখবে।
বিজেপির মিছিলে স্লোগান বিতর্ক। এদিন চন্দননগরে বিজেপির মিছিলে স্লোগান উঠল, "তৃণমূলকে গদ্দারো কো, গোলি মারো সালো কো, হাম সে যো টকরায়েগা, চুর চুর হো জায়েগা।" সুরেশ সাউ বলে এক বিজেপি নেতা এই স্লোগান দেন।
অশান্তির আশঙ্কা থাকলেও নির্বিঘ্নেই লক্ষ্মীগঞ্জ বাজার পেরল বিজেপির মিছিল।
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়ার ঘোষণাকে ফের কটাক্ষ। রাজনৈতিক অস্থিরতায় ভুগছেন তৃণমূল নেত্রী। বললেন শুভেন্দু।
সরাসরি বার্তা দিলেন বেসুরো বিধায়ক প্রবীর ঘোষালকেও। বললেন, "প্রবীর ঘোষালকে বলব, মুখ না খুলে সিদ্ধান্ত নিতে। কোম্পানির কর্মচারী হয়ে থাকবেন, নাকি রাজনৈতিক কর্মী হবেন, সেটা ওনাকেই ঠিক করতে হবে।"
মাওবাদী ও বিচ্ছিন্নবাদীদের দেশজুড়ে জব্দ করেছেন মোদী। এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী, একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আগে দেখিনি : Suvendu
বিজেপি কর্মী, সমর্থকরা রাস্তায় নেমেছে। চন্দননগরে অল্প কিছু গ্যাপ ছিল আমরা মেকআপ করে দিয়েছি। হুগলিতে শূন্য পাবে তৃণমূল। উনিশে হাফ একুশে সাফ। আমাকে আটকে রাখা যাবে না : Suvendu
আজ হুগলির তালডাঙরায় শুভেন্দু অধিকারীর রোড শো। উপস্থিত আছেন আরও ৩ বিজেপি সাংসদ। উপস্থিত আছেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত। রোড শো ঘিরে বিশাল উদ্দীপনা বিজেপি কর্মীদের মধ্যে। রোড শোয়ে অংশ নিচ্ছে বিশাল বাইক মিছিল। তালডাঙরা মোড় থেকে জিটি রোড ধরে সার্কাস মাঠ পর্যন্ত যাবে এই রোড শো। তবে রাস্তায় অশান্তির আশঙ্কা রয়েছে। কালো পতাকা নিয়ে জমায়েত করেছে তৃণমূল কর্মী, সমর্থকরা।