লক্ষ্য দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য, বৈঠকে মুখ্যমন্ত্রী
Latest Updates
১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ
৬৪ লাখ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে
৩,৮১,৬০৪ জন পরিযায়ী শ্রমিককে নতুন জব কার্ড দেওয়া হয়েছে।
রাজ্যে ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে।
করোনা ভ্যাকসিন দেওয়া হবে সমস্ত পুরকর্মীদের। চিঠি দিয়ে তাদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব পুরসভায় এই চিঠি যাচ্ছে।
'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান নামে ২টি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
'চোখের আলো' প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০,০০০-এর বেশি চশমা বিতরণ কর্মসূচির এদিন সূচনা করলেন মুখ্যমন্ত্রী
রাজ্য সরকারের প্রকল্প 'চোখের আলো'
রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যসাথীর আওতায় এলে খুশি হব : Mamata
স্বাস্থ্যসাথীর পুরো টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে : Mamata
৫ লাখ টাকার স্বাস্থ্যবিমায় মানুষ বেসরকারি হাসপাতালে চিকিতসা করাতে পারবেন : Mamataসবাইকে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে : Mamata
সবুজ সাথী প্রকল্পে এক কোটিরও বেশি সাইকেল দেওয়া হয়েছে : Mamataমুখ্যমন্ত্রী বলেন-
দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাড়া রাজ্য জুড়ে।
বিনামূল্যে রেশনে ৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
পরিবারে যতজন সদস্য থাকবে, প্রত্যেকে ৫ কেজি করে চাল পাবেন।
লক্ষ্য দুয়ারে সরকার ও পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির সার্বিক সাফল্য। নবান্নে ফের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যের সব জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মসূচিকে মানুষের কাছে নির্বিঘ্নে পৌঁছে দিতেই এই প্রশাসনিক বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' নামে দুটি বই প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী