WB Assembly Election 2021: Amit Shah Live: আগামী ২ মে বেলা ২টোয় বিদায় নেবেন দিদি

Fri, 02 Apr 2021-2:09 pm,

রাজ্য বিধানসভা নির্বাচনে ফের প্রচারে অমিত শাহ। কোচবিহারের শীতলকুচির জনসভায় বক্তব্য রাখছেন শাহ।

নিজস্ব প্রতিবেদন: রাজ্য বিধানসভা নির্বাচনে ফের প্রচারে অমিত শাহ। কোচবিহারের শীতলকুচির জনসভায় বক্তব্য রাখছেন শাহ।

Latest Updates

  • রেডিওর একটি চ্যানেল হবে নেপালি ভাষায়।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ১৩ কোটি গরিবের ঘরে গ্যাস সিলিন্ডার দিয়েছেন, ৫ কোটি ঘরে বিদ্যুত দিয়েছেন। 

    এতদিনে আপনারা ১৮,০০০ কোটি টাকা পেয়ে যেতেন। কিন্তু দিদি তা পেতে দেন নি।

    আপনারা অনুপ্রবেশকারীদের বিপক্ষে নাকি পক্ষে? দিদি অনুপ্রবেশকারীদের রুখবেন না। শরনার্থীদের সম্মানের সঙ্গে নাগরিকত্ব দেওয়া হবে।

    গোর্খা ও রাজবংশীদের কল্যানের সরকার বানাতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে।

    একটা গোপন কথা বলে যাচ্ছি, দিদি নন্দীগ্রামে হারছেন।
     

  • উত্তরবঙ্গে একটি চা পার্ক হবে। চা কর্মী, সিঙ্কোনা কর্মীদের জমির পাট্টা দেওয়া হবে।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    এই বাজেটে উত্তরবঙ্গের জন্য ১০০০ কোটি টাকার ফান্ড তৈরি করছেন। 

    আলিপুরদুয়ার  কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূর। দিদির কাছে তা ৭০০০ কিলোমিটার দূরে। এবার উত্তরবঙ্গের চিন্তা বিজেপি করবে। এখানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয়, এইমস তৈরি করবে।

  • ২ মে গণনা শুরু হবে। ১২টায় বিজেপি সংখ্যগরিষ্টতা পাবে। ২টোয় দিদির বিদায়। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    এখানে বিজেপির সরকার হবে। উত্তরবঙ্গের সব সমস্য়ার সমাধান হবে। 

    দুদফার ৬০ আসনের মধ্যে ৫০টি আসন পাবে বিজেপি। উত্তরবঙ্গে ৫০ আসন পাবে বিজেপি।

    খেলা হবে! যে খেলাই হোক বিজেপি যে কোনও চ্যালেঞ্চ নিতে পারে। দুদফায় দিদির গুন্ডাদের তাড়িয়েছে বিজেপি কর্মীরা।

  • পঞ্চানন বর্মাকে প্রণাম। 

    উত্তরবঙ্গের জন্য মমতা কিছুই করেননি। গোর্খা ভাইদের উপরে অত্যাচারের কাজ করেছেন।

  • কালচিনির সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ

  • সভা শেষ 

  • সিন্ডিকেট, দুর্নীতি বন্ধ করে দেওয়া হবে। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    উত্তরবঙ্গের বড় সমস্যা অনুপ্রবেশ। সরকার গঠন হলেও বিএসএফের সঙ্গে বসে একশো শতাংশ অনুপ্রবেশ বন্ধ করে দেওয়া হবে। 

    বাংলায় ২ দফার ভোটের উপরে নজর রেখেছিলেন তো? কী হয়েছে বলুন তো! মোট ৬০ আসনের মধ্যে ৫০ এর বেশি আসনে জিতছে বিজেপি। 

    আপনার যাওয়ার সময়ে এসেছে দিদি। নন্দীগ্রামে আপনি হারবেন। 

    নন্দীগ্রামে হারবেন দিদি।  উত্তরবঙ্গের একটা সিটও যেন দিদি কাছে না যায়। সব আসন মোদীর হাতে তুলে দিন। 

  • বাড়ি বানাবেন আপনি। সিমেন্ট চান, বালি চান, ইট চান? কাটমানি দিতে হবে।  ২ মে-র পর কোনও কাটমানি থাকবে না। কাটমানির কারবারিদের জেলে ভরা হবে।

     

  • ১০,০০০ কোটি টাকা ব্যায়ে রাজ্যে তৈরি হবে স্বাস্থ্য পরিকাঠামো। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    রাজ্যে কেজি থেকে পিজি পর্যন্ত বিমা খরচে শিক্ষা মহিলাদের। বিজেপি ক্ষমতায় এসে বিনা খরচে যাতায়াত করতে পারবেনমহিলারা।

    থ্রি T মডেলে রাজ্য চালান দিদি। একটি হল তানাশাহি, দ্বিতীয় তোবাবাজি এবং তৃতীয় তুষ্টিকরণ। 

    অন্যদিকে মোদীজি ৩ V মডেলে সরকার চালান।  একনম্বর  হল বিকাশ, দ্বিতীয় বিশ্বাস ও তৃতীয় ব্যাপার(ব্যবসা)।

    বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মোদীজি। 

    সবাই আপনারা দিদিকে জানানে।ওঁর মনে একটাই কথা। উনি  ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান।

    দিদি ভাইপো কল্যাণে বিশ্বাস করেন। আর মোদীজি উত্তরবঙ্গের কল্যাণে বিশ্বাস করেন। ভাইপোরে কল্যাণকারীকে কি ভোট দেবেন?

  • ১০,০০০ কোটি টাকা ব্যায়ে রাজ্যে তৈরি হবে স্বাস্থ্য পরিকাঠামো। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    রাজ্যে কেজি থেকে পিজি পর্যন্ত বিমা খরচে শিক্ষা মহিলাদের। বিজেপি ক্ষমতায় এসে বিনা খরচে যাতায়াত করতে পারবেনমহিলারা।

    থ্রি T মডেলে রাজ্য চালান দিদি। একটি হল তানাশাহি, দ্বিতীয় তোবাবাজি এবং তৃতীয় তুষ্টিকরণ। 

    অন্যদিকে মোদীজি ৩ V মডেলে সরকার চালান।  একনম্বর  হল বিকাশ, দ্বিতীয় বিশ্বাস ও তৃতীয় ব্যাপার(ব্যবসা)।

  • উত্তরবঙ্গে অন্নদাতা ফুডপার্ক তৈরি করব। হর্টিকালচার গার্ডেন তৈরি করব। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    আড়াই কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক তৈরি করব। 

    ৫০০ কোটি টাকা খরচ করে কোচবিহারের রাস মেলাকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করা হবে।

    অসুখ করলে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় চিকিত্সা করতে যেতে হয়। আমরা ঠিক করেছি, কোচবিহারে একটি এইমস তৈরি করা হবে।  

  • নিশীথ প্রমাণিক প্রায়ই বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবুন। আপনারা বলুন অনুপ্রবেশকারীদের নিয়ে আপনাদের চিন্তা হয় কিনা?

    আপনারা বলুন, মমতা দিদির সরকার হলে কি অনুপ্রবেশ বন্ধ হবে? একমাত্র বিজেপিই অনুপ্রবেশ রুখতে পারে। আপনাদের নিশ্চিন্ত করছি মানুষ তো দূরের কথা পাখিও যাতে সীমান্ত পেরিয়ে ঢুকতে না পারে তার ব্যবস্থা করব। 

  • এখানে একটাও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেই। আমরা ঠিক করেছি ক্ষমতায় এলে এখানে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। চা বাগান, সিঙ্গোনা চাষীদের জমি দেওয়া হবে ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে।

    নিশীথ প্রমাণিক প্রায়ই বলেন, অনুপ্রবেশকারীদের নিয়ে ভাবুন। আপনারা বলুন অনুপ্রবেশকারীদের নিয়ে আপনাদের চিন্তা হয় কিনা?

  • নারায়ণী সেনা যারা উত্তরবঙ্গরে এতদিন রক্ষা করে চলেছে তাদের স্মরণে একটি ব্যাটালিয়ান বানাব। সেখানে থাকবেন রাজবংশী সমাজের মানুষজন। নারায়ণী সেনাকে আগামী একশো বছর দেশ যাতে না ভোলে তার ব্যবস্থা করব।

  • বিজেপি সরকার তৈরি হলেই উত্তরবঙ্গের বিকাশ হবে। আমরা সংকল্পপত্রে বলেছি, ক্ষমতায় এলেই উত্তরবঙ্গ বিকাশ বোর্ড গড়ব। প্রতিবছর ২০০০ কোটি টাকা দেওয়া হবে। 

  • চিন্তা করবেন না। ২ মে দিদি যাচ্ছে, উত্তরবঙ্গের আচ্ছে দিন আসছে।

  • এখানে তামাকের দাম যাতে বেশি মেলে তার জন্য কিছুই করেননি দিদি। 

    শীতলকুচিতে  রাস্তা তৈরির জন্য ২২ কোটি টাকা দিয়েছিল মোদী সরকার। সেই রাস্তা তৈরি হয়েছে? হয়নি। কারণ দিদি চান না রাজবংশী যুবকরা তাদের পত্নিদের বাইকে চাপিয়ে ওই রোডে যাতায়াত করেন।
     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link