WB Assembly Election 2021 LIVE: আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: মমতা

Thu, 18 Mar 2021-3:27 pm,

Latest Updates

  • খড়্গপুরের কলাইকুণ্ডায় মমতা

    * আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে
    * আমি না বেরোলে বাংলাকে বিজেপি দখল করে নেবে
    * রেলকর্মীদের আবেদন বিজেপিকে ভোট না
    * দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার
    * প্রচুর যুবকদের কর্মসংস্থান হবে
    * কেন্দ্রীয় বাহিনীকে নিস্ক্রিয় করে রাখা যাবে না 
    * বিজেপিকে বাংলা দখল করতে দেওয়া যাবে না

  • কেশিয়াড়িতে সভা মমতার

    * সব এই দিদি করে দিয়েছে।
    * বিজেপি ভাওতাবাজির সরকার।
    * ধর্ম-বর্ণ নির্বেশেষে সব বিধবারা ভাতা পাবেন।
    * শিক্ষকদের আসন দ্বিগুন করে দেব।
    * ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করব।
    * আমি বাংলায় NPR করতে দিইনি।

  •  যদি কেউ বাসে করে লোক, গুন্ডা এনে ভয় দেখায় তাদের ভয় পাবেন না। 
    * সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদ।
    * লুটেরা বাহিনীকে রুখতে হবে।
    * আমরা অনেক লড়াই করেছি, তাই ভয় দেখাবেন না। 

  • * ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হবে। 
    * ওরা পচা বিজেপি, জঞ্জালের পার্টি।
    * জোড়া ফুলকে ভোট দেবেন। 
    * ৪০ শতাংশ বেকারত্ব, দারিদ্রতা কমিয়েছি। অনেক শিল্প হবে। 
    * এমন কোনও জায়গা নেই করিনি। 
    * বিনা পয়সায় বাড়ি দিই। আরও ২৫ লক্ষ বাড়ি করে দেব।
    * জলের ব্যবস্থা করছি।
    * কুরমি, বাউরি, বাগদী সবাই আমার ভাই-বোন
    * আমি আপনাদের পাহাড়াদার
    * আমি ৩০০ ট্রেন ভাড়া করে পরিযায়ীদের নিয়ে এসেছি

  • * গনগনিকে ঢেলে সাজানো হয়েছে
    * মেয়েরা ৫০০টাকা করে হাত খরচা পাবে। নতুন স্কিম হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link