WB Assembly Election 2021 LIVE: আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: মমতা
Latest Updates
খড়্গপুরের কলাইকুণ্ডায় মমতা
* আমার পা উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে
* আমি না বেরোলে বাংলাকে বিজেপি দখল করে নেবে
* রেলকর্মীদের আবেদন বিজেপিকে ভোট না
* দুঃসহ গরমের থেকেও দুঃসহ অত্যাচার
* প্রচুর যুবকদের কর্মসংস্থান হবে
* কেন্দ্রীয় বাহিনীকে নিস্ক্রিয় করে রাখা যাবে না
* বিজেপিকে বাংলা দখল করতে দেওয়া যাবে নাকেশিয়াড়িতে সভা মমতার
* সব এই দিদি করে দিয়েছে।
* বিজেপি ভাওতাবাজির সরকার।
* ধর্ম-বর্ণ নির্বেশেষে সব বিধবারা ভাতা পাবেন।
* শিক্ষকদের আসন দ্বিগুন করে দেব।
* ৫ লক্ষ নতুন কর্মসংস্থান করব।
* আমি বাংলায় NPR করতে দিইনি।যদি কেউ বাসে করে লোক, গুন্ডা এনে ভয় দেখায় তাদের ভয় পাবেন না।
* সিপিএমের হার্মাদরাই বিজেপির ওস্তাদ।
* লুটেরা বাহিনীকে রুখতে হবে।
* আমরা অনেক লড়াই করেছি, তাই ভয় দেখাবেন না।* ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হবে।
* ওরা পচা বিজেপি, জঞ্জালের পার্টি।
* জোড়া ফুলকে ভোট দেবেন।
* ৪০ শতাংশ বেকারত্ব, দারিদ্রতা কমিয়েছি। অনেক শিল্প হবে।
* এমন কোনও জায়গা নেই করিনি।
* বিনা পয়সায় বাড়ি দিই। আরও ২৫ লক্ষ বাড়ি করে দেব।
* জলের ব্যবস্থা করছি।
* কুরমি, বাউরি, বাগদী সবাই আমার ভাই-বোন
* আমি আপনাদের পাহাড়াদার
* আমি ৩০০ ট্রেন ভাড়া করে পরিযায়ীদের নিয়ে এসেছি* গনগনিকে ঢেলে সাজানো হয়েছে
* মেয়েরা ৫০০টাকা করে হাত খরচা পাবে। নতুন স্কিম হবে।