Wb assembly election 2021 Live: মালদহের ১৫ জন তৃণমূল সদস্যের বিজেপিতে যোগদানের সম্ভাবনা
Latest Updates
ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী Naredra Modi। নির্বাচনী প্রচারের কারণেই রাজ্য আসতে পারেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবর জানা গিয়েছে ১৮ মার্চ ও ২০ মার্চ আসতে পারেন প্রধানমন্ত্রী । ১৮ মার্চ পুরুলিয়া ও ২০ মার্চ কাকদ্বীপে নির্বাচনী প্রচার সভা করার সম্ভাবনা রয়েছে।
মালদায় আসন নিয়ে ক্ষোভ। তৃণমূল কংগ্রেসে ভাঙন রুখতে জরুরি বৈঠকের ডাক মৌসম নূরের।
সরলা মুর্মুর বিজেপিতে যোগদানের আগেই তৃণমূলের প্রার্থীবদল। সরিয়ে দেওয়া হল সরলা মুর্মুকে। সেই জায়গায় ( মালদহের হবিবপুরে) প্রার্থী হচ্ছে প্রদীপ বাস্কে। জানা গিয়েছে, তৃণমূলের একাধিক সদস্য প্রায় ১৫ জন বিকেল ৪ টের সময় বিজেপিতে যোগদান করতে পারে। সেক্ষেত্রে জেলা পরিষদ হাত ছাড়া হওয়ার আশঙ্কা থেকে যায়।
অবশেষে নির্বাচনের প্রতীক পেল ISF। কাল ফুরফুরা শরিফ থেকে লোগোর আনুষ্ঠানিক প্রকাশের সম্ভাবনা রয়েছে। এই প্রতীক পাওয়া যাচ্ছিল না বলে একটা জট তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চার মধ্যে।
সোমবার ফের সারদাকাণ্ডের তদন্তে তলব তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন সকাল ১১ টায় ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। প্রায় ১ বছরের মাথায় ফের জেরা করা হবে তাঁকে। ইডি সূত্রে দাবি, সারদাকাণ্ডের তদন্তে একাধিক তথ্য হাতে এসেছে। সেই নিয়েই তাঁকে জিজ্ঞাসা করা হবে। জানা গিয়েছে, নতুন অফিসার আসতেই এই জেরা ।