WB Assembly Election 2021 LIVE: দিল্লির পুলিস গিয়ে বয়ালে ছাপ্পা মেরেছে: মমতা
Latest Updates
* সংখ্যালঘু ভাইদের থেকে একটা পচা ছেলে বেরিয়েছে, বিজেপির টাকা নিচ্ছে : মমতা
* হায়দরাবাদ থেকে এল গাই, সাথে এল বোকা ভাই।
* সংখ্যালঘুর ভোট কাটতে সবাইকে উসকে দিচ্ছে।
* ভোটের সময়ে বেরিয়ে বড্ড বেশ সাম্প্রদায়িকতা দেখাচ্ছে।
* আপনাদের দেখার দায়িত্ব আমার। আমি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না।
* নন্দীগ্রামের গদ্দার, মিরজাফর। ওখানে সবাই কাঁদছে।খানাকুলে জনসভায় মমতা
* বাংলাদেশে গিয়েও গন্ডগোল বাঁধিয়েছে।
* এজেন্ট নেই ধার নিচ্ছে।
* ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখায়।
* দিদি বিনা পয়সায় চাল দিচ্ছে। আর গ্যাসের দাম ৯০০টাকা।
* বলুন আমার ক্যাশ চাই না গ্যাস চাই।
* টাকা নিলেও বলুন ভোট দেব না।
* চালাকি করে বিজেপি ভোট মেশিন খারাপ করে দিচ্ছে।
* কেউ বিক্রি হবেন না। হলে আমি ধরে ফেলব।* ভোটের আগে ভয় দেখাচ্ছে। ভয় কিসের? যেখনে যেখানে এজেন্ট দিতে পারবেন না। আমি মহিলাদের পাঠব। দেখি কে ঝামেলা করে, ভয় দেখায়