Bengal 7th Phase Vote 2021 Live: ভোট দিলেন ভবানীপুরের ভোটার Mamata
Latest Updates
বিকেল সাড়ে পর্যন্ত বিভিন্ন জেলায় ভোটের হার
দক্ষিণ দিনাজপুর-৮০.২১ শতাংশ
মালদহ-৭৮.৭৬ শতাংশ
মুর্শিদাবাদ-৮০.৩০ শতাংশ
কলকাতা দক্ষিণ-৫৯.৯১ শতাংশ
পশ্চিম বর্ধমান-৭০.৩৪ শতাংশ
রাজ্যে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট পড়ল ৭৫.০৬ শতাংশ।
মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য নিয়ে সরব হলেন বিজপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, খুনের মামলা রুজু হলে তা কমিশন বুঝবে। আদালতের তরফে যে মন্তব্য করা হয়েছে তাতে মনে হচ্ছে বিচারপতি অপ্রকৃতিস্থ। বিচারপতির পশ্চিমবঙ্গের সঙ্গে যোগ রয়েছে বলে এসব মন্তব্ করছেন। এখানে কোথায় কোভিড বেড, কোথায় আইসিইউ, কোথায় ওষুধ!
ওই মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, হাইকোর্টের পর্যবেক্ষন সঠিক। কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে সব নির্দেশ দিয়েছিল তা মেনে চলা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে কেন্দ্র ও রাজ্যের শাসক দল সেইসব বিধিনিষেধ অবজ্ঞা করছে। কেউ কোনও কথা শোনে না। এক্ষেত্রে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলির সঙ্গে একইরকম দায়ী নির্বাচন কমিশন।
ফরাক্কায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
গুরুতর আহত হয়েছেন তৃণমূল কর্মী ও ফারাক্কা নিমতলা এলাকার পঞ্চায়েত সদস্যের শশুর জন্মেজয় মন্ডল। অভিযোগ, বিজেপির বেশ কিছু কর্মী তিন নম্বর বুথের সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় ফাঁকা মাঠে। মাঠে নিয়ে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়৷ চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নিয়ে আসে। আহতের ছেলের অভিযোগ, তৃণমূল করায় তার বাবাকে বিজেপির লোকজন প্রানে মারার চেষ্টা করে।দুপুর 3টে পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৬৭.২৭%
দক্ষিণ দিনাজপুর -৭২.৫৮%
মালদা -৭০.১৪%
মুর্শিদাবাদ -৭২.৬৬%
দক্ষিণ কলকাতা -৫২.৯৭%
পশ্চিম বর্ধমান -৬২.৪২%ইচ্ছে থাকলেও উপায় নেই। ভোট দিতে যাওয়া হল না বুদ্ধদেব ভট্টাচার্যের। এর আগে ২০১৯-এর লোকসভাতেও শারীরিক কারণেই ভোট দিতে যেতে পারেন নি। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হল না। সারাক্ষণ অক্সিজেন সাপোর্টে থাকতে হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাই সিপিআইএম সূত্রে খবর, তাঁর ভোট দিতে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
ভোটের আবহে গোরু পাচারকাণ্ডে বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে হাজিরার নোটিস ধরাল সিবিআই। আগামী ২৭ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে।
মানুষ মারতেই বাংলায় ৮ দফায় ভোট। মন্তব্য মমতার। তৃণমূল নেত্রী বলেন,''মাদ্রাজ হাইকোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি। আদালত পরিষ্কার বলেছে, ইলেকশন কমিশন তার দায়িত্ব এড়াতে পারে না। আমরা বারবার বলেছিলাম, তামিলনাড়ু, কেরলে এক দফায় ভোট হয়েছে। দুদফায় অসমে। বাংলায় ৮টা দফা করেছে মানুষকে মেরে ফেলার জন্য।''
Covid এর দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন। আধিকারিকদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। কড়া মন্তব্য মাদ্রাজ হাইকোর্টের।
ভবানীপুরের একটি বুথে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মিত্র ইনস্টিটিউটে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্ট মোহন রাওকে আটক করল আলিপুর থানার পুলিস। বুথের ভিতর শ্লীলতাহানির অভিযোগ।
আসানসোলের ২৮৭ নং বুথে এজেন্টের টুপি খুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। তিনি, বুথ পরিদর্শনে এসে দেখেন, বুথের মধ্যে তৃণমূলের এজেন্ট মমতা বন্দোপাধ্যায়ের লোগো দেওয়া নীল রঙের টুপি পরে বসে আছেন। তখন তার টুপি খুলে দেন অগ্নিমিত্রা।
ভোট আসলে যে উৎসব তা প্রমাণ করল মালদা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের ভৈরব পুর গ্রাম।
ভোট চলছে, সেই সঙ্গে চলছে মেলা। ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার দূরেই রীতিমতো মেলা বসে গিয়েছে। জিলাপি, পাঁপড়, চপ থেকে শুরু করে বাড়ির তৈরি মিষ্টি নানা খাবার। ভোটাররা ভোটতো দিচ্ছেন, পাশাপাশি শেষ হলে আবার খাবার কিনে খাচ্ছেন।এই এলাকাতে অধিকাংশ ভোটার পরিযায়ী শ্রমিক। তারা ভোট দিতে গ্রামে এসেছেন। এই দিনটি তারা এই ভাবেই কাটান সবাই মিলে এমনটাই জানাচ্ছেন অনেকে। আনন্দে সামিল হয়েছে বাচ্চারাও। শিকেয় উঠেছে কোভিডবিধি।
রানিনগর সেনপাড়ায় বিজেপি প্রার্থী মাসোহারা খাতুনের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। তবে , বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি বলে জানাল কমিশন।
মাকে নিয়ে গিয়ে ভোট দিলেন নুসরত জাহান।
গড়িয়াহাটে কালী মন্দিরে ভোটের দিন পুজো দিচ্ছেন বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়
আজ সপ্তম দফায় নির্বাচন। আর সেই সপ্তম দফা নির্বাচনে রাসবিহারী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার কে বিভিন্ন বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে । এরপর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
আজ সপ্তম দফায় নির্বাচন। আর সেই সপ্তম দফা নির্বাচনে রাসবিহারী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার কে বিভিন্ন বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে । এরপর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।
দুর্গাপুর পূর্ব বিধানসভার অন্তর্গত ২১৫ নম্বর মলানদিঘি তে ইভিএম মেশিনের প্রতিছবি দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি কর্মীরা দাবি করেন তারা ভোটারদের কোনরকম প্রভাবিত করেননি, ইভিএম মেশিনে তারা কাউকে দেখাইনি বলে জানায় । পাল্টা কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি দেবদাস বক্সী অভিযোগ করেন বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন। সেজন্য বিজেপির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না। তাঁরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।
উত্তর আসানসোলের, আসানসোল গার্লস কলেজে ৫০ নং বুথে ইভিএম-এর কন্ট্রোল প্যানেলে সমস্যা দেখা দেয়। ৪৫ মিনিট পর ভোট শুরু হয়। ভোটারদের সঙ্গে একঘণ্টায় টানা দাঁড়িয়ে থাকেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি।
সপ্তম দফায় আজ ভোটগ্রহণ আসানসোল দক্ষিণ কেন্দ্রে। সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন সেখানের তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বুথে পোলিং এজেন্টরা ঠিকমতো কাজ করতে পারছেন কিনা সে বিষয়ে খোঁজ নিতেই বুথে বুথে ঘুরছেন তিনি।
ভবানীপুর মিত্র ইনস্টিটিউটে সকালেই ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ' আমি খুবই আত্মবিশ্বাসী। বিগত দফার ভোটে আমি যা জানতে পেরেছি, তাতে আমরাই জিতছি।
দুর্গাপুর পূর্ব ২৭৬ বিধানসভা কেন্দ্রের ১৪৬-এ বুথে ই ভি এম খারাপ থাকায় ভোটারদের মধ্যে ক্ষোভ দেখা যায়। ভোট দেরিতে শুরু হয়। বুথ পরিদর্শনে পৌঁছন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ।
বারাবনি বিধানসভার কেন্দ্রের বাঁশপাহাড়ি এলাকার ১৫৩ নম্বর বুথের পোলিং এজেন্ট-এর জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী রনেন্দ্র নাথ বাগচী।।
সকাল ৬ টা ৪৭ মিনিটে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। মানুষকে অনুরোধ তাঁরা যেন কোভিড সংক্রান্ত সকল প্রোটোকল মেনে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।'
মুর্শিদাবাদের রানিনগরে কিছু ভোটারদের ভোট দিত বাধা। জানা গিয়েছে, ভোটার কার্ড থাকা সত্ত্বেও তাকে ভোট দিতে বাধা দেওয়া হয়।
সপ্তম দফার ভোটেও শিকেয় উঠেছে করোনাবিধি।
সপ্তম দফার ভোটের শুরু থেকেই একের পর এক রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠে আসছে। জানা গিয়েছে, গতকাল (রবিবার) রাতে বোমাবাজি ঘটেছে। ভাটপাড়া পুরসভার ১৭ নং ওয়ার্ডের মতিভবনে বোমাবাজির অভিযোগ। বোমের আঘাতে ১৯ বছরের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম অনুরাগ সাউ। তিনি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটেছে। বর্তমানে কাঁকিনাড়াজুড়ে বিশাল পুলিসবাহিনী মোতায়েন রয়েছে।
ভোট শুরু আগে সুতিতে উত্তেজনা। দুই এজেন্টকে থানায় আটকে রাখার অভিযোগ কংগ্রেস প্রার্থীর। কমিশনে নালিশ হুমায়ুন রেজার। জানা যাচ্ছে, গতকাল সকাল দশটা থেকে তার দুই এজেন্ট থানায় আটক করে রাখা হয়েছে। কী কারণে তাদের আটক করে রাখা হয়েছে সে বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দেওয়া হচ্ছে না পুলিসের তরফ থেকে, এমনটাই লিখিত অভিযোগ করেছেন হুমায়ুন রেজার।
ভোট শুরুর আগেই মালদহের রতুয়ায় উত্তেজনা। ঘটনায় নির্দল প্রার্থী ১০ পোলিং এজেন্টকে আটক করা হয়েছে। ধরনায় বসেছেন নির্দল প্রার্থী পায়েল খাতুন।
ভোট শুরু আগে মুর্শিবাদে রানি নগরে উত্তেজনা। বোমাবাজির খবরও এসে পৌঁছিয়েছে। পাশাপাশি সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, রানিনগর কেন্দ্রে পানিপিয়া চক্ররামপুরে কংগ্রেস-তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। বোমাবাজিতে আহত হয়েছে ১ জন।