West Bengal Budget 2024 Live: লক্ষ্মীর ভান্ডারে ৫০০ থেকে বেড়ে ১০০০ টাকা, রাজ্য বাজেট পেশ করছেন চন্দ্রিমা

Thu, 08 Feb 2024-4:02 pm,

Latest Updates

  • বাজেট বক্তৃতা পেশ শেষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য।

  • অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত রুটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র মিলল। ছাড়পত্র দিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গর্গ। এর ফলে এই রুটে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা শুরু করতে আর কোনও বাধা রইল না।

  • আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট পুনর্বিবেচনা করা হবে

  • পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছেন, তাদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হল।

  • পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছে তাদেরকে স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো

  • লক্ষীর ভান্ডারে অতিরিক্ত ১২০০০ কোটি বরাদ্দ হল।
    সমুদ্র সাথী প্রকল্পে ২০০ কোটি বরাদ্দ হল।
    ভবিষ্যত ক্রেডিট কার্ডে বরাদ্দ হল ২৫০ কোটি।
    যুবশ্রী স্কিমে বরাদ্দ ২০০ কোটি।
    ১০০ দিনের কাজে যুক্ত শ্রমিকদের বকেয়া টাকা দিতে বরাদ্দ করা হল ৩৭৯৯ কোটি টাকা।
    দ্বাদশ শ্রেণির পরিবর্তে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন বা ট্যাব দেওয়া হবে। বরাদ্দ ৯০০ কোটি।

  • এবার থেকে একাদশ শ্রেণিতেই স্মার্টফোনের ১০ হাজার টাকা দেওয়া হবে।

  • লক্ষীর ভান্ডার এ অতিরিক্ত ১২০০০ কোটি বরাদ্দ হল
    সমুদ্র সাথী প্রকল্পে ২০০ কোটি বরাদ্দ হল
    ভবিষ্যত ক্রেডিট কার্ডে বরাদ্দ হল ২৫০ কোটি
    যুবশ্রী স্কিমে বরাদ্দ ২০০ কোটি
    ১০০ দিনের কাজে যুক্ত শ্রমিকদের বকেয়া টাকা দিতে বরাদ্দ করা হল ৩৭৯৯ কোটি টাকা
    দ্বাদশ শ্রেণীর পরিবর্তে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্মার্ট ফোন বা ট্যাব দেওয়া হবে। ৯০০ কোটি বরাদ্দ

  • ক্লাস ১১-এ স্মার্ট ফোন, ট্যাব কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়া হবে। আগে ক্লাস ১২ পেত 

  • দানপত্রের রেজিস্ট্রেশনে এবার থেকে স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার হচ্ছে। এতদিন এটা মোট সম্পত্তির মূল্যের উপরে ০.৫ শতাংশ ছিল

  • অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস এন্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যারা মেডেল পেয়েছেন তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিস প্রতিষ্ঠানে ও অন্যান্য সরকারি দফতরের চাকরির সুযোগ পাবেন

  • অবসরকালীন সময়ে এইসব পুলিসরা যারা তিন লক্ষ অথবা ২ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন

  • দানপত্রের রেজিস্ট্রেশনে এবার থেকে স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করা হচ্ছে। এতদিন এটা মোট সম্পত্তির মূল্যের উপরে ০.৫ শতাংশ ছিল।

  • মাইনরিটি কালচারাল সেন্টার তৈরির প্রস্তাব  

  • অলিম্পিক এশিয়ান গেমস কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস এন্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে যারা মেডেল পেয়েছেন তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ও অন্যান্য সরকারি দপ্তরের চাকরির সুযোগ পাবেন

  • মিড ডে মিলের কুক কাম হেল্পাররা মাসে ১০০০ টাকার পরিবর্তে ১৫০০ টাকা পাবেন 

  • অবসরকালীন সময়ে এইসব পুলিসরা যারা ৩ লক্ষ অথবা ২ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন, তারা সেটা ৫ লক্ষ টাকা করে পাবেন।

  • ৬টি ইকোনমিক করিডর গড়ে তোলা হচ্ছে।

  • পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালু।

  • কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব চন্দ্রিমা। 

  • নিউটাউন-এয়ারপোর্ট যোগাযোগ উন্নীত করার জন্য ইএম বাইপাস মোড় থেকে নিউটাউন সিজি ব্লক সন্নিহিত মহিষবাথান পর্যন্ত ৭ কিমি ফ্লাইওভার তৈরি করা হবে। বাজেটে বরাদ্দ ৭২৮ কোটি টাকা।

     

  • যুবক-যুবতীদের কর্ম সংস্থানের জন্য বিভিন্ন সরকার এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে সমস্ত শূন্য পদ পূরণ করার জন্য ৫ লক্ষ কর্মসংস্থান করা হবে।

  • ১৪৭ সাংসদের সাসপেন্ড হওয়ার প্রসঙ্গ টেনে বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার হুঁশিয়ারি।

  • বিজেপির স্লোগানে ফের বাজেট বক্তৃতা থামালেন চন্দ্রিমা ভট্টাচার্যের। তীব্র ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

  • চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতার মাঝেই বিজেপির স্লোগান। উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। "এটা বিজেপির পার্টি অফিস নয়", কড়া মন্তব্য মমতার।

  • ভোটের মুখে আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা।

  • রাজ্য পুলিসের যুক্ত হওয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হল।

  • গঙ্গাসাগর সেতু রাজ্য নিজে করবে।

  • সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিস, গ্রিন পুলিসের মাসিক বেতন ১০০০ টাকা বৃদ্ধি করা হবে।

  • আবাস যোজনায় বকেয়ার জন্য আরও একমাস অপেক্ষা করা হবে। নাহলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের কথা বিবেচনা করবে রাজ্য সরকার।

  • মে থেকে কার্যকরী হবে ডিএ।

  • মনরেগার প্রান্তিক মজুরদের জন্য কর্মশ্রী প্রকল্প। বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত।

  • ১০০ দিনের কাজে ২১ লাখ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারি টাকা প্রদান করা হবে। বাজেটে বরাদ্দ ৩,৭০০ কোটি টাকা।

  • মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী।

  • লক্ষ্মীর ভান্ডারে বাড়ল টাকা। ৫০০ টাকা থেকে বেড়ে হল ১০০০ টাকা। আর তফশিলি জাতি-উপজাতিদের ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বেড়ে হল ১২০০ টাকা।

  • রাজ্য বাজেটের শুরুতেই বড় ঘোষণা।

  • বাজেট পেশ করছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

  • সাধারণ মহিলা দের লক্ষীর ভান্ডার এর টাকা ৫০০ থেকে বাড়িয়ে ৭৫০ করা হতে পারে প্রশাসনের অন্দরে এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

  • ১০০ দিনের কাজের বকেয়া মজুরি ২১ লক্ষ ৭৫ হাজার ৪৭৮ জনকে দিতে খরচ হবে ৫৯০৭ কোটি টাকা। শুধুমাত্র অদক্ষ মজুরদের টাকা দিতে খরচ হবে ৩৫০০ কোটি টাকা।

  • শাসকদলের অভিযোগ রাজ্যের বহু টাকা আটকে রেখেছে কেন্দ্র। তাই চালু প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই মমতা কাছে এ বড় চ্যালেঞ্জ।  ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একুশে ফেব্রুয়ারি ১০০ দিনের কাজের বকেয়া টাকা বঞ্চিতদের হাতে তুলে দেবে। সেই টাকা দেওয়া হবে সরকারি তহবিল থেকেই।

  • নজরে লোকসভা ভোট। এবার রাজ্য বাজেটে তাই কিছু চমক থাকবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link