LIVE: তিনে তিন TMC, জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জিতল Mamata-র দল

Sun, 03 Oct 2021-11:52 pm,

LIVE: তিনে তিন TMC, জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জিতল Mamata-র দল

নিজস্ব প্রতিবেদন: জঙ্গিপুর ও সামশেরগঞ্জে জয় তৃণমূলের। জঙ্গিপুরে ৯২,৬১৩ ভোটে জয়ী জাকির হোসেন এবং সামশেরগঞ্জে ২৬,১১১ ভোটের ব্যবধানে জিতেছেন আমিরুল ইসলাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


 

Latest Updates

  • ১২ রাউন্ডের শেষে সামশেরগঞ্জে ৪৭৫৪৪ ভোটে এগিয়ে তৃণমূল, দ্বিতীয় কংগ্রেস ৩৯৮৫৩ ভোটের ব্যবধানে এবং বিজেপি ৪৯১৬। তৃণমূলের প্রার্থী আমিনুল ৭৬৯১ ভোটে এগিয়ে। 

  • জঙ্গিপুর ২০৫৪০ ভোটে, সামশেরগঞ্জে ৫১৩১ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস> 

  • চতুর্থ রাউন্ডের শেষে ১১ ৮৮২ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন। ক্রমশ বাড়ছে ব্যবধান। বিজেপির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন প্রাক্তন মন্ত্রী। ষষ্ঠ রাউন্ডে শেষে সামশেরগঞ্জে এগিয়ে ৫১১০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। 

  • তৃতীয় রাউন্ড শেষে জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৩৯৭ ভোটে। 

  • সামশেরগঞ্জ ষষ্ঠ রাউন্ডের শেষে  ৩৭৬৮ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুরে ২৯৭৪ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হুসেন। তিনি পেয়েছেন ৪৮৪২টি ভোট। বিজেপি-র সুজিত দাস ১৮৬৮টি ভোট পেয়েছেন।

  • সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ড শেষে ১১৪০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ঘাসফুলের প্রাপ্ত ভোট - ৪২৩৫  কংগ্রেসের প্রাপ্ত ভোট- ৩০৯৫। 

  • সামশেরগঞ্জে দ্বিতীয় রাউন্ড শেষে ৪২৩৫ ভোটে এগিয়ে ঘাসফুল শিবির। দ্বিতীয় স্থানে ৩০৯৫ ভোট নিয়ে কংগ্রেস। তৃণমূল ২০২১-এর লড়াইতে এই কেন্দ্র ধরে রাখতে পারবে কি না তা স্পষ্ট হয়ে যাবে আর কিছু ক্ষণের মধ্যেই।

  • মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর এই দুই বিধানসভা আসনে এগিয়ে তৃণমূল। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস ৪৫৪২ ভোটে এগিয়ে এবং বিজেপি ২৮২৫। 

     

  • জঙ্গিপুরে এগিয়ে তৃণমূলের প্রার্থী প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন। এখনও জঙ্গিপুরে ২৪ রাউন্ড গণনা হবে। পোস্টাল ব্যালটের পর শুরু হয়েছে প্রথম রাউন্ডের গণনা। 

  • সামশেরগঞ্জে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। বিজেপি প্রার্থী মিলন ঘোষ। কংগ্রেস প্রার্থী জইদুর রহমান। সিপিএম প্রার্থী মোদাসসর হোসেন। 

  • পোস্টাল ব্যালটে সামশেরগঞ্জে এগিয়ে ২৩৪ ভোটে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় কংগ্রেস ২১৮ ভোটে। ২০১১ সালে এই আসন ছিল বামেদের দখলে। তার পর ২০১৬-য় সেখানে ফুটেছে ঘাসফুল। 

  •   দুটি রুমে ইভিএম গণনা ও একটি রুমে পোস্টাল ব্যালোটের গণনা হবে। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে এবং জঙ্গিপুরের জন্য ২৬ রাউন্ড গণনা হবে। ১৪৪ ধারা জারি করা হয়েছে গণনা কেন্দ্রের চারপাশে। 

  • জঙ্গিপুরে ১৮ কোম্পানি এবং সামশেরগঞ্জে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। দীর্ঘ দিন ধরেই জঙ্গিপুর কংগ্রেসের ঘাঁটি ছিল। মাঝে কয়েক বার ওই কেন্দ্র দখলে ছিল বাম শরিক দল আরএসপি-র। 

  • ভোট গণনা শুরু জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রের ভোট গণনা। প্রথমেই শুরু হল পোস্টাল ব্যালটের গণনা। 

  • সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াইতে নেমেছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম, বিজেপি প্রার্থী মিলন ঘোষ, কংগ্রেস প্রার্থী জৈদুর রহমান, এবং সিপিআইএম প্রার্থী মোদাসসর হোসেন। গত বিধানসভা নির্বাচনের সময় কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের।

  • জঙ্গিপুরে ভোটের লড়াইতে রয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন, বিজেপি প্রার্থী সুজিত দাস এবং আরএসপি প্রার্থী জানে আলম মিঞা। এর আগে গত বিধানসভা নির্বাচনের সময় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। যার জেরে স্থগিত হয়ে যায় নির্বাচন। 

  • ভিতরের দুটি গণনা কেন্দ্রের নিরাপত্তায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিস। সকাল ৬টার মধ্যে ভোট কর্মী ও কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। কাউন্টিং এজেন্টদের ডবল ডোজ ভ্যাক্সিনেশন সার্টিফিকেট জমা করতে হবে বা সব্বোর্চ ৭২ ঘণ্টা আগের RTPCR রিপোর্ট সঙ্গে আনতে হবে। মানতে হবে কোভিড বিধি ও প্রটোকল। গণনা শুরুর আগে মাঝে ও শেষের আগে গণনা কেন্দ্রের হল গুলিকে স্যানিটাইজ করা হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link