WB 5th Phase Election 2021 Live: বিধাননগরে নয়াপট্টিতে সব্যসাচীকে ঘিরে বিক্ষোভ
Latest Updates
চাকদহে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি এক ব্যক্তির। রাস্তায় পড়ে গেল পিস্তল।
দেগঙ্গার ৮৩, ৭৮, ১০৩, ১৭৮ ও ১১৬ নম্বর বুথে ভোটারদের ঘিরে রাখা হয়েছে। ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির।
সব্যসাচী দত্ত জানান,'এটাই বাংলার অবস্থা। পুলিস দলদাসে পরিণত হয়েছে।'
সল্টলেকে উত্তেজনা। শান্তিনগরে তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে পৌঁছন গেরুয়া শিবিরের প্রার্থী সব্যসাচী দত্ত। দু'পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি।
সকাল ৯ পর্যন্ত ভোটের হার ১৬.১৫%।
জলপাইগুড়ি- ১৮.৬৫%।
কালিম্পং-১৪%।
দার্জিলিং -১৪.৭৩%।
উত্তর ২৪ পরগনা -১৫.১৩%।
পূর্ব বর্ধমান -১৬.০৬%।
নদীয়া-১৬.৪৫%।কামারহাটিতে ১০৭ নম্বর বুথের মধ্যে মৃত্যু হয়েছে নির্দল প্রার্থী অভিজিৎ সামন্তের এজেন্টের। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ভোটপ্রক্রিয়া চলাকালীন অসুস্থ হন। বুকে দিয়ে শুয়ে পড়েন। মেজর হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কল্যাণীর গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা। তৃণমূলের দিকে অভিযোগ। অস্বীকার শাসক দলের।
শীতলকুচির অডিয়োক্লিপ-কাণ্ডে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি।
বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপির এজেন্টদের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টদের অভিযোগ, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বাঁশ-লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের।
শিলিগুড়ি উচ্চ নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন অশোক ভট্টাচার্য ।
আজ ভোট বাক্সে তাঁরও ভাগ্য নির্ধারণ। দক্ষিণেশ্বরে পুজো দিলেন মদন মিত্র
শান্তিপুর ৭১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে CRPF-এর বাহিনী ও সেক্টর অফিসাররা রয়েছে।
বুথে বুথে ঘুরছেন পার্নো মিত্র
বেড়াচাঁপা পলিটেকনিক কলেজ বুথ নং ১৬৪A-তে ভোট দিয়ে বেড়োলেন দেগঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী দীপিকা চট্টোপাধ্যায়
মিনাখাঁ বিধানসভার মালঞ্চে ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ২০২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র বিজেপি বেশকিছু কর্মীরা পোলিং এজেন্ট নিয়ে প্রবেশ করতে যায় তখনই এলাকারই তৃণমূলের এক কর্মী তাঁদেরকে বাধা দেয় বলে অভিযোগ। জামার কলার ধরে তাকে ধাক্কা দেয় মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
কালিম্পং-এ কোভিডবিধি মেনেই চলছে ভোট গ্রহণ
জামালপুর বিধানসভার ৮০ এ বুথে ইভিএম খারাপ। ভোট দান শুরু করা যায়নি।
রায়না বিধানসভার ৯৪ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ থাকায় এখনও ভোট শুরু হয়নি।
কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই মিনাখাঁয় ভোট গ্রহণ। সামাজিক দূরত্বের বালাই নেই। ভোটারদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। এমনই চিত্র ধরা পরল, মিনাখা বিধানসভা মালঞ্চ মোল্লাখালি এফপি স্কুলে ২০১ বুথে ।
আজ পঞ্চম দফায় ৪৫ আসনের ভোটগ্রহণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। এর আগে ৪ দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এই দফায় ভোট কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই আজ ভোটগ্রহণ। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬, নদিয়ায় ১৭টির মধ্যে ৮ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ।
হাইকোর্টের নির্দেশ, কোভিডবিধি মেনে সম্পন্ন করতে হবে পঞ্চম দফা নির্বাচন। পূর্ব বর্ধমান, মেমারি, নুদিপুর। সেকেন্ড পোলিং অফিসারের কাপুনি দেওয়া জ্বর আসে। তার বদলে চেঞ্জ করা হয় পোলিং অফিসার। অসুস্থ পোলিং অফিসারকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। দায়িত্বে থাকা আশাকর্মী এবং ভোটারদের দাবি, সঠিকভাবে ভোটগ্রহণ কেন্দ্র স্যানিটাইজ করা হয়নি। প্রশ্ন হল, তাহলে কিভাবে সুরক্ষিত থাকবে ভোটার এবং ভোট কর্মীরা!
রাত আড়াইটা নাগাদ তৃণমূল এজেন্টের বাইকে আগুন। এজেন্টের নাম নন্দদুলাল দাস। বাড়ি তারুলিয়া। চঞ্চল কুমারী স্কুলে ২৬৪ নাম্বার বুথে এজেন্ট ছিল। আতঙ্কে আজ বুথে যাননি তিনি।
রাজগঞ্জ বিধানসভার রানীনগড় ঢেমদাপাড়া বুথে বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা। ভোট বয়কটের আড়ালে এই কাজ বলে অভিযোগ বিজেপির।
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের সরাইটিকর অবৈতনিক প্রাথমিক বিদয়ালয়ের ৭০,৭১,৭২,৭৩ বুথে বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাঁর। এজেন্টদের নাম অজিত সরকার, অজিত সরেন। জখম দু'জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
পূর্ব বর্ধমান, মেমারি, নুদিপুরের ২৬৫ পোলিং বুথে একজন ভোট কর্মীর কাপুনি দেওয়া জ্বর আসে। সঙ্গে সঙ্গেই বুথ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।
বর্ধমান দক্ষিণ বিধানসভার রথতলা মনোহর দাস স্কুলের ভোটের লাইন।
সকাল থেকে লম্বা লাইন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে,চলছে স্যানিটাইজার