পঞ্চায়েত UPDATE : ভোটের বলি বেড়ে ১৭, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কেন্দ্র
Latest Updates
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে কুলতলিতে নিহত আরও ১। নিহত সুবীর আলি মোল্লা তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ SUCI-এর দিকে।
হাবরার বাণীপুরে বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। বাণীপুরের জসুরপাড়ায় বুথ দখল করতে আসা দুষ্কৃতীদের গণমার। গ্রামবাসীদের মারে নিহত ১ দুষ্কৃতী। জ্বালিয়ে দেওয়া হয়েছে তার মোটরসাইকেলটি।
পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ মেটার পর রাতেও জারি খুনোখুনি। মৃতের সংখ্যা বেড়ে ১৭।
পঞ্চায়েত ভোটের বলি আরও এক। উত্তর দিনাজপুরের ভাগডুমুরে মৃত রাকেশ সূত্রধর নামে এক ব্যক্তি। আজ সকালে বহিরাগত সন্দেহে গণপিটুনির শিকার হন রাকেশ।
সরকারি ভাবে না জানানো হলেও, কমিশন সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে দিনের শেষে ভোট পড়েছে ৭৮ শতাংশ।
উত্তর ২৪ পরগনার হাবরার বানিপুরে সংঘর্ষে মৃত্যু উজ্জ্বল শূর নামে তৃণমূল কর্মীর।
দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারে মৃত্যু তৃণমূল কর্মীর। অভিযোগ সকালে কোপানো হয় খোকন বৈদ্যকে।
পুরুলিয়ার বাগমুণ্ডিতে ব্যালটবাক্স ছিনতাই করল দুষ্কৃতীরা। ভয়ে মুখে কুলুপ পোলিং অফিসারদের।
# ভোটের বলি বেড়ে ১২
রায়গঞ্জে নিহত হলেন তৃণমূল কর্মী অমিত সাহা। সকালে বুথের ভিতরে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম হয়েছিলেন অমিত সাহা। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।#বিএসএফ-কে কাজে লাগিয়েছে বিজেপি
সাংবাদিক বৈঠকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাংলাদেশ, অসম ও ঝাড়খণ্ড থেকে তাদের সমর্থকদের নিয়ে এসে সীমান্তবর্তী জেলাগুলিতে অশান্তি সৃষ্টি করছে। দক্ষিণ দিনাজপুর, বাগদা, দেগঙ্গা প্রভৃতি জায়গায় বহিরাগতদের ব্যবহার করার চেষ্টা করেছে বিজেপি।কাজে লাগানো হয়েছে বিএসএফ-কে। লাইনে দাঁড়ানো ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জওয়ানরা। কোনও অনুমোদন না নিয়ে বিএসএফ কীভাবে নিয়োজিত হল, কার অঙ্গুলিহেলনে, এব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি।
এর পাশাপাশি তৃণমূলের মহাসচিবের দাবি, কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রশাসন শক্ত হাতে যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সাহায্য করেছে নির্বাচন কমিশনকে। আমাদের কর্মীরা মার খেয়েও সহনশীলতার পরিচয় দিয়েছেন। কয়েকজনের মৃত্যু হয়েছে। বেশিরভাগটাই তৃণমূলের। আমাদের ৬ জন কর্মী খুন হয়েছেন। কাকদ্বীপের ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যায় ওই দম্পতি। গ্রামীণ ঝগড়ায় মৃত্যু হয়েছে বেলডাঙায়। নওদায় মৃতের রাজনৈতিক পরিচয় নিয়ে দ্বিধায় পুলিস। আমডাঙায় বোমা বহন করতে গিয়ে মারা গিয়েছেন। নন্দীগ্রামে বোমা নিয়ে যাচ্ছিলেন সিপিএমের দুই কর্মী। সেই বোমায় তাঁদের মৃত্যু হয়েছে। যেভাবেই মৃত্যু হোক, তা অত্যন্ত দুঃখের। আমরা মনে করি, ভোটে এই গন্ডগোলের নেপথ্যে স্থানীয়স্তরে কিছু স্বার্থ কাজ করে। ব্যক্তিগত স্বার্থ নিচুতলায় নিজেদের মধ্যে বিবাদ তৈরি করে। বিজেপি এক নোংরা খেলা খেলছে।
#পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের অশান্তি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক।
সীতারামের প্রতিক্রিয়া
পঞ্চায়েতে অশান্তির অভিযোগ তুলে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রতিক্রিয়া,''এটা গণতন্ত্রের হত্যা। রাজনৈতিক দলগুলির সঙ্গে দেখা করছে না নির্বাচন কমিশন। আমরা আন্দোলন করছি।'' তিনি আরও বলেন,''সংবাদমাধ্যমের ক্যামেরায় সব দেখা যাচ্ছে। সাংবাদিকদের সাহসিকতাকে কুর্নিশ করছি।''
#জখম কনস্টেবল
ক্যানিংয়ে ছাপ্পা রুখতে গিয়ে গুরুতর জখম হলেন কনস্টেবল জয়ন্ত নস্কর। ক্যানিং হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
#রাজ্যে ভোটের বলি ১১
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে আরও একজনের মৃত্যু। মৃতের নাম বিশু টুডু। একদল বহিরাগত বুথে ঢোকায় বাধা দেন স্থানীয়রা। দুপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। সেখানেই গুলি চলে। মাটিতে লুটিয়ে পড়েন বিশু টুডু। বিশু তাদের সমর্থক বলে দাবি করেছে বিজেপি-তৃণমূল দুপক্ষই।
# নির্বাচন কমিশনের সামনে অবস্থানে বামেরা
পঞ্চায়েতে হিংসার অভিযোগে নির্বাচন কমিশনের সামনে অবস্থান বামেরা।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রতিক্রিয়া, নির্বাচনে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিস। কোনও নিয়ম মানা হয়নি। তাই অভিযোগ জানাতে এসেছি।
দুপুরে কমিশনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মী-সমর্থকরা।
# কাকদ্বীপে দম্পতিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
কাকদ্বীপে অগ্নিদগ্ধ দম্পতি। মৃতরা তাঁদের সমর্থক বলে দাবি সিপিএমের।দেহ নিয়ে কমিশনের উদ্দেশে রওনা সুজন-কান্তির। তাঁদের অভিযোগ, রাজনৈতিক কারণে এই খুন। ১০ জনের বিরুদ্ধে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি পুলিসের। পুলিসের বক্তব্য, কীভাবে মৃত্যু তা তদন্তের পরই বলা সম্ভব।
#মাথা ফাটল ওসির
মালদহের রতুয়ায় দুষ্কৃতীদের ছোড়া ইটে গুরুতর জখম ওসি।
** নদিয়ার তেহট্টে মৃত তৃণমূল কর্মী কৃষ্ণপদ সরকার। মৃত বেড়ে দাঁড়াল ১০।
# মুর্শিদাবাদের শ্যামনগরে গুলি। গুলিবিদ্ধ ২ মহিলা সহ চার জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
# নন্দীগ্রামে ভোটের বলি ২
গুলিবিদ্ধ হয়ে নন্দীগ্রামের খোদামবাড়িতে দুই সিপিএম কর্মীর মৃত্যু। মৃতদের নাম যজ্ঞেশ্বর ঘোষ ও অপু মান্না।
# গুড়-বাতাসার পর এবার অনুব্রতর মুখে 'লাল গোলাপ'
অনুব্রত মণ্ডল বলেন ,''বীরভূমে ৩৬,০০ বুথ রয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটে দুহাজার বুথে লোকই দিতে পারবে না বিরোধীরা। আসলে ওদের লোকই নেই। তার দায় তৃণমূলের নাকি! লোকসভা ভোটের আগে বাড়িতে বাড়িতে উন্নয়নের লিফলেট ও লাল গোলাপ পাঠাব।'' এটা কি প্রচ্ছন্ন হুমকি? অনুব্রতর জবাব, ''গোলাপ মানুষের চোখে ধরে। রং তার লাল। তবে গোলাপের কাঁটা থাকে। উল্টোভাবে ধরলে কাঁটা লেগে যাবে। বাড়িতে বাড়িতে গেলে লাল গোলাপ চলে যাবে, তখন দেখতে পাবেন। লাল গোলাপ সুন্দর জিনিস। লাল গোলাপ বাড়িতে পৌঁছলে আদর করবে, ভালবাসবে এবং স্মৃতিতে ধরে রাখবে। ভোটের দিন পর্যন্ত রেখে দেবে।''
# দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪১.৫১ শতাংশ
# এজলাসে বসে ভোটে 'অশান্তি'র ছবি দেখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
# মুর্শিদাবাদে ভোটের বলি ২
মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু। বেলডাঙায় বিজেপি কর্মী তপন মণ্ডলের পর নওদায় নির্দল কর্মী শাহিন শেখ নামে এক যুবকের মৃত্যু হয় ।
# কোচবিহারের গোপালপুরে মৃত্যু দুলাল ভৌমিকের। অভিযোগ ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় অসুস্থ হয়ে মৃত্যু।
# মুর্শিদাবাদে ব্যালটবক্স ছিনতাই।
# জখম পুলিস কর্মী
কোচবিহারে বোমাবাজির জেরে আহত এক পুলিস কর্মী।
# নদিয়ার নাকাশিপাড়ায় বুথ দখলকে কেন্দ্র বোমাবাজি। মৃত্যু ভোলা শেখ দফাদারের।
# বীরভূমের মল্লারপুরের একটি বুথে বোমাবাজি। এলাকায় উত্তেজনা।
# বীরভূমে ছাপ্পা ভোট দিতে এসে পুলিসের হাতে পাকড়াও ।
# নদিয়ার তাহেরপুরে বোমা-গুলির লড়াই। গুলিবিদ্ধ নাবালক।
# ভাঙড় নিয়ে পার্থ-দিলীপ তরজা
ভাঙরের একটা কেন্দ্রে অশান্তি হয়েছে, দাবি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পুলিস কড়া ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, মানুষকে বোকা ভাববেন না।
# কেশপুরে উত্তেজনা
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে পুলিসকে লক্ষ্য করে ইট-বৃষ্টি। যত্রতত্র ছড়িয়ে বোমা। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।
# রানিগঞ্জে তৃণমূল-সিপিএম সংঘর্ষ
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। এলাকা ছেড়ে পালিয়েছেন ভোটাররা। এলাকায় মোতায়েন বিশাল পুলিসবাহিনী।
# মুর্শিদাবাদে মৃত বিজেপি কর্মী
ভোট দিতে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিজেপি কর্মী তপন মণ্ডলের।
# শান্তিপুরে গণপিটুনিতে দুষ্কৃতীর মৃত্যু
নদিয়ার শান্তিপুরের বিবেকানন্দ রোডে গণপিটুনিতে মৃত্যু ২২ বছরের এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে। মৃতের নাম সঞ্জিত প্রামানিক।
# কুলতলিতে মৃত তৃণমূলকর্মী
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির নয়াপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মত্যু। মৃতের নাম আরিফ আলি গাজি। অভিযোগের তির এসইউসিআইয়ের দিকে।
# রামপুরহাটে বাইকবাহিনীকে আটকাল প্রশাসন। রামপুরহাটে সক্রিয় পুলিস। বিভিন্ন এলাকায় চলছে টহল।
# আমডাঙায় ভোটের বলি ১
উত্তর ২৪ পরগনার আমডাঙায় পাঁচপোতার একটি বুথে বোমাবাজি। দুষ্কৃতীদের বোমাবাজিতে মৃত সিপিএম সমর্থক তাইবুর গায়েন। ঘটনায় আহত আরও এক সিপিএম সমর্থক।
# গীতালদহে বন্ধ ভোটগ্রহণ
কোচবিহারের গীতালদহের একটি বুথে বন্ধ ভোটগ্রহণ। জেলা পরিষদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গিয়েছে মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতীরা। ভোটকর্মীরা ভীত সন্ত্রস্ত।
#কোচবিহারে বুথের বাইরে বোমাবাজি
কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ির ১৫১ নম্বর বুথের বাইরে বোমাবাজি ও গুলি চালাল দুষ্কৃতীরা।# বাঁকুড়ার ৫৭ নম্বর বুথ দখলের চেষ্টা বহিরাগতদের। ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পুলিস। শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।
# কলকাতার উপকন্ঠে বোমাবাজি
জ্যাঙড়ায় বোমাবাজি । বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
#শান্তিপুরে ১২টি বাইকে আগুন
শান্তিপুরে বুথ দখলের চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। আগুন ধরিয়ে দিললেন ১২টি বাইকে। বন্ধ ভোটগ্রহণ।# উত্তর ২৪ পরগনার আমডাঙার পরিত্যক্ত গুদাম থেকে উদ্ধার প্রায় ৬০টি বোমা।
# উত্তর ২৪পরগনার আমডাঙায় বুখের বাইরে উত্তেজনা। লাঠি চার্জ করল পুলিস।
# তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগ
হুগলির তারকেশ্বরে বুথ জ্যামের অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিস।
উত্তর ২৪ পরগনার রামপুরে পুকুরে ব্যালট বক্স ফেলে দিল দুষ্কৃতীরা। বুথের বাইরে বোমাবাজি।
# খানাকুলে তৃণমূলকে মারধরের অভিযোগ
হুগলির খানাকুলের বুথে দুষ্কৃতী হামলা। তৃণমূল প্রার্থীর স্বামীকে মারধর। বুথে ভাঙচুর ।
* ২০ টি জেলায় সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে ১১.৮৭ শতাংশ
# কেশপুরে বোমা উদ্ধার
পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাজা বোমা। আতঙ্কিত গ্রামবাসীরা।
# ব্যালট বক্সে আগুন
জলপাইগুড়ির রাজগঞ্জে ব্যালট বক্সে আগুন ধরাল দুষ্কৃতীরা
# ব্যালট ভিজিয়ে দেওয়ার অভিযোগ
পাথরয়াঘাটার কাশীপুরে ব্যালট ভিজিয়ে দেওয়ার অভিযোগ । বুথে তালা ঝোলালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা ।
# পূর্ব মেদিনীপুরে ব্যালট ছেঁড়ার অভিযোগ
পূর্ব মেদিনীপুরের পালসি এক নম্বর বুথে ব্যালট ছেঁড়া ও বুথ ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
# উলুবেড়িয়ায় নির্দল প্রাথীর দলবলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
# ভাঙড়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমিশনের
ভাঙড়ের পরিস্থিতি জানতে দক্ষিণ ২৪ পরগনার পুলিস সুপার ও জেলা শাসককে ফোন নির্বাচন কমিশনের। রিপোর্ট চাইলেন কমিশনের সচিব।
# পূর্বস্থলীতে ভোটারদের ভোট দিচ্ছেন প্রার্থী
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ১৩/১ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী রোশেনারা বিবি ভোট দিচ্ছেন। আবার তিনি নিজে ভোট দিয়েও দিচ্ছেন। ভোট দেওয়ার কথা স্বীকার করলেন প্রার্থী নিজেই।
# বাংলাদেশ থেকে লোক এনে ভোট লুটের চেষ্টা বিজেপির অভিযোগ জ্যোতিপ্রিয়'র
উত্তর ২৪ পরগণার বাগদায় বুথে ভোট বানচালের চেষ্টা রুখে দেন স্থানীয় বাসিন্দারা। বাগদার এই ঘটনা প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের প্রতিক্রিয়া, "বাংলাদেশ থেকে শ'খানেক লোক এসে বুথ দখল করার চেষ্টা করেছে।ওরা বিজেপি ও সিপিএমের লোক। ওরাই গ্রামবাসীদের বোমা মেরেছে। আহত তৃণমূলের আট কর্মী। নেতৃত্ব দিয়েছিলেন সিপিএম-বিজেপির নির্দল প্রার্থী গণেশ ঘোষ ও কার্তিক ঘোষরা।এরা কুখ্যাত দুষ্কৃতী। বাংলাদেশ থেকে লোক এনে বুথ দখলের চেষ্টা করছে বিজেপি। নজরদারি করায় ধরা পড়েছে।"
# কেশপুরে বিক্ষিপ্ত উত্তেজনা
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তৃণমূল এজেন্টদের মারধরের অভিযোগ উঠল নির্দল প্রার্থীর বিরুদ্ধে । জখম ৬ তৃণমূলকর্মী। এলাকায় পুলিসি টহল ।
# বৃষ্টিতে ভোটগ্রহণ
আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিচ্ছেন ভোটাররা
# বীরভূমের কয়েকটি বুথে বিরোধীদের পোলিং এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিলেন প্রিজাইডিং অফিসার।
# নির্বাচন কমিশন সূত্রে খবর প্রথম ঘন্টায় ভোট পড়েছে ৪.৯ শতাংশ
# বাগদায় ভোট বানচালের চেষ্টা
উত্তর ২৪ পরগণার বাগদায় একটি বুথে ভোট বানচালের চেষ্টা রুখে দিলেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের গণপিটুণি।
# ভাঙড়ের বিভিন্ন জায়গায় অবরোধ। উত্তর গাজিপুরের একটি বুথে অশান্তি। দু'পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি।
# বিক্ষিপ্ত অশান্তি দক্ষিণ ২৪ পরগণায়
* মন্দিরবাজারের চৈতন্যপুর এলাকায় ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত তৃণমূল প্রার্থী গোপাল হালদার ও তাঁর ভাই বলাই হালদার। চিকিত্সার জন্য ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
# মোমবাতি জ্বেলে ভোটগ্রহণ উত্তর দিনাজপুরে
উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি বুথে বিদ্যুত্ বিভ্রাটের জেরে মোমবাতি জ্বালিয়েই চলছে ভোটগ্রহণ, ক্ষুব্ধ ভোটকর্মীরা
# দিনহাটায় বোমাবাজি
দিনহাটার গীতালদহে বোমাবাজিতে আহত এক ব্যাক্তি
# দক্ষিণ ২৪ পরগণার জয়নগর থানার বড়ুই ৭২ নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থীর দেওরকে খুনের চেষ্টার অভিযোগ , অভিযোগের তির বিজেপি, সিপিএমের দিকে
# পশ্চিম বর্ধমানের রাণিগঞ্জের আমড়াসোতায় রাস্তায় বোমাবাজি
# ভোটের শুরুতেই ভাঙড়ে অশান্তি
ভোট শুরু হতেই ভাঙড়ে তুমুল অশান্তি - পাথর ছোড়াছুড়ি চলছে, মাথা ফেটেছে কয়েকজনের। ভাঙড় জুরে বিক্ষিপ্ত অশান্তি
LIVE : শুরু পঞ্চায়েত ভোটগ্রহণ