Mamata Banerjee Live: বাংলা বিভেদ চায় না, এটা উন্নয়ন ও সম্প্রীতির জনাদেশ: মমতা

Mon, 10 May 2021-12:56 pm,

১০ টা ৪৫ থেকে শপথ নেবেন তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভা। গতবারের পূর্ণমন্ত্রীরা মোটামুটি একই থাকছেন। তবে এবার মন্ত্রি সভায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিতে চলেছেন।

নিজস্ব প্রতিবেদন:১০ টা ৪৫ থেকে শপথ নেবেন  তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভা। গতবারের পূর্ণমন্ত্রীরা মোটামুটি একই থাকছেন। তবে এবার মন্ত্রি সভায় রয়েছে বেশ কিছু নতুন মুখ। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সবমিলিয়ে ৪৩ জন শপথ নিতে চলেছেন। 

Latest Updates

  • ঈদের জন্য ছোট করে ৫০ জন মিলে জমায়েত করার অনুমতি পাওয়া যাবে। ছোট্ট ছোট্ট পার্থনা সভা করা যাবে।  

  • ''চিফ সেক্রেটারির নেতৃত্বে আঐজই একটা ক্যাবিনেট গঠন করা হয়েছে। হোম, ফাইনান্স, হেলথ, এবং ইন্ডাস্ট্রির সেক্রেটারিদের নিয়ে গঠন করা হয়েছে। তারা প্রত্যেকটি পলিসির ব্যাপারে এখন থেকে কাজ করবে। যে প্রতিশ্রতি আমরা দিয়েছি, সেগুলি পূরণ করা হবে কোভিডের পর। পেনশন, স্কলারশিপের মতো টাকা যেন আটকে না থাকে সেদিকটায় জোর দেওয়া হবে''। 

  • ''রাজ্য শান্ত আছে। সেন্ট্রাল ফোর্স নিয়ে এসে। বেশ কিছু ভুয়ো ভিডিও নিয়ে আইটি সেলকে কাজে লাগিয়ে উত্তপ্ত করছে। কোনও এরকম অশান্তি ঘটছে না বাংলায়''। 

  • ''আমি অনুরোধ করব, যেন কর্পোরেট সেক্টর সাহায্যের হাত বাড়ায়। শুধু টাকা নয়, তাদের সাধ্যমত যে ভাবে তাড়া সাহায্য করতে পারে, তার জন্য যেন এগিয়ে আসে। মনে রাখবেন, যে টাকা দেওয়া হবে। তা অডিট করা হবে। আমার কাছে আসবে না। তা পুরোটাই ফাইনান্স ডিপার্টমেন্ট দেখবে'', Mamata Banerjee

  • ''আমরা উন্নয়নে ৯৫ শতাংশ মানুষকে ছুঁয়েছি। দুয়ারে রেশন থেকে শুরু করে বাকি কাজ আসতে আসতে করা হবে। তবে তার আগে কোভিড মোকাবিলা করা হবে। হাসপাতালগুলোকে অক্সিজেন সেন্টার তৈরির জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে। কোভিড বেড বাড়ানো হয়েছে। অনেক কর্পোরেট হাউজ তাদের জায়গা ছেড়ে দিয়ে নয়, বিভিন্ন ভাবে টাকা দিয়ে, অক্সিজেন জোগাড় করে বেড দিয়ে সাহায্য করছে'', Mamata Banerjee

  • ''আমরা জনগণের কাছে খুব কৃতজ্ঞ। মানুষের ভালবাসায় যে সরকার গড়তে পেরেছি তাতে খুশি। আমরা হ্যাট্রিক করতে পেরেছি। সমস্ত ধর্ম ও মা বনেরা আমাদের সাহায্য করেছে। আমরা কোনও বিবেধ চাই না। ঐক্য চাই'', Mamata Banerjee 

  • শপথ শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের মধ্যে আলোচনা হতে দেখা গেল এদিন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ নেওয়ার পর রাজ্যপাল জানিয়েছিলেন রাজ্যে আইন শৃঙ্খলা কঠরভাবে পালন করতে হবে। এরপরই টুইট করে তিনি কার্যত কাঠগড়ায় তুলেছেন রাজ্যকে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আইনের পথ নিতে হবে। রাজ্যে কোনও রকম অশান্তি তিনি মেনে নেবেন না।   এইরকম পরিস্থিতিতে,  তৃতীয়বার মন্ত্রিসভার শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী-রাজ্যপালের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। 

  • স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

    অখিল গিরি 
    হুমায়ুন কবীর
    রত্না দে নাগ
    বুলু চিক বারিক

  • কোভিডের কারণে, যত তাড়াতাড়ি সম্ভব শপথ অনুষ্ঠান শেষ করা হবে।সেই কারণে একজোটে শপথ নিচ্ছেন মন্ত্রিসভার সদস্যরা।

  • ভার্চুয়ালি শপথ নিলেন ৩ জন।

  • পূর্ণমন্ত্রী

    রথীন ঘোষ   
    বঙ্কিমচন্দ্র হাজরা
    পুলক রায়
    বিপ্লব মিত্র
    গুলাম রব্বানি

  • জাতীয় সঙ্গীতের আবহে প্রবেশ রাজ্যপালের। সৌজন্য বিনিময় হল। 

  • প্রতিমন্ত্রীর স্বাধীন দায়িত্বে ১০ জন। পূর্ণমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নেবেন। 

  • কোভিডের কারণে ভার্চুয়ালি শপথ নেবেন অমিত মিশ্র, ব্রাত্য বসু, রথিন ঘোষ,

  • আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। রাজভবনে এসে শপথ নেবেন ৪১ জন মন্ত্রী। আর ২ জন ভার্চুয়ালি শপথ নেবেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link