West Bengal News LIVE Update: সাংসদের মেয়ের নামে কটূক্তি মামলা, সিট গঠনের সুপ্রিম নির্দেশ

Mon, 25 Nov 2024-1:48 pm,

Bengal News LIVE Update: জেল-মুক্তির পর আজ প্রথম মমতার মুখোমুখি হতে পারেন অনুব্রত। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছেন কেষ্ট। সূত্রের খবর ।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-


Latest Updates

  • Abhishek Banerjee: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে নেটপাড়ায় কটূক্তি মামলায় সিবিআই তদন্ত বাতিল করে সিট গঠনের নির্দেশ। তিন আইপিএস-এর নেতৃত্বে সিট গঠন করল সুপ্রিমকোর্ট। সিবিআই তদন্ত বহাল রেখেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মামলা যায় সুপ্রিমকোর্টে। রাজ্যের কাছে সাত আইপিএস-এর নাম চেয়েছিল সুপ্রিমকোর্ট।

  • Supreme Court: সাংসদের মেয়ের নামে কটূক্তি মামলা। সিবিআই তদন্ত বাতিল করে সিট গঠনের নির্দেশ। সিবিআই তদন্ত বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার ৩ আইপিএস-এর নেতৃত্বে সিট গড়ল সুপ্রিম কোর্ট।

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

     

     

  • Parliament Winter season 2024:  ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে নেই তৃণমূল। সংসদে অধিবেশনের আগে বিরোধীদের বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। আজই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সেই কারণেই কি সংসদে জোট বৈঠকে নেই তৃণমূল ? তুঙ্গে রাজনৈতিক জল্পনা।

  • Parliament Winter season 2024: লোকতন্ত্রের ভাবনা বুঝতে পারেন না বিরোধীরা। ফলে তাঁরা জনতার কথা শোনেন না। জনতাও তাঁদের বেছে নেইনি শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের তোপ দাগলেন মোদী। তিনি আরও বলেন, ২০২৫-এর দিকে তাকিয়ে আমরা। সংসদের শীতকালীন অধিবেশন গুরুত্বপূর্ণ। সংসদে বসে থাকা সকল ব্যক্তিদের উচিত সাধারণ মানুষের যে ভাবনা সেটা পূরণ করা। 

  • Kasba: কসবার রুবি মোড়ে উদ্ধার যুবকের মৃতদেহ! রুবি মোড় থেকে সার্ভিস রোড এবং ইএম বাইপাসের সংযোগস্থলে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। রাস্তার পাশেই উদ্ধার হয় একটি স্কুটি। যদিও পুলিসের প্রাথমিক অনুমান পথ দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে যুবকের। কারণ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত অবস্থায় স্কুটিটি উদ্ধার হয়েছে। পাশাপাশি যুবকের দেহেও রয়েছে আঘাতের চিহ্ন।

  • Bikash Ranjan Bhattacharya: কান্তি গাঙ্গুলীর পর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দলের রক্তক্ষরণ নিয়ে বিস্ফোরক বিকাশ। তাঁর দাবি, 'কেন্দ্রীয় স্তরে মানুষের কাছে পৌঁছানো গেলেও স্থানীয় স্তরে দুর্বলতা থেকে যাচ্ছে। কর্মীদের মধ্যে ২০১১ এর পর থেকে অদ্ভুত ভয় আছে, এটা কাটানো উচিত। নেতৃত্ব কখনই দায় এড়াতে পারেনা। নেতাদেরও নিচু তলায় যেতে হবে।' বিস্ফোরক দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।

  • TMC Meeting: উপনির্বাচনে ছয়-শূন্য জয়ের পর আজ তৃণমূলের হাইভোল্টেজ বৈঠক। কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠকে কী বার্তা মমতার? রদবদল নিয়ে অভিষেকের প্রস্তাবে আজই সিলমোহর? 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link