ওয়েব ডেস্ক : রায়গঞ্জে অশান্তি অব্যাহত। ফের জ্বলল আগুন। এবার বিক্ষোভের পথে ব্যবসায়ীরা। দুই আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। জ্বালিয়ে দেওয়া হয় বাসস্ট্যান্ড। অবরোধ হয় জাতীয় সড়কে।  দোকানবাজারে ব্যাপক ভাঙচুর চলে। অভিযোগ, এরপরও পুলিস হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীদের দাবি, উল্টে তাঁদেরই ওপর লাঠিচার্জ করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর প্রতিবাদে আজ ব্যবসায়ীদের বিক্ষোভ-প্রতিবাদেও আগুন জ্বলল। রাস্তায় টায়ার ফেলে জ্বালিয়ে দেওয়া হয়। ব্যবসায়ীদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘটও চলছে রায়গঞ্জে। তাঁদের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। পুলিস-প্রশাসনের কাছ থেকে এবিষয়ে যথাযথ আশ্বাস না মেলা পর্যন্ত ধর্মঘট চলবে। জেলার অন্যতম খুচরো ও পাইকারি বাজার, মোহনবাটি বাজারও বন্ধ।


আরও পড়ুন, একমাসের মধ্যে ফের পোলট্রি ফার্মে হুকিংয়ের তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু, অভিযোগ নিশ্চুপ প্রশাসন