ভবানন্দ সিংহ: বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যাপ্ত ফর্ম নেই কেন? দুয়ারে সরকারের ক্য়াম্পে ভাঙচুর চালালেন খোদ তৃণমূলের অঞ্চল সভাপতি! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের ইসলামপুরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পয়লা এপ্রিল থেকে রাজ্যে ফের চালু হয়েছে 'দুয়ারে সরকার'। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দুয়ারে সরকারের ক্য়াম্পে এবার ৩২ প্রকল্পের সুবিধা মিলবে। নির্দেশিকা জারি করেছে নবান্ন।


উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমঠি খন্তি অঞ্চলের দুয়ার সরকারের ক্যাম্পে বসেছে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে। এদিন সকালে বিভিন্ন সেই ক্যাম্পে হাজির হন বহু মানুষ। তাহলে? অভিযোগ, যখন দুয়ারে সরকারে ক্যাম্প চালু হয়, তখন দেখা যায়, বিভিন্ন সরকারি প্রকল্পের পর্যাপ্ত ফর্ম নেই! ফলে চরম হয়রানির শিকার হন স্থানীয় বাসিন্দারা। 


এদিকে দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয়ে পাশেই বাড়ি তৃণমূলের অঞ্চল সভাপতি আকবর আলির। সাধারণ মানুষকে সাহায্য করার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছিলেন তিনি। শেষপর্যন্ত ধৈয্য়ের বাঁধ ভাঙে তার। ক্যাম্পে ভাঙচুর করতে শুরু করেন শাসকদলের নেতা! ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।



আগডিমঠি খন্তি অঞ্চলের সরকারি আধিকারিক সাগরাম সোরেন অবশ্য জানিয়েছেন, দুয়ারে সরকারের ক্যাম্পে পর্যাপ্ত ফর্ম ছিল। কিন্তু কোন ফর্মটি কোন প্রকল্পের, তা লিখে দেওয়া হয়নি এখনও। সেকারণেই সমস্যায় পড়েছে গ্রামবাসীরা।


আরও পড়ুন: Suvendu Adhikari, Panchayat Election: পঞ্চায়েত মামলায় 'মুখ পুড়ল' শুভেন্দুর, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিরোধী দলনেতার


এদিকে কোচবিহারের তুফানগঞ্জে দুয়ারে সরকারে ক্যাম্প বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই। কেন? তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দুয়ারে সরকার ক্যাম্পে রাস্তা, বিদ্যুৎ-সহ বিভিন্ন পরিষেবা চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁরা। জমা দিয়েছিলেন প্রয়োজনীয় নথিও! কিন্তু পরিষেবা মেলেনি এখনও। পুরুলিয়ার বন্দোয়ানেও দুয়ারে সরকারের ভ্রাম্যমান গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)