নিজস্ব প্রতিবেদন: লকডাউনে এমনিতেই প্রশাসনের কড়া নজরে উত্তর ২৪ পরগনা। এর মধ্যে করোনা ছাড়া অন্যান্য অসুখে যারা পড়ছেন তাদের যন্ত্রণা কল্পনাতীত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দেশের প্রতিটি মানুষ সেনার মতো লড়ছে, করোনার বিরুদ্ধে এই সংগ্রাম ভবিষ্যত মনে রাখবে


অসুস্থ হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হন বনগাঁ পাইকপাড়ার বাসিন্দা মধুসুদন বিশ্বাস। কিন্তু সম্প্রতি তাঁর একটি দামি ইঞ্জেকশনের প্রয়োজন হয়। সেটি প্রসেক্রাইব করেন হাসপাতালের চিকিত্সক। তখনই বিপদের শুরু।


বনগাঁ শহরের অলিগলি খুঁজে ওই ইনজেকশন মেলেনি। উত্কন্ঠার মধ্যে পড়ে যায় পরিবার। আত্মীয়দের পরামর্শ মতো গোটা ঘটনা জানিয়ে ফেসবুকে সাহায্যের আবেদন জানান মধুসূদন বাবুর পরিবার। এনিয়ে একটি পোস্ট করেন ফেসবুকে। আর তাতেই কাজ হয়।


আরও পড়ুন-‘করোনাভাইরাসের বিষয়ে সাংবাদিক বৈঠক করে কি লাভ?’ টুইট সমালোচনায় বিরক্ত ট্রাম্পের


ওই ফেসবুক পোস্ট দেখে এগিয়ে আসেন স্ট্রিট ডগ সংস্থার দুই স্বেচ্ছাসেবক সোনাই ও সোমনাথ নামে দুই যুবক। তাঁরা মধুসূদনবাবুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে রানাঘাটে পাড়ি দেন। সেখান থেকে ইনজেকশন এনে পৌঁছে দেন রোগীর পরিবারের হাতে। সেই ইনজেকশন দেওয়া হয়েছে রোগীকে। লকডাউনের মধ্যে এই ঘটনায় চমকে গেলেও খুশি মধুসূধন বাবুর পরিবার।