নিজস্ব প্রতিবেদন: বাড়ল লকডাউনের সময়সীমা। ১৩ এপ্রিল নয়, ১৫ এপ্রিল পর্যন্ত রাজ্যে বহাল থাকবে লকডাউন। নবান্নে এমনটা জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে বহাল লকডাউন। আক্রান্তের সংখ্যা ২২ ছুঁয়েছে ২২। মারা গিয়েছেন ২ আক্রান্ত। সবমিলিয়ে করোটার কাঁটায় তটস্থ গোটা রাজ্য। পরিস্থিতির পর্যাচলোচনা করতে দফায় দফায় বৈঠক নবান্নে দলীয় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। আজও নবান্নে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখাই সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই এনআরএসে করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন মহিলার মৃত্যু


এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউন জারি থাকলেও খোলা থাকবে জরুরি পরিষেবা। হাসপাতাল, বাজার, ব্য়াঙ্কের সমস্ত সুবিধাই পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি মমতা জানিয়েছেন, এই লকডাউন চলাকালিন যাঁরা ভলান্টিয়ার করতে চান তাঁরা সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নম্বরটি হল- 03323412600


উল্লেখ্য, জনতা কার্ফুর পরই দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধাণমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো লকডাউন জারি হয় রাজ্যেও। তবে লকডাউনে সমস্ত জরুরি পরিষেবা মিলবে বলেই আশ্বাস দিয়েছিল প্রধানণন্ত্রী। এবার রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে লকডাউ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।