বৃষ্টিভেজা সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন, শুনশান রাস্তা, কড়া পুলিসের নজরদারি
সল্টলেক ও উল্টোডাঙা শুনশান। জেলাগুলিতেও একই ছবি। বাজারঘাট বন্ধ, রাস্তা ফাঁকা। গুটিকতক মানুষের দেখা মিললেও তাঁদের আটকাচ্ছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিন আজ। কাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশের নজরদারি।
চলছে মাইকে প্রচার। রাস্তায় গাড়ি আটকে চেকিং করছে পুলিস। কী কারণে রাস্তা বেরিয়েছেন, তাও জিজ্ঞাসা করছে পুলিস। বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল।
সল্টলেক ও উল্টোডাঙা শুনশান। জেলাগুলিতেও একই ছবি। বাজারঘাট বন্ধ, রাস্তা ফাঁকা। গুটিকতক মানুষের দেখা মিললেও তাঁদের আটকাচ্ছে পুলিস।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় কোন জেলায় কত কোভিড আক্রান্ত? কলকাতাকে ছাড়াল উত্তর ২৪ পরগনা
এদিক, সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে মাঝারি থেকে ভারি। সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা-সহ সন্নিহিত এলাকাগুলিতে বৃষ্টি হচ্ছে।